ETV Bharat / state

Tribal Agitation Withdrawn: কুড়মিদের অবরোধ প্রত্যাহারের পর অবশেষে স্বাভাবিকের পথে ট্রেন পরিষেবা - Kurmi Agitation Withdrawn

অবরোধ প্রত্যাহার করে নিয়েছে৷ ফলে ধীরে ধীরে স্বাভাবিকের পথে দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা ৷ যদিও অবরোধেরে জেরে গত কয়েকদিনে কয়েকশো ট্রেন বাতিল করতে হয় রেল কর্তৃপক্ষকে ৷

Tribal Agitation Withdrawal
Tribal Agitation Withdrawal
author img

By

Published : Apr 11, 2023, 12:59 PM IST

কলকাতা, 11 এপ্রিল: অবশেষে উঠল ট্রেন অবরোধ । দক্ষিণ পূর্ব রেলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল । তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিতে বেশ কিছুদিন লাগাতার রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ । এর ফলে এই ক’দিনে দক্ষিণ-পূর্ব রেলে কয়েকশো ট্রেন বাতিল হয়েছে ৷ বহু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে ।

দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যহত হয় । তাই গত কয়েকদিনে ব্যাপকভাবে নাজেহাল হতে হয়েছিল যাত্রীদের । কুস্তাউর, খেমাশুলি ও কোটশিলা স্টেশনে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তার পরে এই তিনটি স্টেশনে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল ।

এর ফলে মঙ্গলবার থেকেই যে ট্রেনগুলি স্বাভাবিক নিয়মে চলবে, সেগুলি হল - ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস, সাঁতরাগাছি-আনন্দবিহার এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দুমকা-রাঁচি এক্সপ্রেস, হাতিয়া-টাটানগর এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস, হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাতিয়া-পটনা এক্সপ্রেস, হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জগদ্দল এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, আনন্দ বিহার এক্সপ্রেস, টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ৷

প্রসঙ্গত, কুড়মিদের একাধিক দাবি ছিল ৷ সেই দাবি আদায়ে তারা গত 5 এপ্রিল সকাল 6টা থেকে অবরোধ শুরু করে ৷ এই আন্দোলনের পিছনে ছিল আদিবাসী কুড়মি সমাজ ৷ অবরোধের আগে এই নিয়ে বৈঠকও করেছিল ওই সংগঠন ৷ তার পর তারা অবরোধে নামে ৷ এই প্রথম নয় এর আগেও একাই দাবিতে তারা অবরোধ করেছিল ৷ 2022 সালের 20 সেপ্টেম্বর টানা পাঁচদিন অবরোধ করে তারা ৷ সেই সময়ও ট্রেন পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছিল ৷

তখন প্রশাসনের তরফে দাবি মেটানোর আশ্বাস দেওয়ার পর অবরোধ তোলা হয় বলে আদিবাসী কুড়মি সমাজের তরফে দাবি করা হয়েছিল ৷ কিন্তু সেই দাবি পূরণ না হওয়া ফের অবরোধ বলে জানানো হয় আন্দোলনকারীদের তরফে ৷ ফলে তাঁদের দাবি এবারও পূরণ না হলে আগামিদিনে একই ধরনের অবরোধের আশঙ্কা থেকে তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: 'সরকার প্রতিশ্রুতি রাখেনি', তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনে কুড়মি সমাজ

কলকাতা, 11 এপ্রিল: অবশেষে উঠল ট্রেন অবরোধ । দক্ষিণ পূর্ব রেলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল । তফশিলি উপজাতি তালিকার অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিতে বেশ কিছুদিন লাগাতার রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ । এর ফলে এই ক’দিনে দক্ষিণ-পূর্ব রেলে কয়েকশো ট্রেন বাতিল হয়েছে ৷ বহু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথ পরিবর্তন করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে ।

দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের অন্তর্গত পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তাউর রেল স্টেশনে ট্রেন চলাচল সবচেয়ে বেশি ব্যহত হয় । তাই গত কয়েকদিনে ব্যাপকভাবে নাজেহাল হতে হয়েছিল যাত্রীদের । কুস্তাউর, খেমাশুলি ও কোটশিলা স্টেশনে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে ৷ তার পরে এই তিনটি স্টেশনে ধাপে ধাপে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল ।

এর ফলে মঙ্গলবার থেকেই যে ট্রেনগুলি স্বাভাবিক নিয়মে চলবে, সেগুলি হল - ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস, হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-টিটলাগড়-হাওড়া এক্সপ্রেস, সাঁতরাগাছি-আনন্দবিহার এক্সপ্রেস, হাওড়া-ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি গীতাঞ্জলি এক্সপ্রেস, শালিমার-এলটিটি এক্সপ্রেস, হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, রাঁচি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, দুমকা-রাঁচি এক্সপ্রেস, হাতিয়া-টাটানগর এক্সপ্রেস, রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাতিয়া-পূর্ণিয়া কোর্ট এক্সপ্রেস, হাতিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেস, হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস, হাতিয়া-পটনা এক্সপ্রেস, হাতিয়া-হাওড়া এক্সপ্রেস, হাতিয়া-ইসলামপুর এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-মুম্বই সিএসএমটি মেল, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া-জগদ্দল এক্সপ্রেস, হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, হাওড়া-আমেদাবাদ এক্সপ্রেস, আনন্দ বিহার এক্সপ্রেস, টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, টাটানগর-ধানবাদ এক্সপ্রেস ৷

প্রসঙ্গত, কুড়মিদের একাধিক দাবি ছিল ৷ সেই দাবি আদায়ে তারা গত 5 এপ্রিল সকাল 6টা থেকে অবরোধ শুরু করে ৷ এই আন্দোলনের পিছনে ছিল আদিবাসী কুড়মি সমাজ ৷ অবরোধের আগে এই নিয়ে বৈঠকও করেছিল ওই সংগঠন ৷ তার পর তারা অবরোধে নামে ৷ এই প্রথম নয় এর আগেও একাই দাবিতে তারা অবরোধ করেছিল ৷ 2022 সালের 20 সেপ্টেম্বর টানা পাঁচদিন অবরোধ করে তারা ৷ সেই সময়ও ট্রেন পরিষেবা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছিল ৷

তখন প্রশাসনের তরফে দাবি মেটানোর আশ্বাস দেওয়ার পর অবরোধ তোলা হয় বলে আদিবাসী কুড়মি সমাজের তরফে দাবি করা হয়েছিল ৷ কিন্তু সেই দাবি পূরণ না হওয়া ফের অবরোধ বলে জানানো হয় আন্দোলনকারীদের তরফে ৷ ফলে তাঁদের দাবি এবারও পূরণ না হলে আগামিদিনে একই ধরনের অবরোধের আশঙ্কা থেকে তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: 'সরকার প্রতিশ্রুতি রাখেনি', তফশিলি উপজাতির স্বীকৃতির দাবিতে আন্দোলনে কুড়মি সমাজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.