1. ভারত বায়োটেকের টিকায় অনুমোদন ডিসিজিআই-এর
সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেককে কোরোনা ভ্যাকসিনের আপদকালীন নিয়ন্ত্রিত ব্যবহারের সবুজ সংকেত দিল ডিসিজিআই ।
2. ফুরফুরা শরিফে মিম প্রধান আসাউদ্দিন, পীরজ়াদার সঙ্গে বৈঠক
ফুরফুরা শরিফে গেলেন মিম-এর প্রধান আসাউদ্দিন ওয়েইসি । শরিফের পীরজ়াদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে মিম প্রধানের । বিধানসভা নির্বাচনের আগে আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন । একদিকে যখন রাজ্যে মিম-এর অস্তিত্ব নিয়ে কোনও রাজনৈতিক দল সরাসরি কথা বলতে চাইছে না, সেই সময় আসাউদ্দিন ওয়েসির ফুরফুরা শরিফ পরিদর্শন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
3. রাতে ভালো ঘুমিয়েছেন সৌরভ, সকালে খেলেন টোস্ট-ছানা-কর্নফ্লেক্স
রাতে ভালো ঘুম হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের । সকালে তাঁর অক্সিজেনের সাপোর্ট খোলা হয়েছে । ইসিজি করে সন্তোষজনক রিপোর্ট পাওয়া গিয়েছে । টোস্ট, ছানা, কর্নফ্লেক্স দিয়ে ব্রেকফাস্ট করেছেন । ভালো আছেন বোর্ড প্রেসিডেন্ট । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এমনই জানা গিয়েছে ।
4. কোরোনার টিকা : কীভাবে নাম নথিভুক্ত করবেন ?
আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশের 30 কোটি নাগরিককে কোরোনার প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র । শুরু হবে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের দিয়ে । ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ কতটা প্রস্তুত, ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মধ্যে কোথাও কোনও খামতি রয়েছে কি না... সেই সব খতিয়ে দেখতে গতকালই গোটা দেশে ড্রাই রান চালানো হয় ।
5. বাড়ছে শীতের আমেজ, আজ সর্বনিম্ন 13.1 ডিগ্রি
সকাল থেকেই কনকনে ঠান্ডা কলকাতা ও আশেপাশের এলাকাগুলিতে । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
6. কোরোনার নতুন স্ট্রেনের সফল কালচার ভারতে
এখনও পর্যন্ত আর কোনও দেশ কোরোনার এই নতুন স্ট্রেনকে পৃথক করে কালচার করতে পারেনি বলে টুইটারে জানিয়েছে আইসিএমআর ।
7. কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?
মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত ভারতের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সাধারণ মানুষ যাকে সাধারণত হার্ট অ্যাটাক বলে ৷ কিন্তু চিকিৎসকরা আরও একটি টার্ম ব্যবহার করছেন ৷ আর তা হল কার্ডিওভাসকুলার সিঙ্কোপ ৷
8. এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে
এবার জরুরি ক্ষেত্রে ব্যবহারের ছাড়পত্র পেল ভারত বায়োটেকের কোভ্যাকসিন। ভারতে আপৎকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিন ব্যবহারে আজ ছাড়পত্র দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের বিশেষজ্ঞ কমিটি ৷
9. কলকাতা ডার্বির ফিরতি লড়াই 19 ফেব্রুয়ারি
বর্তমানে একটি দল দ্বিতীয় স্থানে, অন্যটি দশম । কিন্তু ডার্বি মানেই স্কিল ছাপিয়ে স্নায়ুর লড়াইয়ে টেক্কা দেওয়ার ম্যাচ । তাই প্রথম পর্বের ফলাফলকে আপাতত দূরে সরিয়ে রেখে মাঠে নামার পরিকল্পনা করছে দুই শিবিরই ।
10. উন্মোচিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো
8 জানুয়ারি নবান্ন সভাঘর থেকে 26তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইট্যালি ।