ETV Bharat / state

Tram Style Trolley Bus in Kolkata : ট্রামের ধাঁচেই কি শহরে চলবে ট্রলি বাস ! - Tram Style Trolley Bus in Kolkata

বিদেশের ধাঁচে এখানেও চলবে ট্র্যাকলেস ট্রলি বা ট্রলি বাস (Trackless trolleys will run in Kolkata)। এবার এই বাসটি আনা হচ্ছে পোল্যান্ড থেকে। সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন ৷ তবে ট্রলি বাস চালানোর পরিকল্পনা যে আদতে খুব একটা ফলপ্রসূ হবে না তা মনে করছেন শহরের কিছু ট্রাম গবেষক ও প্রেমীরা।

Trolley Bus in Kolkata
ট্র্যাকলেস ট্রলি বা ট্রলি বাস
author img

By

Published : Mar 31, 2022, 10:08 PM IST

Updated : Apr 1, 2022, 5:58 PM IST

কলকাতা, 31 মার্চ : জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জ্বালা থেকে রেহাই পেতেই বিকল্প খুঁজতে এবার শহরে চলবে ট্রলি বাস । বিদেশের ধাঁচে এখানেও দেখা যাবে ট্রলি বাস (Trackless trolleys will run in Kolkata) । ট্রাম ট্র্যাকের ওভারহেডের তার থেকে বিদ্যুৎ নিয়ে চলেবে এই ইলেকট্রিক বাস । অবশ্য় ট্রলি বাস চালানোর পরিকল্পনা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটা মনে করছেন শহরের ট্রাম গবেষক ও প্রেমীরা ।

ট্রলি বাসের অপর নাম ট্র্যাকলেস ট্রলি । কারণ ট্রামের তার থেকে বিদ্যুৎ নিলেও বাসটি চালাতে নির্দিষ্ট কোনও ট্র্য়াকের প্রয়োজন পড়ে না কারণ এতে লাগানো থাকে রবারের টায়ার । সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন । প্রথমে ইউক্রেন থেকে আনার কথা ছিল বাসটি । তবে যুদ্ধের জন্য সেই পরিকল্পনা পরিবর্তন করা হয় । এবার এই বাসটি আনা হচ্ছে পোল্যান্ড থেকে । শহরের বিভিন্ন জায়গায় ট্রাম ট্র্যাক পাতা রয়েছে যার বেশিরভাগই এখন আর ব্যবহার হয় না । কোনও ব্রিজের ভার কমাতে, আবার কখনও ট্রাম যানজটের সৃষ্টি করে বিভিন্ন কারণে তাই আজ শহরের বেশিরভাগ ট্রাম রুটই বন্ধ করে দেওয়া হয়েছে ।

এই পরিস্থিতিতে পরিবহণ দফতর যে ট্রলি বাস চালাবার পরিকল্পনা নিয়েছে তা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটাই মনে করছেন শহরের ট্রাম গবেষকরা ।

কলকাতার রাস্তায় চালানোর জন্য পোল্যান্ড থেকে আনা হচ্ছে এই ট্রলি বাসগুলি

আরও পড়ুন : Tram restaurant at Eco park: ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

ট্রামপ্রেমী ও গবেষক ড. দেবাশিস ভট্টাচার্য বলেন, "আসলে এটা আর কিছুই নয় সাধারণ মানুষকে একটা ভুলানো বা চমক দেওয়ার জন্য যে বাকি সভ্য দেশগুলির মত আমাদের শহরেও চলবে ট্রলিবাস । এই বাস কোনওদিনই চলবে না । পরিবহণ দফতরের কাছে যখন বিকল্প উপায় রয়েছে যেটা সবথেকে ভালো দূষণমুক্ত তখন সেটার দিকে রাজ্য সরকার ফিরেও তাকাচ্ছে না । পরিবহণ দফতর জ্বালানীর বিকল্প পদ্ধতি হিসেবে ইলেকট্রিক ই-বাস বা ইলেকট্রিক যানচলাচলের কথা বলছে, তাহলে তার প্রতি এত অনীহা কেন ।"

তিনি আরও বলেন, "1970 সালে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের থেকে একটি ট্রলিবাস শহরে নিয়ে আসে ৷ তারাতলা থেকে বেহালা ট্রাম ডিপো পর্যন্ত সফলভাবে ট্রায়াল রানও হয় । তারপর থেকে বাসটিকে নোনাপুকুর ট্রাম ডিপোতে রাখা হয় । তারপর বাসটি ঝড়ের জলে নষ্ট হয়ে গেলে সেটিকে কাটা দরে বিক্রি করে দেওয়া হয় ।"

শহরের আর এক ট্রামপ্রেমী স্বর্ণাভ মুখোপাধ্যায় বলেন, "শহরে ট্রলি বাস চলবে । এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । তবে এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে । তা হল ট্রলিবাস চালানো যেমন অনেক বেশি খরচ সাপেক্ষ তেমনই এই বাস চলতে অনেক বেশি বিদ্যুৎতের প্রয়োজন পড়ে । এছাড়া ট্রলিবাসের আয়ুও অনেক কম । অন্যদিকে, 50 থেকে 60 বছরের পুরানো ট্রাম এখনও পুরোদস্তুর চলছে । তাই আমাদের শহরে যখন ট্রামের পরিকাঠামো রয়েছে তাহলে ট্রামের ধাঁচেই ট্রলিবাস কেন আনা হচ্ছে ?"

