ETV Bharat / state

West Bengal Tourism: কলকাতা ঘুরবেন! 'পিক আপ অ্যান্ড ড্রপ' দেবে পরিবহণ দফতর

শহর কলকাতাকে পর্যটক বান্ধব করতে নতুন পদক্ষেপ পরিবহণ দফতরের ৷ স্মার্ট সিটি কলকাতায় থাকছে পিক আপ ও ড্রপ পয়েন্ট ৷ এই বিষয়ে যৌথ উদ্যোগ নিয়েছে পর্যটন ও পরিবহণ বিভাগ (Kolkata Tourism) ৷

Kolkata Tourist Spot
ETV Bharat
author img

By

Published : Nov 20, 2022, 9:51 AM IST

কলকাতা, 20 নভেম্বর: রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন ৷ তাই স্মার্ট সিটি কলকাতাকে আরও একধাপ এগিয়ে দিয়ে শহরে ঘুরতে আসা পর্যটকদের সুবিধের জন্য একবার নির্দিষ্ট কিছু স্থানকে পিক আপ ও ড্রপের জন্য চিহ্নিত করা হচ্ছে ৷ পর্যটন এবং পরিবহণ বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু হতে চলেছে (West Bengal Tourism and Transport Department to revive Kolkata Toursim) ৷

আমার-আপনার প্রিয় শহর ও অতিপরিচিত শহর কলকাতার কোথায় কী দেখার আছে, তা আর নতুন করে বলে দিতে হবে না ৷ তবে বাইরে থেকে যাঁরা ঘুরতে আসছেন, তাঁরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন । তাই কোথায় কোন মন্দির রয়েছে বা কোন মিউজিয়ামের ঠিকানা কোথায় কিংবা কোন দিকে গেলে দেখা যাবে প্রশস্ত হুগলি নদী- সে সব চিহ্নিত করা হবে ৷ পুরো কাজটি অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গলের পক্ষ থেকে করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: কলকাতা ম্যারাথনের মুখ হলেন ফরাসি টেনিস তারকা মেরি পিয়ার্স

বিদেশের উন্নত শহরগুলিতে এই ধরনের পরিষেবা থাকে ৷ সেই ধাঁচে তিলোত্তমা কলকাতায় লুকিয়ে থারা মণিমাণিক্য সহজে পর্যটকদের কাছে তুলে দিতে চায় সরকার । তাই সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলির সামনে তৈরি হবে এই পিক আপ ও ড্রপ পয়েন্ট ৷ আর এই টুরিস্ট স্পট থেকে আরেকটিতে স্পটে যাওয়ার গাড়ি পাওয়া যাবে । একটি স্টান ঘুরে সময় মতো এসে দাঁড়াতে হবে এই পিক আপ পয়েন্টে । নির্দিষ্ট সময় গাড়ি এলে তাতে চড়ে পরের জায়গায় যাওয়া যাবে ।

এই পয়েন্টগুলিতে পর্যটকদের গাড়িতে ওঠা-নামার সুবিধের জন্য 5-10 মিনিট পর্যন্ত দাঁড়াবে গাড়ি । এখানে পর্যটকদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি বাসের ব্যবহার করা হবে । জানা গিয়েছে, আপাতত সংস্থার পক্ষ থেকে পর্যটন কেন্দ্র নির্দিষ্ট করার কাজ চলছে । তবে এই পরিষেবা নিতে হলে পরের কোন গন্তব্যে যেতে চান এবং কতজন যেতে চান- তা জানিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে আগাম । সংস্থার পক্ষ থেকে প্রতিটি টুরিস্ট স্পটে টুরিস্ট গাইড নিয়োগ করা হবে, যাঁদের তত্ত্বাবধানে থাকে সম্পূর্ণ ব্যবস্থাপনা ।

কলকাতা, 20 নভেম্বর: রাজ্যের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন ৷ তাই স্মার্ট সিটি কলকাতাকে আরও একধাপ এগিয়ে দিয়ে শহরে ঘুরতে আসা পর্যটকদের সুবিধের জন্য একবার নির্দিষ্ট কিছু স্থানকে পিক আপ ও ড্রপের জন্য চিহ্নিত করা হচ্ছে ৷ পর্যটন এবং পরিবহণ বিভাগের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা চালু হতে চলেছে (West Bengal Tourism and Transport Department to revive Kolkata Toursim) ৷

আমার-আপনার প্রিয় শহর ও অতিপরিচিত শহর কলকাতার কোথায় কী দেখার আছে, তা আর নতুন করে বলে দিতে হবে না ৷ তবে বাইরে থেকে যাঁরা ঘুরতে আসছেন, তাঁরা অনেক সময় বিভ্রান্ত হয়ে পড়েন । তাই কোথায় কোন মন্দির রয়েছে বা কোন মিউজিয়ামের ঠিকানা কোথায় কিংবা কোন দিকে গেলে দেখা যাবে প্রশস্ত হুগলি নদী- সে সব চিহ্নিত করা হবে ৷ পুরো কাজটি অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গলের পক্ষ থেকে করা হবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: কলকাতা ম্যারাথনের মুখ হলেন ফরাসি টেনিস তারকা মেরি পিয়ার্স

বিদেশের উন্নত শহরগুলিতে এই ধরনের পরিষেবা থাকে ৷ সেই ধাঁচে তিলোত্তমা কলকাতায় লুকিয়ে থারা মণিমাণিক্য সহজে পর্যটকদের কাছে তুলে দিতে চায় সরকার । তাই সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলির সামনে তৈরি হবে এই পিক আপ ও ড্রপ পয়েন্ট ৷ আর এই টুরিস্ট স্পট থেকে আরেকটিতে স্পটে যাওয়ার গাড়ি পাওয়া যাবে । একটি স্টান ঘুরে সময় মতো এসে দাঁড়াতে হবে এই পিক আপ পয়েন্টে । নির্দিষ্ট সময় গাড়ি এলে তাতে চড়ে পরের জায়গায় যাওয়া যাবে ।

এই পয়েন্টগুলিতে পর্যটকদের গাড়িতে ওঠা-নামার সুবিধের জন্য 5-10 মিনিট পর্যন্ত দাঁড়াবে গাড়ি । এখানে পর্যটকদের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে শীতাতপ নিয়ন্ত্রিত লাক্সারি বাসের ব্যবহার করা হবে । জানা গিয়েছে, আপাতত সংস্থার পক্ষ থেকে পর্যটন কেন্দ্র নির্দিষ্ট করার কাজ চলছে । তবে এই পরিষেবা নিতে হলে পরের কোন গন্তব্যে যেতে চান এবং কতজন যেতে চান- তা জানিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে আগাম । সংস্থার পক্ষ থেকে প্রতিটি টুরিস্ট স্পটে টুরিস্ট গাইড নিয়োগ করা হবে, যাঁদের তত্ত্বাবধানে থাকে সম্পূর্ণ ব্যবস্থাপনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.