কলকাতা, 11 জুন : পৌরনিগমের কর্মী-আধিকারিকদের কাজ করার ক্ষেত্রে গা-ছাড়া মনোভাব নিয়ে আখচার অভিযোগ শোনা যায় । সম্প্রতি আচমকাই পৌর কমিশনার বিনোদ কুমার বিভিন্ন অফিসে অভিযান চালিয়ে দেখেন কাজের সময় কর্মী, আধিকারিকরা নেই । এরপর বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন । আর গা-ছাড়া মনোভাব চলবে না কাজ করা । কর্মসংস্কৃতি ফেরাতে তৎপর কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)। বড় পদক্ষেপ নিলেন পুর কমিশনার বিনোদ কুমার ।
সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছেন, শহরজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা পুর অফিসগুলিতে আচমকা ভিজিট করতে হবে শীর্ষকর্তাদের । কিছুদিন আগেই মেয়র ফিরহাদ হাকিম জানান, এক জায়গায় কোনও কর্মী, আধিকারিককে দীর্ঘদিন রাখা হবে না । দ্রুত কাজ করতে হবে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, নির্দেশিকায় বলা হয়েছে, দুই বিশেষ কমিশনার তাপস চৌধুরী এবং সোমনাথ দে প্রতি মাসে চার-পাঁচটি অফিসে আচমকা পরিদর্শনে যাবেন । পৌরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল এবং চিফ মিউনিসিপাল ফিনান্স অফিসার অর্কদেব ভাদুড়িকেও অনুরূপভাবে ভিজিটে যেতে বলা হয়েছে ।
আরও পড়ুন : কলকাতার নাগরিকদের মধ্যে বাড়ছে ই-পেমেন্টের ঝোঁক
এই সংক্রান্ত 32টি বিষয় নিয়ে একটি ফরম্যাট তৈরি করে দিয়েছেন পৌর কমিশনার বিনোদ কুমার । যে অফিসে যাওয়া হচ্ছে, কবে যাচ্ছেন, তার ঠিকানা, সেখানে কতজন স্থায়ী এবং অস্থায়ী কর্মী কোন বিভাগে কাজ করছেন, সেই অফিসে আরও কত কর্মী কোথায় কোথায় দরকার সব কিছু তথ্য পরিদর্শনে গিয়ে জোগাড় করতে হবে । সেই মতো রিপোর্ট বানিয়ে 24 ঘণ্টার মধ্যে সেটা মেয়র অফিসে জমা করতে বলা হয়েছে ।