1. বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার ‘সিআইডি’কে
গতকাল উত্তরকন্য়া অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্য়ু নিয়ে এবার সরগরম রাজ্য় রাজনীতি ৷ ইতিমধ্য়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য়ু নিয়ে বিবৃতি দিল রাজ্য় পুলিশ ৷ সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে ৷
2. উত্তরবঙ্গ লাইভ : মৃত্যুতদন্তে চক্রান্তের অভিযোগ, বনধ সমর্থনে পথে বিজেপি
বনধের সামর্থনে রাস্তা অবরোধ করায় কোচবিহারে আটক 15 বিজেপি কর্মী ৷
3. লাইভ : কোথাও মিছিল, কোথাও ট্রেন-বাস অবরোধ, বনধ সমর্থনে পথে বাম থেকে তৃণমূল
কৃষক সংগঠনের ডাকা ভারত বনধের মিশ্র প্রভাব পশ্চিমবঙ্গে । যাদবপুর, ধর্মতলা , হাওড়া থেকে শুরু করে রাজ্যের নানা প্রান্তে বনধের প্রভাব চোখে পড়েছে । যাদবপুর 8 বি স্ট্যান্ডের পাশাপাশি রেল অবরোধ করেন বনধ সমর্থকরা । রেল অবরোধ হয় কাঁচড়াপাড়া , বালুরঘাট , হাওড়া , উলুবেড়িয়া-সহ একাধিক জায়গায় ।
4. লাইভ : সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত এক কৃষক
অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ । গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পরই তাঁকে গৃহবন্দী করা হয় । সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত্যু হল এক কৃষকের ।
5. যাদবপুরে প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ালেন সুজন
কৃষকদের ডাকা বনধের সমর্থনে সকাল থেকে যাদবপুরের রাস্তায় বাম নেতা-কর্মীরা । যাদবপুর স্টেশনে আপ ও ডাউন লাইনে অবরোধ করেন তাঁরা। সকাল 8টা 40 থেকে শুরু হয় অবরোধ ৷ প্রায় 40 মিনিট ধরে চলে। অপরদিকে, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুর 8বি থেকে মিছিল বের হয় ৷ পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল।
6. ডিসিজিআইয়ের কাছে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমোদনের আবেদন ভারত বায়োটেকের
গত 6 ডিসেম্বরই কোরোনা ভ্যাকসিনের ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানায় মার্কিন মেডিকেল সংস্থা ফাইজ়ার ৷
7. "বনধ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দ্বিচারিতা", আক্রমণ বিরোধীদের
বনধ নিয়ে মুখ্যমন্ত্রীর এহেন অবস্থানকে তাঁর দ্বিচারিতা বলে সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস এবং রাজ্য বামফ্রন্ট নেতৃত্ব । তাঁদের মতে মুখ্যমন্ত্রী যা বলেন, তার সঙ্গে বাস্তবের মিল নেই । আজ কৃষকদের ডাকা ধর্মঘট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সমালোচনা করেছেন এ রাজ্যের বিরোধীরা।
8. কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ
কাউকে তাঁর বাড়িতে প্রবেশে ও বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে । এই বনধের সমর্থনে গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্তে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । সিঙ্ঘু সীমান্তে পৌঁছন ।
9. তিন ম্যাচে হারের কথা ভুলে যেতে বলছেন মাঘোমা
অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবার শেষে প্রস্তুতি শুরু করেছে এসসি ইস্টবেঙ্গল । মাঘোমা তাই মনে করেন অন্য দলগুলোর সঙ্গে পাল্লা দিতে হলে বাড়তি পরিশ্রম জরুরি । একটা জয় চলে আসলে ছবিটি বদলে যাবে এবং সেই ব্যাপারে তিনি আশাবাদী ।
10. তাপসীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা
তাপসী পান্নুর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা পাড়ুকোন । তবে কোনও ছবির জন্য নয়, একটি ভিডিয়োর জন্য । তাপসীর 'বিগিনি শুট' ভিডিয়োটি দেখেছেন কি ?