1. খড়গপুরের জনসভায় দিলীপে বুঁদ মোদি
তবে কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনিই ? বাংলায় পদ্ম ফুটলে কি তিনিই বসবেন প্রশাসনিক প্রধানের সিংহাসনে ? যাঁকে নিয়ে এই জল্পনা, তিনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ শনিবার খড়গপুরের সভামঞ্চ থেকে যাঁর প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং নরেন্দ্র মোদি ৷
2. মেদিনীপুরের আপদ বিদায়ে স্বস্তির নিঃশ্বাস নেত্রীর
ফের নাম না করে শুভেন্দু অধিকারীর দিকে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ নির্বাচনী প্রচারে হলদিয়া যান মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুভেন্দুকে গদ্দার, মীরজাফর বলে কটাক্ষ করে তিনি বলেন, "আপদ বিদায় হয়েছে বাঁচা গিয়েছে ৷"
3. স্বামীর হাত ধরে তৃণমূলে খড়কুটোর গুনগুন
তাঁদের বিয়ের আসরে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দু'হাত ভরে আশীর্বাদ করেছিলেন নব দম্পতিকে ৷ ছোটো পর্দার জনপ্রিয় মুখ তৃণা ভট্টাচার্য তাঁর স্বামী নীল ভট্টাচার্যকে নিয়ে এবার জোড়াফুল শিবিরে নাম লেখালেন ৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন খড়কুটো সিরিয়ালের গুনগুন এবং কৃষ্ণকলির নিখিল ৷
4. আর কত প্রজন্মের জন্য সংরক্ষণ প্রয়োজন, প্রশ্ন শীর্ষ আদালতের
চাকরি ও শিক্ষা ক্ষেত্রে আর কত প্রজন্মের জন্য় সংরক্ষণ প্রয়োজন ? প্রশ্ন তুলল দেশের শীর্ষ আদালত ৷ মহারাষ্ট্রে চাকরি ও শিক্ষা ক্ষেত্রে 16 শতাংশ সংরক্ষণ করে বিল পাশ হয়েছিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। গতকাল সেই মামলারই শুনানিতে ওই কথা বলে সুপ্রিম কোর্ট।
5. করোনার দ্বিতীয় স্রোত রুখতে রাজ্যগুলিকে কঠোর হতে নির্দেশ কেন্দ্রের
করোনার নয়া সংক্রমণ রুখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা কেন্দ্রের ৷ সাধারণ মানুষ যাতে করোনার নিয়মবিধি মানেন তা দেখতে কড়া হতে হবে স্থানীয় প্রশাসনকে ৷ এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজ্যগুলিকে চিঠি দিয়েছেন ৷
6. স্ত্রীর সঙ্গে ম্যাজিকাল মুহূর্তের ছবি পোস্ট বুমরার, ধন্যবাদ জানালেন অনুরাগীদের
পঞ্জাবি মতে 15 মার্চ গোয়ায় গাঁটছড়া বাঁধেন বুমরা-সঞ্জনা। তার পর থেকেই অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছে এই জুটি।
7.45 মিনিট অচল হোয়্যাটসঅ্যাপ, সমস্যা ফেসবুক-ইনস্টাতেও
ভারত, শ্রীলঙ্কা সহ গোটা বিশ্বের মানুষ সমস্যায় পড়েন ৷ পরে রাত 12টা 11 মিনিট নাগাদ হোয়্যাটসঅ্যাপের পক্ষ থেকে টুইট করা হয় ৷ ধৈর্য রাখার জন্য ইউজ়ারদের ধন্যবাদ জানায় তারা ৷
8.বিধানসভায় গিয়ে ঘুমান, রাজ্যের মন্ত্রীকে আক্রমণ কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থীর
বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর শুক্রবার মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মহাদেব সরকার । এই কেন্দ্রে তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ।
9. পূর্বে মমতা-পশ্চিমে মোদি, শনিবারের বারবেলায় জমজমাট মেদিনীপুর
প্লাস্টার করা পা নিয়েই রাজ্যের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজও হুইলচেয়ারে বসে পূর্ব মেদিনীপুরে তিনটি জনসভা করবেন মমতা ৷
10. রাজ্যে বাড়ছে সংক্রমণ, টিকাকরণ ছাড়াল 30 লাখের গন্ডি
রাজ্যে এখনও পর্যন্ত 31 লাখ 60 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে । চলতি সপ্তাহে তিন দিন রাজ্যে 2 লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন প্রতিদিন ।