1. "কাদের বলবেন ভিতরের লোক", বহিরাগত প্রশ্নে পালটা অনুরাগের
"ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা ক্ষেত্রে যদি কেউ বলে বাইরে থেকে এসেছেন, তাঁদের আমি জিজ্ঞেস করব কারা আসলে বলবেন এখানকার লোক ? ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা কি অপরাধ ? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে দাঁড় করানোর চেষ্টা করেছেন । তাহলে কি ওটা অপরাধ ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবেন না? " মুখ্যমন্ত্রী তথার রাজ্যের শাসকদলের নেতারা বিভিন্ন সময়ে দিল্লি থেকে আসা বিজেপি নেতাদের বহিরাগত তকমা দিয়েছেন । সেই প্রসঙ্গেই আজ কলকাতা বিমানবন্দরে এই বার্তা দিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর ।
2. আগামীকাল সৌরভকে দেখবেন দেবী শেটি, আজ পরিবারের সঙ্গে বৈঠক মেডিকেল বোর্ডের
সৌরভ গঙ্গোপাধ্যায় এখন অনেকটাই ভালো আছে । গতকাল রাতে তিনি ভাত, ডাল, পোস্ত, সবজি খেয়েছেন। তাঁর পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক কোন পথে এগোবে, সে নিয়ে আজ সিদ্ধান্ত নেবে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড ।
3. কেন্দ্র অনুমতি দিলে হাজার টাকায় কোভিশিল্ড বিক্রি করবে সেরাম : পুনাওয়ালা
সেরামের প্রধান আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম একশো মিলিয়ন ডোজ় পাওয়া যাবে মাত্র 200 টাকায়। এর পর টেন্ডার ডাকা হবে। তার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে এই ভ্যাকসিন কিনতে পারবে সাধারণ মানুষ।
4. আসাদউদ্দিন ওয়েইসি ফিরে যেতেই ফুরফুরায় মলয় ঘটক
গতকাল রাতে ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন তিনি । ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলেন । কথাবার্তার পর ছোটো উপহার দিয়ে বিদায় নেন মন্ত্রী । তবে বৈঠকের কারণ জানা যায়নি ।
5. কালিম্পঙে বর্ষবরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত 2
গতরাতে কালিম্পঙের মেলা গ্রাউন্ডে বর্ষবরণ উপলক্ষ্যে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় । যে কারণে মাঠে ভিড় উপচে পড়ে । প্রবেশপথে এতটাই ভিড় হয় যে অনেকেই পড়ে যান । পদপিষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয় । সাতজন আহত হয়েছেন ।
6. রাজ্যে শান্তি বিরাজ করুক, বর্ধমানের 108 শিব মন্দিরে প্রার্থনা রাজ্যপালের
বর্ধমানের 108 শিব মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । আজ সকাল 10টা 30 নাগাদ বর্ধমানে এসে তিনি প্রথমে যান 108 শিব মন্দির । বলেন, "পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করুক সেই প্রার্থনা করেছি ।"
7. মালদায় বিজেপি মণ্ডল সভাপতিকে গুলি, অভিযুক্ত তৃণমূল
গতকাল রাতে বাড়ি ফিরছিলেন মালতিপুর বিধানসভার কুমারগঞ্জ এলাকার 18 নম্বর মণ্ডল সভাপতি সাদেক আলি । সেই সময় তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা । একটি গুলি তাঁর বাঁ হাতে লাগে । তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
8. কৃষিজমি ক্রয় কিংবা চুক্তিভিত্তিক চাষে প্রবেশের পরিকল্পনা নেই, জানাল রিলায়েন্স
কোনওদিনই কর্পোরেট ফার্মিং বা কনট্রাক্ট ফার্মিংয়ের জন্য কৃষি জমি কেনেনি । আগামীদিনেও এমন কিছু করার পরিকল্পনা নেই । নিজেদের অবস্থান স্পষ্ট করল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড ।
9. টিম ইন্ডিয়ার প্রত্যেকের কোরোনা রিপোর্ট নেগেটিভ, জানাল বিসিসিআই
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট শুরু হবে 7 জানুয়ারি । সিরিজ়ে দুই দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে । এই পরিস্থিতিতে সিডনির ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিঙ্কে রাহানের দলের কাছে। তাই দলের সকলের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসা সত্যিই স্বস্তির বিষয় ।
10. 3 কোটির ফ্ল্যাট নিয়ে কটাক্ষ কঙ্গনার, প্রমাণের চ্যালেঞ্জ উর্মিলার
রবিবার একটি টুইটে উর্মিলাকে কটাক্ষ করেন কঙ্গনা ৷ পালটা ভিডিয়ো পোস্ট করে কঙ্গনাকে চ্যালেঞ্জ উর্মিলার ৷ দাবি, রাজনীতিতে আসার অনেক আগেই ফ্ল্যাট কিনেছিলেন তিনি ৷