ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা - top ten-news-of-the-day-at-a-glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ় @ রাত 9টা
টপ নিউজ় @ রাত 9টা
author img

By

Published : Nov 11, 2020, 9:17 PM IST

1. উন্নয়নের জয় হয়েছে, বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি : প্রধানমন্ত্রী

"21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে উন্নয়ন ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ ভোটে সাফল্যের চাবিকাঠি হল উন্নয়ন ৷" দিল্লিতে BJP-র দপ্তরে বিহার ভোটের সাফল্য উদযাপনে উপস্থিত হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷

2. কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের চাকরি, ঘোষণা মমতার

কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার ৷ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

3.রাজ্য়ে চালু লোকাল ট্রেন, কতটা মানা হল স্বাস্থ্যবিধি ?
সাড়ে সাত মাসের প্রতীক্ষার অবসান । বুধবার রাত 2টো 40 মিনিটে রাজ্যে ফের গড়াল লোকাল ট্রেনের চাকা ৷ হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়ল মেদিনীপুরের উদ্দেশ্যে ৷ কোরোনা সংক্রান্ত প্রোটোকল মেনেই চলল ট্রেন ৷

4. রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমেছে মৃত্যুও

গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে 4 হাজার 431 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 3 লাখ 76 হাজার 696 ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হল 90.34 শতাংশ ৷

5. বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে ৷ তবু 21-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই লড়াই করতে নামছে বামফ্রন্ট । আজ মালদায় তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

6. কাল ASEAN সম্মেলন, উঠতে পারে চিন-আগ্রাসন ইশু

অ্য়াসোসিয়েশন অফ সাউথইস্টি এশিয়ান নেশনস বা ASEAN এর সদস্য় দেশগুলি ছাড়াও, ভারত, আমেরিকা, চীন, জাপান ও অস্ট্রেলিয়া এই সংগঠনের আলোচনায় অংশ নেয় ৷ সেই সম্মেলনেই বৃহস্পতিবার সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

7. বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500

বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্য়ে জায়গা করে নিলেন IIT বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক ৷ স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশ করা তালিকায় তাঁদের নাম রয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় সম্প্রতি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সেরা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে ভারতের বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক রয়েছেন ৷

8. কেউ বললেন কোনও সিস্টেম নেই, ভিড় দেখে কেউ বললেন সংক্রমণ বাড়বে
সাত মাসেরও বেশি সময় পর আজ থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ? এই বিষয়ে কেউ বলছেন, "কোনও সিস্টেম নেই ৷ এক ঘণ্টা পর একটা ট্রেন ৷ অফিস যেতে এমনই দেরি হয়ে যাচ্ছে ৷ এতদিন পর যখন ট্রেন চালু হয়েছে তাহলে কেন কোনও সিস্টেম তৈরি করা হয়নি ?"

9.পরিবারে ভোটার 18 জন, বিহারের NCP প্রার্থী পেলেন মাত্র 2টি ভোট

পরিবারে 18 জন ভোটার, তবে NCP-র প্রার্থী পেলেন মাত্র 2 টি ভোট ৷ এমনই ঘটনা ঘটেছে বিহারের জামালপুর বিধানসভার NCP প্রার্থী ইন্দ্রদেব দাসের সঙ্গে ৷

10. নবান্নে মন্ত্রিসভার বৈঠকে গরহাজির শুভেন্দু-রাজীব, জোর চর্চা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসেননি চার মন্ত্রী ৷ শুভেন্দু অধিকারী যে অনুপস্থিত থাকবেন তা সবার জানা ৷ কিন্তু শুভেন্দুর পাশাপাশি গরহাজির রইলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

1. উন্নয়নের জয় হয়েছে, বিহারের ফলাফলে আরও কাজ করার শক্তি পাচ্ছি : প্রধানমন্ত্রী

