ETV Bharat / state

এখনও স্বাভাবিক হল না, সোমবার বাতিল একাধিক ট্রেন - CAA protest

এখনও স্বাভাবিক হল না পূর্ব রেলওয়ের পরিষেবা ৷ সপ্তাহের শুরুতেও বাতিল একাধিক ট্রেন ৷

multiple trains canceled on Monday
প্রতীকী ছবি
author img

By

Published : Dec 22, 2019, 11:02 PM IST

Updated : Dec 23, 2019, 4:35 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর : এখনও একাধিক স্টেশন ও রেল লাইনের ক্ষতি সারিয়ে উঠতে পারেনি পূর্ব রেল ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 রাজ্যসভায় পাশ হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে দেশ ৷ প্রতিবাদের আগুন ছড়িয়ে পরে রাজ্যের একাধিক জায়গায় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখান জনতা ৷ কোথাও ট্রেনে আগুন তো কোথাও স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ যার জেরে এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি রেল পরিষেবা ৷ সপ্তাহের শুরুতেও বাতিল থাকছে পূর্ব রেলের একাধিক ট্রেন ৷

বাতিল ট্রেনের তালিকা :

  • 13104 আপ লালগোলা-শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস
  • 13113 আপ কলকাতা-লালগোলা- হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13114 ডাউন কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13033 আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস
  • 13034 ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস
  • 13141 আপ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13142 ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13063 আপ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস
  • 13064 ডাউন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস
  • 13145 আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  • 13146 ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস
  • 13163 আপ শিয়ালদা-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস
  • 13164 ডাউন সহর্ষ-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 13465 আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13466 ডাউন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15959 আপ কামরুপ এক্সপ্রেস ট্রেনটি পথ পরিবর্তন করে বর্ধমান রামপুরহাট গুমানি দিয়ে যাবে।

বিক্ষোভের জেরে পূর্ব রেলের 72 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেল সূত্রে খবর ৷ সেই ক্ষতি সারিয়ে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগলেও লাগতে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ ৷

কলকাতা, 22 ডিসেম্বর : এখনও একাধিক স্টেশন ও রেল লাইনের ক্ষতি সারিয়ে উঠতে পারেনি পূর্ব রেল ৷ নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019 রাজ্যসভায় পাশ হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে দেশ ৷ প্রতিবাদের আগুন ছড়িয়ে পরে রাজ্যের একাধিক জায়গায় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখান জনতা ৷ কোথাও ট্রেনে আগুন তো কোথাও স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা ৷ যার জেরে এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি রেল পরিষেবা ৷ সপ্তাহের শুরুতেও বাতিল থাকছে পূর্ব রেলের একাধিক ট্রেন ৷

বাতিল ট্রেনের তালিকা :

  • 13104 আপ লালগোলা-শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস
  • 13113 আপ কলকাতা-লালগোলা- হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13114 ডাউন কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস
  • 13033 আপ হাওড়া-কাটিহার এক্সপ্রেস
  • 13034 ডাউন কাটিহার-হাওড়া এক্সপ্রেস
  • 13141 আপ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13142 ডাউন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস
  • 13063 আপ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস
  • 13064 ডাউন বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস
  • 13145 আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস
  • 13146 ডাউন রাধিকাপুর-কলকাতা এক্সপ্রেস
  • 13163 আপ শিয়ালদা-সহর্ষ হাটে বাজারে এক্সপ্রেস
  • 13164 ডাউন সহর্ষ-শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস
  • 13465 আপ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
  • 13466 ডাউন মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
  • 15959 আপ কামরুপ এক্সপ্রেস ট্রেনটি পথ পরিবর্তন করে বর্ধমান রামপুরহাট গুমানি দিয়ে যাবে।

বিক্ষোভের জেরে পূর্ব রেলের 72 কোটি টাকার সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে রেল সূত্রে খবর ৷ সেই ক্ষতি সারিয়ে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগলেও লাগতে পারে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ ৷

Intro:23 ডিসেম্বর পূর্ব রেলের একগুচ্ছ ট্রেন বাতিল করা হল:
Body:13104 আপ লালগোলা শিয়ালদহ ভাগিরতি এক্সপ্রেস

13113 আপ/ 13114 ডাউন কলকাতা-লালগোলা- হাজারদুয়ারি এক্সপ্রেস

13033/13034 হাওড়া কাটিহার হাওড়া এক্সপ্রেস

13141/13142 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস

13063/ 13064 হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস

13145/13146 কলকাতা রাধিকাপুর কলকাতা এক্সপ্রেস

13163/13164 শিয়ালদা সহর্ষ শিয়ালদা হাটে বাজারে এক্সপ্রেস

13465/13466 হাওড়া মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
Conclusion:অন্যদিকে 15959 আপ কামরুপ এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল ছাড়বে এই ট্রেনটি বর্ধমান রামপুরহাট গুমানি দিয়ে যাবে।
Last Updated : Dec 23, 2019, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.