ETV Bharat / state

শহিদ দিবসের স্মৃতি নিয়ে বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে - ট্যাবলো ট্রাম কলকাতায়

গতকাল থেকে শহরের রাস্তায় ঘুরতে শুরু করেছে বর্নাঢ্য এই ট্রাম ৷ আজও কলকাতার রাস্তায় ঘুরবে ট্রামটি। সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 13 জন শহিদের ছবি ৷ এছাড়াও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ ছবি ।

বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে
বর্ণাঢ্য ট্রাম ঘুরবে শহরের পথে পথে
author img

By

Published : Jul 21, 2021, 6:59 AM IST

কলকাতা, 21 জুলাই : আজ 21 জুলাই । শহিদ দিবস । সারা রাজ্যজুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান । ভার্চুয়ালি মমতার কন্ঠ পৌঁছে যাবে রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে ৷ শহিদ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরেও ওইদিন একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায় । গতকাল নোনাপুকুর ট্রামডিপো থেকে সেই ট্রামের উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ‍্যায় ।

গতকাল থেকে শহরের রাস্তায় ঘুরতে শুরু করেছে বর্নাঢ্য এই ট্রাম ৷ আজও কলকাতার রাস্তায় ঘুরবে ট্রামটি। সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 13 জন শহিদের ছবি ৷ এছাড়াও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ ছবি ।

এছাড়াও থাকছে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি । তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্যকেও তুলে ধরা হয়েছে । অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকারের আমলে গ্যাস ও পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে রয়েছে পোস্টার ।

আরও পড়ুন, পাখির চোখ দিল্লি, একুশের মঞ্চ থেকে সলতে পাকানো শুরু মমতার

শোভনদেব চট্টোপাধ‍্যায় বলেন, "আমি আজও সেদিনের ঘটনা ভুলিনি । আমার সামনে অনেকেই মারা গিয়েছিলেন । এবারের 21জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবেন । 1993 সালে বামফ্রন্ট সরকারের বিরোধিতা করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল । এবার মোদি সরকারকে হঠাতে আন্দোলনের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

কলকাতা, 21 জুলাই : আজ 21 জুলাই । শহিদ দিবস । সারা রাজ্যজুড়ে পালিত হবে তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান । ভার্চুয়ালি মমতার কন্ঠ পৌঁছে যাবে রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে ৷ শহিদ দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবছরেও ওইদিন একটি ট্যাবলো ট্রাম ঘুরবে শহরের রাস্তায় । গতকাল নোনাপুকুর ট্রামডিপো থেকে সেই ট্রামের উদ্বোধন করেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ‍্যায় ।

গতকাল থেকে শহরের রাস্তায় ঘুরতে শুরু করেছে বর্নাঢ্য এই ট্রাম ৷ আজও কলকাতার রাস্তায় ঘুরবে ট্রামটি। সুসজ্জিত ট্রামটিতে রয়েছে 13 জন শহিদের ছবি ৷ এছাড়াও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মুহূর্তের বিশেষ ছবি ।

এছাড়াও থাকছে 21 জুলাইয়ের বিভিন্ন স্মৃতি । তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের তথ্যকেও তুলে ধরা হয়েছে । অন্যদিকে, নরেন্দ্র মোদি সরকারের আমলে গ্যাস ও পেট্রোপণ্যের আকাশছোঁয়া দামের বিরুদ্ধে রয়েছে পোস্টার ।

আরও পড়ুন, পাখির চোখ দিল্লি, একুশের মঞ্চ থেকে সলতে পাকানো শুরু মমতার

শোভনদেব চট্টোপাধ‍্যায় বলেন, "আমি আজও সেদিনের ঘটনা ভুলিনি । আমার সামনে অনেকেই মারা গিয়েছিলেন । এবারের 21জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক দেবেন । 1993 সালে বামফ্রন্ট সরকারের বিরোধিতা করে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল । এবার মোদি সরকারকে হঠাতে আন্দোলনের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.