ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9টা - Top news at 9 a.m

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news
টপ নিউজ়
author img

By

Published : Oct 15, 2020, 9:06 AM IST

1. বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF

ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।

2. সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । গতকাল একথা জানান ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

3. মেডিকেলে দুর্গাপুজো বাতিল "সদর্থক পদক্ষেপ", রাজ্যকেও সতর্কবার্তা চিকিৎসক সংগঠনের

একাধিক চিকিৎসক সংগঠনের বক্তব্য, দেশের পাশাপাশি এ রাজ্যে যেভাবে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে যেখানে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার দিক, যেটা সরকারের তরফে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, মেনে চলতে বাধ্য হন, সেটা হচ্ছে না।

4. প্রবল বৃষ্টিতে ভাসল পুনে, মুম্বইয়ে রেড অ্যালার্ট

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে , আজ ও কাল মুম্বইয়ে ভারী বৃষ্টি হবে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে । শুধুমাত্র মুম্বই নয় , থানে ও পুনে-য় আজ এবং কালও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।

5. রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে কোরোনা

রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 31 হাজার 505 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 96 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 68 হাজার 384 জন সুস্থ হয়ে উঠেছে ।

6. লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের

পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার চিঠি দিয়েছেন রাজ্যের ডেপুটি মুখ্য সচিবকে । লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে রেলের সঙ্গে বসে লোকাল ট্রেন চলাচলের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসুক রাজ্য সরকার ।

7. অমিত শাহের পরিবর্তে পুজোর আগে রাজ্যে নাড্ডা

পুজোর আগে রাজ্যে আসছেন না অমিত শাহ । তাঁর পরিবর্তে আসছেন জেপি নাড্ডা ।

8. আরও একটি কোরোনার ভ্যাকসিনকে অনুমোদন রাশিয়ার

দা ভিকটর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি তৈরি করেছে এপিভ্যাককোরোনা ।

9. রাজস্থানকে 13 রানে হারিয়ে শীর্ষে দিল্লি

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিচ মন্থর হতে পারে ৷ রান তোলা মুশকিল হবে, এই ভাবনা থেকেই দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স ৷ দলে একটি পরিবর্তন করে দিল্লি ৷ হর্ষল প্যাটেলের পরিবর্তে অভিষেক হয় তুষার দেশপাণ্ডের ৷

10. বিরাটদের বিরুদ্ধে কি আজ দেখা যাবে গেইল ঝড় ?

অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 82 রানের ব্যবধানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর আজ শারজায় RCB-র বিরুদ্ধেই হয়তো এবারের IPL অভিযান শুরু করবেন গেইল ।

1. বৃষ্টি বিপর্যস্ত তেলাঙ্গানায় মৃত বেড়ে 30; উদ্ধারকাজে সেনা, NDRF

ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷ এছাড়া বিদ্যুতস্পৃষ্ট হয়ে ও অন্যান্য কারণে মৃত্যু হয়েছে 10 জনের । হায়দরাবাদে এখনও পর্যন্ত মোট 19 জন মারা গেছেন । চারজন নিখোঁজ ।

2. সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা রিপোর্ট নেগেটিভ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে । গতকাল একথা জানান ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন ।

3. মেডিকেলে দুর্গাপুজো বাতিল "সদর্থক পদক্ষেপ", রাজ্যকেও সতর্কবার্তা চিকিৎসক সংগঠনের

একাধিক চিকিৎসক সংগঠনের বক্তব্য, দেশের পাশাপাশি এ রাজ্যে যেভাবে সংক্রমণের হার ক্রমাগত বাড়ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের পরিস্থিতিতে যেখানে জনগণের স্বাস্থ্যবিধি মেনে চলার দিক, যেটা সরকারের তরফে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যাতে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, মেনে চলতে বাধ্য হন, সেটা হচ্ছে না।

4. প্রবল বৃষ্টিতে ভাসল পুনে, মুম্বইয়ে রেড অ্যালার্ট

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে , আজ ও কাল মুম্বইয়ে ভারী বৃষ্টি হবে । রেড অ্যালার্ট জারি করা হয়েছে । শুধুমাত্র মুম্বই নয় , থানে ও পুনে-য় আজ এবং কালও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।

5. রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ, পুজোর আগে চিন্তা বাড়াচ্ছে কোরোনা

রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 31 হাজার 505 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 96 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 68 হাজার 384 জন সুস্থ হয়ে উঠেছে ।

6. লোকাল ট্রেন পরিষেবা চালু করতে রাজ্যকে চিঠি রেলের

পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার চিঠি দিয়েছেন রাজ্যের ডেপুটি মুখ্য সচিবকে । লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে রেলের সঙ্গে বসে লোকাল ট্রেন চলাচলের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসুক রাজ্য সরকার ।

7. অমিত শাহের পরিবর্তে পুজোর আগে রাজ্যে নাড্ডা

পুজোর আগে রাজ্যে আসছেন না অমিত শাহ । তাঁর পরিবর্তে আসছেন জেপি নাড্ডা ।

8. আরও একটি কোরোনার ভ্যাকসিনকে অনুমোদন রাশিয়ার

দা ভিকটর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি তৈরি করেছে এপিভ্যাককোরোনা ।

9. রাজস্থানকে 13 রানে হারিয়ে শীর্ষে দিল্লি

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিচ মন্থর হতে পারে ৷ রান তোলা মুশকিল হবে, এই ভাবনা থেকেই দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স ৷ দলে একটি পরিবর্তন করে দিল্লি ৷ হর্ষল প্যাটেলের পরিবর্তে অভিষেক হয় তুষার দেশপাণ্ডের ৷

10. বিরাটদের বিরুদ্ধে কি আজ দেখা যাবে গেইল ঝড় ?

অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 82 রানের ব্যবধানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ আর আজ শারজায় RCB-র বিরুদ্ধেই হয়তো এবারের IPL অভিযান শুরু করবেন গেইল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.