ETV Bharat / state

Tram Line in Kolkata: অব্যবহৃত ট্রাম লাইনে বাড়ছে দুর্ঘটনা, পদক্ষেপের দাবি তৃণমূল কাউন্সিলরেরও - ট্রাম

কলকাতা শহরের অব্যবহৃত ট্রাম লাইনে (Tram Line in Kolkata) বাড়ছে দুর্ঘটনা ৷ তাই এই ট্রাম লাইনগুলি সরিয়ে ফেলার বা ঢেকে দেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে ৷

Tram Line in Kolkata creating problem for two wheeler riders and pedestrians
বন্ধ ট্রাম, তবু রয়ে গিয়েছে ট্রাম লাইন !
author img

By

Published : Jan 7, 2023, 6:06 PM IST

শহরের অব্যবহৃত ট্রাম লাইনে বাড়ছে দুর্ঘটনা

কলকাতা, 7 জানুয়ারি: কলকাতার প্রাচীন ঐতিহ্য তথা পরিবেশবান্ধব যান হল ট্রাম ৷ যা আজ প্রায় অবলুপ্ত হওয়ার জোগাড় ৷ শহরের অধিকাংশ রুটেই আর ট্রাম চলে না ৷ কিন্তু, সেইসব রুটে এখনও বসানো রয়েছে ট্রাম লাইন (Tram Line in Kolkata) ৷ আর তার জেরেই নিত্য ঘটছে বিপত্তি ৷ ট্রামলাইনে হোঁচট খাচ্ছেন পথচারীরা ৷ সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দু'চাকার যানের চালক ও সওয়ারিরা ৷ সওয়ারি থেকে পড়ে যাওয়া হোক, কিংবা বড়সড় দুর্ঘটনা, ঘটছে অনেক কিছুই ৷ এ নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরও ৷

শ্যামবাজার, বেলগাছিয়া থেকে শুরু করে রাজাবাজার, নোনাপুকুর, টালিগঞ্জ-সহ কম-বেশি 80 (আশি) কিলোমিটারের পথে একটা সময় নিয়মিত ট্রাম চলাচল করত ৷ ব্রিটিশ আমলে এই ট্রাম লাইন বসানো হয়েছিল গ্রানাইট পাথরের তৈরি পথের উপর ৷ সম্প্রতি, 2020 সাল নাগাদ সেই পাথর তুলে ঝাঁ-চকচকে কংক্রিট বসানো হয় ৷ এতে ঝুঁকি বেড়েছে বই কমেনি ৷ বিশেষ করে বর্ষায় এই ট্রাম লাইন আরও পিচ্ছিল হয়ে যায় ৷ ট্রাম লাইনের কংক্রিটের অংশ দিয়ে সাইকেল, বাইক বা স্কুটার চালানোর সময় সেগুলির চাকা হঠাতই হড়কে যায় ৷ টাল সামলাতে না পেরে পড়ে যান চালক ও সওয়ারি ৷ এভাবে এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে মৃত্যু পর্যন্ত হয়েছে ৷

আরও পড়ুন: রাজনৈতিক সদিচ্ছা থাকলে কলকাতার ট্রামও দৌড়বে, মানেন জার্মান গবেষক মার্টিন স্নাইডার

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাইক ও স্কুটারচালকরা ৷ তাঁদের বক্তব্য, ট্রাম যদি চলত, তাহলেও না হয় ঠিক ছিল ৷ কিন্তু, যে সমস্ত রুটে ট্রাম চলছে না, সেখানে কেন এখনও ট্রাম লাইন রেখে দেওয়া হচ্ছে ? অনুযোগের একই সুর শোনা গিয়েছে কলকাতা 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের গলাতেও ৷ তিনি বলেন, "এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার ৷ অব্যবহৃত ট্রাম লাইনগুলি তুলে দেওয়া হোক ৷ অথবা, সেগুলির উপর পিচের প্রলেপ দেওয়া হোক ৷ সেটা কর্পোরেশন করুক, কিংবা ট্রাম সংস্থা করুক ৷ তবে, কেউ তো করুক ৷"

প্রসঙ্গত, এই মুহূর্তে শহর কলকাতার 30টি রুটে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ ৷ এর মধ্যে কিছু জায়গায় ট্রাম লাইনের উপর পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ৷ কিছু রুটের উপর ট্রাম চলাচলের জন্য ব্যবহৃত বিদ্যুতের তারও খুলে দেওয়া হয়েছে ৷ বর্তমানে শহরের মাত্র দু'টি রুটে ট্রাম চলছে ৷ প্রথমটি হল, গড়িয়াহাট থেকে ধর্মতলা আর দ্বিতীয়টি হল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ৷ এর বাইরে খিদিরপুর, ময়দান, শ্যামবাজার, নতুন বাজার, বেলগাছিয়া, শিয়ালদা, বউবাজার, রাজাবাজার, মানিকতলা-সহ সব রুটেই পরিষেবা বন্ধ রয়েছে ৷

