1. নন্দীগ্রামের সভায় থাকছেন না মমতা
আগামী 7 জানুয়ারির নন্দীগ্রামের সভায় থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে পূর্ব ঘোষণা মতোই পরদিন পালটা সভা করবেন শুভেন্দু অধিকারী ।
2. চার রাজ্যে শুরু কোরোনা টিকার ড্রাই রান
টিকা সংরক্ষণ থেকে পরিবহন, সবকিছুই পরীক্ষা করে দেখা হবে ।
3. অমিত শাহের সঙ্গে বৈঠকের জল্পনা ওড়ালেন সৌরভ
গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল । বৈঠকের কয়েক ঘণ্টা পর শোনা যায় আজ তিনি দিল্লি যেতে পারেন এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন । তারপর থেকেই তাঁর বিজেপিতে যোগ জল্পনা আরও উস্কে দেয় । যদিও আজ সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ।
4. সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা উচিত, সৌরভকে নিয়ে মন্তব্য দিলীপের
সৌরভ কি বিজেপিতে যোগদান করছেন ? এই প্রশ্নের উত্তরে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সবাইকেই বিজেপিতে আহ্বান করছি । তবে রাজ্যপালের সঙ্গে উনি দেখা করতেই পারেন ৷ উনি ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন, বিসিসিআই প্রেসিডেন্ট ৷ ওর মতো সফল ব্যক্তিদের রাজনীতিতে আসা দরকার ।" সৌরভ এলে কি সুবিধা হবে ? তার উত্তরে দিলীপবাবু বলেন, "যে কেউ এলে সুবিধা হবে । বিজেপি তৈরি আছে সবাইকে নেওয়ার জন্য আর লড়াইয়ের জন্য।"
5. 2025-এ 25টি শহরে মেট্রো, জানালেন প্রধানমন্ত্রী
দিল্লির ম্যাজেন্টা লাইনে চালকবিহীন মেট্রো পরিষেবা শুরু হল । 2021 সালের মাঝামাঝি পিঙ্ক লাইনেও এই পরিষেবা চালু হয়ে যাবে। এছাড়া 2025-এর মধ্যে দেশের 25টি শহরে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
6. কলকাতায় শীতের জাঁকিয়ে ব্যাটিং, কাল থেকে বাড়তে পারে পারদ
গোটা দক্ষিণবঙ্গের আরও কয়েকদিন এমন কনকনে শীতই চলবে । শৈত্যপ্রবাহের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি থাকবে আগামী 24 ঘণ্টায় । কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
7. বাড়ল দৈনিক সংক্রমণ, 24 ঘণ্টায় মৃত 279
দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 7 হাজার 871 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 47 হাজার 901 ।
8. হাসপাতাল থেকে ফেরার পর রজনীকান্তকে বরণ স্ত্রী-র
শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় গতকাল দুপুরের দিকে রজনীকান্তকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । তারপরই মেয়ে ঐশ্বরিয়া ধনুষের সঙ্গে বিশেষ বিমানে চেন্নাইয়ের পথে রওনা দেন তিনি ।
9. রাজনীতির লড়াইয়ে অস্ত্র সংস্কৃতি, মুখ্যমন্ত্রীর সফরের আগে বোলপুরে রবীন্দ্রনাথ !
বিশ্বভারতীর শহরে সংস্কৃতির লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় । সে কারণেই নজরে রবীন্দ্রনাথ । শুধু কবির ছবিই লাগানোই নয়, গতকাল, রোববার থেকেই শহরজুড়ে বাজছে রবীন্দ্রসংগীত ।
10. 131 রানের লিড ভারতের, 6 উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার 195 রানের জবাবে প্রথম ইনিংসে 326 রান করল ভারত । প্রথম ইনিংস শেষে ভারত 131 রানে এগিয়ে । দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ছয় উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া ।