ETV Bharat / state

Vehicle Location Tracker: অমিল পরিকাঠামো, বাড়ল চারচাকা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা - পরিবহণ দফতর

রাজ্য়ের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) বসানোর সময়সীমার মেয়াদ বাড়িয়ে করা হল 31 মার্চ, 2023 ৷ কেন এই পদক্ষেপ ?

Transport Department of West Bengal Government extends last date to install Vehicle Location Tracking Device in all Commercial Four Wheeler
Vehicle Location Tracker: অমিল পরিকাঠামো, বাড়ল চারচাকা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস বসানোর সময়সীমা
author img

By

Published : Dec 2, 2022, 6:20 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: রাজ্য়ের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) লাগানোর সময়সীমা বাড়ানো হল ৷ সূত্রের দাবি, উপযুক্ত পরিকাঠামো না-থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, পথ দুর্ঘটনায় লাগাম টানতে এবং যাত্রী পরিবহণ আরও সুরক্ষিত করতে রাজ্যের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে ভিএলটিডি বসানোর নির্দেশ দিয়েছিল পরিবহণ দফতর (Transport Department) ৷ এই বিষয়ে গত 14 নভেম্বর একটি নির্দেশিকা জারি করে তারা ৷ সেই নির্দেশিকায় আগামী 31 ডিসেম্বরের মধ্যেই এই কাজ সেরে ফেলতে বলা হয় ৷ কিন্তু, পরিস্থিতির চাপে এবার সেই নির্দেশিকা পালনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার (West Bengal Government) ৷ নির্দেশ পালনের শেষ তারিখ বাড়িয়ে করা হল আগামী বছরের 31 মার্চ ৷

আরও পড়ুন: কলকাতা ঘুরবেন! 'পিক আপ অ্যান্ড ড্রপ' দেবে পরিবহণ দফতর

এই প্রসঙ্গে রাজ্যের বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ আমরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি ৷ কিন্তু, বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে এই ডিভাইস এসে পৌঁছয়নি ৷ তাছাড়া, এত অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ বাণিজ্যিক গাড়িকে ভিএলটিডি লাগানো সম্ভবও নয় ৷ এটা দেখে খুব আশ্চর্য লাগছে যে পরিবহণ দফতরের পক্ষ থেকে পরিকাঠামো প্রস্তুত না-করেই গত 14 নভেম্বর একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয় ! আমরা তখনই জানিয়েছিলাম, এর জন্য বেসরকারি বাণিজ্যিক গাড়িগুলিকে অন্তত এক বছর সময় দেওয়া হোক ৷ পদক্ষেপটি নিঃসন্দেহে প্রয়োজনীয় ৷ কিন্তু, রূপায়ণের বিষয়টি সম্পূর্ণভাবে বেসরকারি যানের মালিকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ আমরা চাই সরকারের পক্ষ থেকে গাড়ি নির্মাণকারী সংস্থাই সংশ্লিষ্ট সমস্ত গাড়িতে এই ডিভাইস বসিয়ে দিক ৷ আর যে গাড়িগুলির ক্ষেত্রে নির্মাণকারী সংস্থা তা করতে পারবে না, সেগুলির ক্ষেত্রে সরকার নিজেই ভিএলটিডি বসাক ৷"

একই কথা বলেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন, "এই ডিভাইস বসানোর মতো সার্বিক পরিকাঠামো পরিবহণের দফতরের কাছে নেই ৷ এর ফলে বেসরকারি যান পরিচালকদের উপর বাড়তি চাপ দিতে শুরু করে তারা ৷ অথচ, বর্তমানে বেসরকারি বাস পরিষেবা ধুঁকছে ৷ এই অবস্থায় সরকার এগিয়ে না এলে এই ডিভাইস বসাতে গিয়ে মালিক পক্ষের উপর চাপ আরও বাড়বে ৷"

প্রসঙ্গত, 1988 সালের 'মোটর ভেহিকেল আইন' অনুসারে, 2018 সালের 1 এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' বা ভিএলটিডি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার রাজ্য পরিবহণ দফতরের তরফেও একই পদক্ষেপ করা হল ৷ রাজ্য়ের নির্দেশিকা অনুসারে, দু'চাকা গাড়ি, ই-রিকশা এবং তিনচাকা গাড়ি বাদে বাকি সমস্ত বাণিজ্যিক গাড়িতেই এই ব্যবস্থা রাখতে হবে ৷