কলকাতা, 31 মার্চ : জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জ্বালা থেকে রেহাই পেতেই বিকল্প খুঁজতে এবার শহরে চলবে ট্রলি বাস । বিদেশের ধাঁচে এখানেও দেখা যাবে ট্রলি বাস (Trackless trolleys will run in Kolkata) । ট্রাম ট্র্যাকের ওভারহেডের তার থেকে বিদ্যুৎ নিয়ে চলেবে এই ইলেকট্রিক বাস । অবশ্য় ট্রলি বাস চালানোর পরিকল্পনা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটা মনে করছেন শহরের ট্রাম গবেষক ও প্রেমীরা ।

ট্রলি বাসের অপর নাম ট্র্যাকলেস ট্রলি । কারণ ট্রামের তার থেকে বিদ্যুৎ নিলেও বাসটি চালাতে নির্দিষ্ট কোনও ট্র্য়াকের প্রয়োজন পড়ে না কারণ এতে লাগানো থাকে রবারের টায়ার । সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন । প্রথমে ইউক্রেন থেকে আনার কথা ছিল বাসটি । তবে যুদ্ধের জন্য সেই পরিকল্পনা পরিবর্তন করা হয় । এবার এই বাসটি আনা হচ্ছে পোল্যান্ড থেকে । শহরের বিভিন্ন জায়গায় ট্রাম ট্র্যাক পাতা রয়েছে যার বেশিরভাগই এখন আর ব্যবহার হয় না । কোনও ব্রিজের ভার কমাতে, আবার কখনও ট্রাম যানজটের সৃষ্টি করে বিভিন্ন কারণে তাই আজ শহরের বেশিরভাগ ট্রাম রুটই বন্ধ করে দেওয়া হয়েছে ।

এই পরিস্থিতিতে পরিবহণ দফতর যে ট্রলি বাস চালাবার পরিকল্পনা নিয়েছে তা যে আসলে ট্রামকে একেবারে লাটে তুলে দেওয়ার জন্য তেমনটাই মনে করছেন শহরের ট্রাম গবেষকরা ।

কলকাতার রাস্তায় চালানোর জন্য পোল্যান্ড থেকে আনা হচ্ছে এই ট্রলি বাসগুলি

আরও পড়ুন : Tram restaurant at Eco park: ট্রামেই রেস্তোরাঁ, ইকো পার্কে জিয়া নস্টাল !

ট্রামপ্রেমী ও গবেষক ড. দেবাশিস ভট্টাচার্য বলেন, "আসলে এটা আর কিছুই নয় সাধারণ মানুষকে একটা ভুলানো বা চমক দেওয়ার জন্য যে বাকি সভ্য দেশগুলির মত আমাদের শহরেও চলবে ট্রলিবাস । এই বাস কোনওদিনই চলবে না । পরিবহণ দফতরের কাছে যখন বিকল্প উপায় রয়েছে যেটা সবথেকে ভালো দূষণমুক্ত তখন সেটার দিকে রাজ্য সরকার ফিরেও তাকাচ্ছে না । পরিবহণ দফতর জ্বালানীর বিকল্প পদ্ধতি হিসেবে ইলেকট্রিক ই-বাস বা ইলেকট্রিক যানচলাচলের কথা বলছে, তাহলে তার প্রতি এত অনীহা কেন ।"

তিনি আরও বলেন, "1970 সালে ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের থেকে একটি ট্রলিবাস শহরে নিয়ে আসে ৷ তারাতলা থেকে বেহালা ট্রাম ডিপো পর্যন্ত সফলভাবে ট্রায়াল রানও হয় । তারপর থেকে বাসটিকে নোনাপুকুর ট্রাম ডিপোতে রাখা হয় । তারপর বাসটি ঝড়ের জলে নষ্ট হয়ে গেলে সেটিকে কাটা দরে বিক্রি করে দেওয়া হয় ।"

শহরের আর এক ট্রামপ্রেমী স্বর্ণাভ মুখোপাধ্যায় বলেন, "শহরে ট্রলি বাস চলবে । এই সিদ্ধান্তকে স্বাগত জানাই । তবে এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে । তা হল ট্রলিবাস চালানো যেমন অনেক বেশি খরচ সাপেক্ষ তেমনই এই বাস চলতে অনেক বেশি বিদ্যুৎতের প্রয়োজন পড়ে । এছাড়া ট্রলিবাসের আয়ুও অনেক কম । অন্যদিকে, 50 থেকে 60 বছরের পুরানো ট্রাম এখনও পুরোদস্তুর চলছে । তাই আমাদের শহরে যখন ট্রামের পরিকাঠামো রয়েছে তাহলে ট্রামের ধাঁচেই ট্রলিবাস কেন আনা হচ্ছে ?"

Last Updated : Apr 1, 2022, 5:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.