ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধে 7 টা

author img

By

Published : Feb 21, 2021, 7:04 PM IST

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
TOP NEWS
  1. ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি

আবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার হুগলিতে একটি সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ সেই তালিকায় রয়েছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া অংশের মেট্রোর উদ্বোধনও করবেন তিনি ৷

3. অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে স্ত্রী-শালিকাকে

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার ট্রান্সফার হয়েছে সম্প্রতি । সিবিআই আধিকারিকদের সন্দেহ, ওই টাকা ট্রান্সফারের সঙ্গে যোগ রয়েছে কয়লাকাণ্ডের ।

4. কয়লাকাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবি অধীর

"যদি কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকে , তাহলে সিবিআই তদন্ত হবে ৷ এতে অবাক হওয়ার কিছু নেই ৷ শুধু এটাই দেখার যাতে নিরপেক্ষ তদন্ত হয় ৷ " কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআইয়ের নোটিশ পাঠানো নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এমনটাই দাবি ৷


5. কাল রাত 12 টা থেকে পেট্রোপণ্যে 1 টাকা ছাড় রাজ্যবাসীর

রাজ্যের হাতে থাকা সেস থেকে এক শতাংশ ছাড় দিয়ে সাধারণ মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অমিত মিত্র ।


6. বিজেপিকে রুখতে তৃণমূলের হাতিয়ার মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা উচিত বলে মনে করছে শাসকদল ।


7. ''আমি কি ভুলিতে পারি...'', অমর একুশ স্মরণ পদ্মাপাড়ে

বাংলাদেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ঢাকার শহিদ মিনারে শ্রদ্ধা জানানো হয় মাতৃভাষার স্বীকৃতির জন্য প্রাণ বলিদান দেওয়া সালাম, জাব্বর, বরকতদের।


8. বাংলা ভাষার প্রতি কতটা যত্নশীল হয়েছেন বাঙালি?

যতদিন রবে পদ্মা-যমুনা-গৌরী-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। মুজিব চেয়েছিলেন বাংলা ভাষার সম্মান । দেখেছিলেন স্বপ্নও । রক্তের বিনিময় স্বীকৃতি মিলেছে । কিন্তু, প্রকৃত সম্মান ? উত্তর খুঁজলেন গৌতম লাহিড়ী ।


9. নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

অস্ট্রেলিয়ান খেতাব জয় নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় স্ট্রেট সেটে হারালেন ড্যানিল মিদেভদেভকে ৷


10. দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন করিনা

করিনা কাপুর ও সইফ আলি খানের ঘর আলো করে এল আর এক পুত্র সন্তান । আজ অর্থাৎ 21 ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ।

  1. ধমকানি, চমকানি, জেলের ভয় দেখাবেন না : মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে নাম না করে বিজেপি ও কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

2. কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি

আবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার হুগলিতে একটি সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন৷ সেই তালিকায় রয়েছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়া অংশের মেট্রোর উদ্বোধনও করবেন তিনি ৷

3. অভিষেকের বাড়িতে সিবিআই, কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে স্ত্রী-শালিকাকে

অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা টাকার ট্রান্সফার হয়েছে সম্প্রতি । সিবিআই আধিকারিকদের সন্দেহ, ওই টাকা ট্রান্সফারের সঙ্গে যোগ রয়েছে কয়লাকাণ্ডের ।

4. কয়লাকাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবি অধীর

"যদি কয়লা পাচার কাণ্ডে জড়িত থাকে , তাহলে সিবিআই তদন্ত হবে ৷ এতে অবাক হওয়ার কিছু নেই ৷ শুধু এটাই দেখার যাতে নিরপেক্ষ তদন্ত হয় ৷ " কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ও শ্যালিকাকে সিবিআইয়ের নোটিশ পাঠানো নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এমনটাই দাবি ৷


5. কাল রাত 12 টা থেকে পেট্রোপণ্যে 1 টাকা ছাড় রাজ্যবাসীর

রাজ্যের হাতে থাকা সেস থেকে এক শতাংশ ছাড় দিয়ে সাধারণ মানুষকে এই সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অমিত মিত্র ।


6. বিজেপিকে রুখতে তৃণমূলের হাতিয়ার মাতৃভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস । বাংলা ও বাংলা ভাষার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে এই দিনটিকে বিশেষভাবে পালন করা উচিত বলে মনে করছে শাসকদল ।


7. ''আমি কি ভুলিতে পারি...'', অমর একুশ স্মরণ পদ্মাপাড়ে

বাংলাদেশে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ঢাকার শহিদ মিনারে শ্রদ্ধা জানানো হয় মাতৃভাষার স্বীকৃতির জন্য প্রাণ বলিদান দেওয়া সালাম, জাব্বর, বরকতদের।


8. বাংলা ভাষার প্রতি কতটা যত্নশীল হয়েছেন বাঙালি?

যতদিন রবে পদ্মা-যমুনা-গৌরী-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। মুজিব চেয়েছিলেন বাংলা ভাষার সম্মান । দেখেছিলেন স্বপ্নও । রক্তের বিনিময় স্বীকৃতি মিলেছে । কিন্তু, প্রকৃত সম্মান ? উত্তর খুঁজলেন গৌতম লাহিড়ী ।


9. নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

অস্ট্রেলিয়ান খেতাব জয় নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় স্ট্রেট সেটে হারালেন ড্যানিল মিদেভদেভকে ৷


10. দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন করিনা

করিনা কাপুর ও সইফ আলি খানের ঘর আলো করে এল আর এক পুত্র সন্তান । আজ অর্থাৎ 21 ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.