ETV Bharat / state

"ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি", বললেন রূপান্তরকামী কুসুম - vote

ভোট দিয়ে কুসুম সামন্ত আরও বলেন, "আজ আমাদের খুব গর্বের দিন । দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি ।"

কুসুম সামন্ত
author img

By

Published : May 20, 2019, 12:29 PM IST

Updated : May 20, 2019, 12:35 PM IST

কলকাতা, 20 মে : "ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি । ভীষণ খারাপ লাগত । 2006 সালে প্রথম ভোট দিই । মনে হত নিজের পরিচয় গোপন করে ভোট দিচ্ছি ।" রূপান্তরকামী হিসেবে প্রথমবার ভোট দিয়ে বললেন কুসুম সামন্ত । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানা এলাকার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার কুসুম । গতকাল কাশিবাসী সিন্দময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের 110 নম্বর বুথে 34 বছরের কুসুম ভোট দেন ।

ভোট দিয়ে কুসুম সামন্ত আরও বলেন, "আজ আমাদের খুব গর্বের দিন । দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি ।" ভোট দিয়ে প্রিজ়াইডিং অফিসারের কাছে তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য আলাদা লাইন রাখার আবেদনও জানান কুসুম ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর দুনম্বর ব্লকের বাসিন্দা কুসুম । রূপান্তরকামী স্বীকৃতি পাওয়ার আগে তাঁর ভোটার কার্ডে ছিল পুরুষ পরিচয় । তখন তাঁর নাম ছিল বিশ্বজিৎ সামন্ত । সেই নামেই ভোট দিতেন তিনি । পরিচয়পত্রের ছবির সাথে মিল না থাকায় তাঁকে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে । তবে 377 ধারা পাস করার পর নিজস্ব পরিচয়পত্র দিয়ে রূপান্তরকামী হিসেবেই ভোট দিতে পেরেছেন তিনি ।

কলকাতা, 20 মে : "ভোট দিতে গিয়ে বহুবার অপমানিত হয়েছি । ভীষণ খারাপ লাগত । 2006 সালে প্রথম ভোট দিই । মনে হত নিজের পরিচয় গোপন করে ভোট দিচ্ছি ।" রূপান্তরকামী হিসেবে প্রথমবার ভোট দিয়ে বললেন কুসুম সামন্ত । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানা এলাকার একমাত্র তৃতীয় লিঙ্গের ভোটার কুসুম । গতকাল কাশিবাসী সিন্দময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের 110 নম্বর বুথে 34 বছরের কুসুম ভোট দেন ।

ভোট দিয়ে কুসুম সামন্ত আরও বলেন, "আজ আমাদের খুব গর্বের দিন । দেশের নাগরিক হিসেবে গর্ব বোধ করছি ।" ভোট দিয়ে প্রিজ়াইডিং অফিসারের কাছে তৃতীয় লিঙ্গের ভোটারদের জন্য আলাদা লাইন রাখার আবেদনও জানান কুসুম ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর দুনম্বর ব্লকের বাসিন্দা কুসুম । রূপান্তরকামী স্বীকৃতি পাওয়ার আগে তাঁর ভোটার কার্ডে ছিল পুরুষ পরিচয় । তখন তাঁর নাম ছিল বিশ্বজিৎ সামন্ত । সেই নামেই ভোট দিতেন তিনি । পরিচয়পত্রের ছবির সাথে মিল না থাকায় তাঁকে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে । তবে 377 ধারা পাস করার পর নিজস্ব পরিচয়পত্র দিয়ে রূপান্তরকামী হিসেবেই ভোট দিতে পেরেছেন তিনি ।

Intro:কলকাতা পৌর নিগমের নিরাপত্তাকর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি হল। নিরাপত্তা কর্মীদের কর্মরত অবস্থায় ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুর কমিশনার খালেদ আহমদ এর নির্দেশে পুর সেক্রেটারি হরিহর প্রসাদ মন্ডল এই নোটিশ জারি করেছেন। নিরাপত্তা কর্মীরা ফোন নিয়ে দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে এই অভিযোগ আসছিল পুর কমিশনের কাছে। এই নোটিশে বলা হয়েছে নিরাপত্তাকর্মীদের কর্মক্ষেত্রে গাফিলতি ধরা পড়েছে যে কোন দিন বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এই নোটিশ জারি করা হচ্ছে।


Body:এই নোটিশ অনুসারে পুর নিরাপত্তাকর্মীরা কমলপুর অবস্থায় ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু বিশেষ প্রয়োজনে ফোন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। ভিআইপি লাউঞ্জে অনাহুত ব্যক্তিদের আনাগোনা বেড়ে গেছে। পুরো নিগমের সদরদপ্তরে নজরদারিতে ঘাটতি ধরা পড়েছে। নিরাপত্তা কর্মীরা কাজের সময় ফোন নিয়ে ব্যস্ত থাকায় নজরদারির তে ব্যাঘাত ঘটছে এই অভিযোগেই এই নোটিশ জারি করা হয়েছে। মোবাইলে সিনেমা দেখা গান শোনা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে নিরাপত্তা কর্মীরা ব্যস্ত থাকছে এই অভিযোগ উঠছিল বহুদিন ধরে। তাই এই নোটিশ জারি করা হয়েছে।


Conclusion:এই নোটিশে বলা হয়েছে কোনো নিরাপত্তা কর্মী যদি কর্মরত অবস্থায় ফোন নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় সেই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে গাফিলতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে এই নোটিশে। একমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে ফোনের ব্যবহার করা অনুমতি দেয়া হয়েছে। ফোন এলে ফোন রিসিভ করা যাবে। এবং ফোন করার ক্ষেত্রে নিজেদের উর্দ্ধতন আধিকারিক এর অনুমতি নিয়ে ফোন করতে হবে তা বলা হয়েছে এই নির্দেশিকায়।
Last Updated : May 20, 2019, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.