"21 শতকে দেশের রাজনীতির মুখ্য আধার হবে উন্নয়ন ৷ যারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে তারাই থাকবে ৷ ভোটে সাফল্যের চাবিকাঠি হল উন্নয়ন ৷" দিল্লিতে BJP-র দপ্তরে বিহার ভোটের সাফল্য উদযাপনে উপস্থিত হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, বিহারে উন্নয়নের জয় হয়েছে ৷

2. কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের চাকরি, ঘোষণা মমতার

কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট পাশ করা সবার চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার ৷ সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

3.রাজ্য়ে চালু লোকাল ট্রেন, কতটা মানা হল স্বাস্থ্যবিধি ?
সাড়ে সাত মাসের প্রতীক্ষার অবসান । বুধবার রাত 2টো 40 মিনিটে রাজ্যে ফের গড়াল লোকাল ট্রেনের চাকা ৷ হাওড়া থেকে প্রথম ট্রেন ছাড়ল মেদিনীপুরের উদ্দেশ্যে ৷ কোরোনা সংক্রান্ত প্রোটোকল মেনেই চলল ট্রেন ৷

4. রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমেছে মৃত্যুও

গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে 4 হাজার 431 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 3 লাখ 76 হাজার 696 ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হল 90.34 শতাংশ ৷

5. বিহারে ভরাডুবি হলেও এরাজ্যে কংগ্রেসের উপরেই ভরসা, স্পষ্ট করলেন বিমান বসু

বিহার নির্বাচনে ভরাডুবি হয়েছে ৷ তবু 21-এর নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গেই লড়াই করতে নামছে বামফ্রন্ট । আজ মালদায় তা স্পষ্ট করে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

6. কাল ASEAN সম্মেলন, উঠতে পারে চিন-আগ্রাসন ইশু

অ্য়াসোসিয়েশন অফ সাউথইস্টি এশিয়ান নেশনস বা ASEAN এর সদস্য় দেশগুলি ছাড়াও, ভারত, আমেরিকা, চীন, জাপান ও অস্ট্রেলিয়া এই সংগঠনের আলোচনায় অংশ নেয় ৷ সেই সম্মেলনেই বৃহস্পতিবার সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

7. বিশ্বের সেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকায় ভারতের 1500

বিশ্বের প্রথম সারির বিজ্ঞানীদের মধ্য়ে জায়গা করে নিলেন IIT বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক ৷ স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয়ের প্রকাশ করা তালিকায় তাঁদের নাম রয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্য়ান্ডফোর্ড বিশ্ববিদ্য়ালয় সম্প্রতি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সেরা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করেছে ৷ যেখানে ভারতের বেণারস হিন্দু বিশ্ববিদ্য়ালয়ের 14 জন অধ্য়াপক রয়েছেন ৷

8. কেউ বললেন কোনও সিস্টেম নেই, ভিড় দেখে কেউ বললেন সংক্রমণ বাড়বে
সাত মাসেরও বেশি সময় পর আজ থেকে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন ৷ তবে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে ? এই বিষয়ে কেউ বলছেন, "কোনও সিস্টেম নেই ৷ এক ঘণ্টা পর একটা ট্রেন ৷ অফিস যেতে এমনই দেরি হয়ে যাচ্ছে ৷ এতদিন পর যখন ট্রেন চালু হয়েছে তাহলে কেন কোনও সিস্টেম তৈরি করা হয়নি ?"

9.পরিবারে ভোটার 18 জন, বিহারের NCP প্রার্থী পেলেন মাত্র 2টি ভোট

পরিবারে 18 জন ভোটার, তবে NCP-র প্রার্থী পেলেন মাত্র 2 টি ভোট ৷ এমনই ঘটনা ঘটেছে বিহারের জামালপুর বিধানসভার NCP প্রার্থী ইন্দ্রদেব দাসের সঙ্গে ৷

10. নবান্নে মন্ত্রিসভার বৈঠকে গরহাজির শুভেন্দু-রাজীব, জোর চর্চা

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আসেননি চার মন্ত্রী ৷ শুভেন্দু অধিকারী যে অনুপস্থিত থাকবেন তা সবার জানা ৷ কিন্তু শুভেন্দুর পাশাপাশি গরহাজির রইলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.