শহরের অব্যবহৃত ট্রাম লাইনে বাড়ছে দুর্ঘটনা

কলকাতা, 7 জানুয়ারি: কলকাতার প্রাচীন ঐতিহ্য তথা পরিবেশবান্ধব যান হল ট্রাম ৷ যা আজ প্রায় অবলুপ্ত হওয়ার জোগাড় ৷ শহরের অধিকাংশ রুটেই আর ট্রাম চলে না ৷ কিন্তু, সেইসব রুটে এখনও বসানো রয়েছে ট্রাম লাইন (Tram Line in Kolkata) ৷ আর তার জেরেই নিত্য ঘটছে বিপত্তি ৷ ট্রামলাইনে হোঁচট খাচ্ছেন পথচারীরা ৷ সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দু'চাকার যানের চালক ও সওয়ারিরা ৷ সওয়ারি থেকে পড়ে যাওয়া হোক, কিংবা বড়সড় দুর্ঘটনা, ঘটছে অনেক কিছুই ৷ এ নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরও ৷

শ্যামবাজার, বেলগাছিয়া থেকে শুরু করে রাজাবাজার, নোনাপুকুর, টালিগঞ্জ-সহ কম-বেশি 80 (আশি) কিলোমিটারের পথে একটা সময় নিয়মিত ট্রাম চলাচল করত ৷ ব্রিটিশ আমলে এই ট্রাম লাইন বসানো হয়েছিল গ্রানাইট পাথরের তৈরি পথের উপর ৷ সম্প্রতি, 2020 সাল নাগাদ সেই পাথর তুলে ঝাঁ-চকচকে কংক্রিট বসানো হয় ৷ এতে ঝুঁকি বেড়েছে বই কমেনি ৷ বিশেষ করে বর্ষায় এই ট্রাম লাইন আরও পিচ্ছিল হয়ে যায় ৷ ট্রাম লাইনের কংক্রিটের অংশ দিয়ে সাইকেল, বাইক বা স্কুটার চালানোর সময় সেগুলির চাকা হঠাতই হড়কে যায় ৷ টাল সামলাতে না পেরে পড়ে যান চালক ও সওয়ারি ৷ এভাবে এমন একাধিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে মৃত্যু পর্যন্ত হয়েছে ৷

আরও পড়ুন: রাজনৈতিক সদিচ্ছা থাকলে কলকাতার ট্রামও দৌড়বে, মানেন জার্মান গবেষক মার্টিন স্নাইডার

বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বাইক ও স্কুটারচালকরা ৷ তাঁদের বক্তব্য, ট্রাম যদি চলত, তাহলেও না হয় ঠিক ছিল ৷ কিন্তু, যে সমস্ত রুটে ট্রাম চলছে না, সেখানে কেন এখনও ট্রাম লাইন রেখে দেওয়া হচ্ছে ? অনুযোগের একই সুর শোনা গিয়েছে কলকাতা 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের গলাতেও ৷ তিনি বলেন, "এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার ৷ অব্যবহৃত ট্রাম লাইনগুলি তুলে দেওয়া হোক ৷ অথবা, সেগুলির উপর পিচের প্রলেপ দেওয়া হোক ৷ সেটা কর্পোরেশন করুক, কিংবা ট্রাম সংস্থা করুক ৷ তবে, কেউ তো করুক ৷"

প্রসঙ্গত, এই মুহূর্তে শহর কলকাতার 30টি রুটে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ ৷ এর মধ্যে কিছু জায়গায় ট্রাম লাইনের উপর পিচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ৷ কিছু রুটের উপর ট্রাম চলাচলের জন্য ব্যবহৃত বিদ্যুতের তারও খুলে দেওয়া হয়েছে ৷ বর্তমানে শহরের মাত্র দু'টি রুটে ট্রাম চলছে ৷ প্রথমটি হল, গড়িয়াহাট থেকে ধর্মতলা আর দ্বিতীয়টি হল টালিগঞ্জ থেকে বালিগঞ্জ ৷ এর বাইরে খিদিরপুর, ময়দান, শ্যামবাজার, নতুন বাজার, বেলগাছিয়া, শিয়ালদা, বউবাজার, রাজাবাজার, মানিকতলা-সহ সব রুটেই পরিষেবা বন্ধ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.