কলকাতা, 2 ডিসেম্বর: রাজ্য়ের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে (Commercial Four Wheeler) 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' (Vehicle Location Tracking Device) বা ভিএলটিডি (VLTD) লাগানোর সময়সীমা বাড়ানো হল ৷ সূত্রের দাবি, উপযুক্ত পরিকাঠামো না-থাকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, পথ দুর্ঘটনায় লাগাম টানতে এবং যাত্রী পরিবহণ আরও সুরক্ষিত করতে রাজ্যের সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে ভিএলটিডি বসানোর নির্দেশ দিয়েছিল পরিবহণ দফতর (Transport Department) ৷ এই বিষয়ে গত 14 নভেম্বর একটি নির্দেশিকা জারি করে তারা ৷ সেই নির্দেশিকায় আগামী 31 ডিসেম্বরের মধ্যেই এই কাজ সেরে ফেলতে বলা হয় ৷ কিন্তু, পরিস্থিতির চাপে এবার সেই নির্দেশিকা পালনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার (West Bengal Government) ৷ নির্দেশ পালনের শেষ তারিখ বাড়িয়ে করা হল আগামী বছরের 31 মার্চ ৷

আরও পড়ুন: কলকাতা ঘুরবেন! 'পিক আপ অ্যান্ড ড্রপ' দেবে পরিবহণ দফতর

এই প্রসঙ্গে রাজ্যের বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ আমরাও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছি ৷ কিন্তু, বাজারে এখনও পর্যাপ্ত পরিমাণে এই ডিভাইস এসে পৌঁছয়নি ৷ তাছাড়া, এত অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ বাণিজ্যিক গাড়িকে ভিএলটিডি লাগানো সম্ভবও নয় ৷ এটা দেখে খুব আশ্চর্য লাগছে যে পরিবহণ দফতরের পক্ষ থেকে পরিকাঠামো প্রস্তুত না-করেই গত 14 নভেম্বর একটি নির্দেশিকা জারি করে দেওয়া হয় ! আমরা তখনই জানিয়েছিলাম, এর জন্য বেসরকারি বাণিজ্যিক গাড়িগুলিকে অন্তত এক বছর সময় দেওয়া হোক ৷ পদক্ষেপটি নিঃসন্দেহে প্রয়োজনীয় ৷ কিন্তু, রূপায়ণের বিষয়টি সম্পূর্ণভাবে বেসরকারি যানের মালিকদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ আমরা চাই সরকারের পক্ষ থেকে গাড়ি নির্মাণকারী সংস্থাই সংশ্লিষ্ট সমস্ত গাড়িতে এই ডিভাইস বসিয়ে দিক ৷ আর যে গাড়িগুলির ক্ষেত্রে নির্মাণকারী সংস্থা তা করতে পারবে না, সেগুলির ক্ষেত্রে সরকার নিজেই ভিএলটিডি বসাক ৷"

একই কথা বলেছেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি বলেন, "এই ডিভাইস বসানোর মতো সার্বিক পরিকাঠামো পরিবহণের দফতরের কাছে নেই ৷ এর ফলে বেসরকারি যান পরিচালকদের উপর বাড়তি চাপ দিতে শুরু করে তারা ৷ অথচ, বর্তমানে বেসরকারি বাস পরিষেবা ধুঁকছে ৷ এই অবস্থায় সরকার এগিয়ে না এলে এই ডিভাইস বসাতে গিয়ে মালিক পক্ষের উপর চাপ আরও বাড়বে ৷"

প্রসঙ্গত, 1988 সালের 'মোটর ভেহিকেল আইন' অনুসারে, 2018 সালের 1 এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকেও সমস্ত বাণিজ্যিক চারচাকা গাড়িতে 'ভেহিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস' বা ভিএলটিডি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল ৷ এবার রাজ্য পরিবহণ দফতরের তরফেও একই পদক্ষেপ করা হল ৷ রাজ্য়ের নির্দেশিকা অনুসারে, দু'চাকা গাড়ি, ই-রিকশা এবং তিনচাকা গাড়ি বাদে বাকি সমস্ত বাণিজ্যিক গাড়িতেই এই ব্যবস্থা রাখতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.