ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 3টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Sep 24, 2020, 3:02 PM IST

1. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 57 লাখ

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 57 লাখ 32 হাজার 519 জন । মোট সুস্থ হয়েছে 46 লাখ 74 হাজার 988 জন ৷


2. কোচবিহারে দুর্ঘটনায় মৃত পুলিশকর্মী সহ 4

দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকা থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশের একটি গাড়ি । এক পুলিশকর্মীসহ চারজনের মৃত্যু হয়েছে ।


3. কৃষি বিলগুলি বৈপ্লবিক পরিবর্তন আনবে, কৃষকদের স্বাধীনতা দেবে : তোমর

তোমর বলেন, "কৃষকরা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে । আমি কৃষকদের বলতে চাই যে , যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে ৷ "


4. প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু

প্রয়াত ড. শেখর বসু । ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে তাঁর অবদান ছিল ।


5. আজ দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ঠিক হবে চূড়ান্ত রূপরেখা

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্লোবাল অ্যাডভাইজ়ারি বোর্ডের সঙ্গে বৈঠক হয়েছে। নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা এই বোর্ডের সঙ্গে বৈঠকের পর দুর্গাপূজা নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।


6. অবন্তীপোরায় গুলির লড়াই, খতম এক জঙ্গি

ত্রাল অবন্তীপোরার মাঘামায় সেনা-জঙ্গি গুলির লড়াই । খতম এক জঙ্গি ।


7. কোরোনায় মৃত্যু কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গাড়ির

দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন ছিলেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি ৷

8. কাশ্মীরে নিজের বাড়ির কাছে জঙ্গিদের গুলিতে নিহত BJP কাউন্সিলর

বুধবার সন্ধে 7টা 45 নাগাদ জঙ্গিরা গুলি করে হত্যা করে BJP কাউন্সিলর ভূপিন্দর সিংকে ৷


9. রোহিতের ব্যাটিং না বোলারদের দাপট, মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার হারের কারণ কী ?

অসহায় আত্মসমর্পণ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাইট রাইডার্সদের হারকে এইভাবে বর্ণনা করা যায় ৷ বল ও ব্যাট দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ নাইট ব্রিগেড ৷ অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল রোহিত ব্রিগেড ৷ একনজরে কলকাতার হারের কারণ ৷


10. সমনের জবাব দিলেন রকুল প্রীত, NCB দপ্তরে আসতে পারেন আগামীকাল

ড্রাগ মামলায় অভিনেত্রী রকুল প্রীত সিংকে গতকালই সমন পাঠানো হয়েছে NCB-র তরফ থেকে । সেই সমন গ্রহণ করেছেন অভিনেত্রী । শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর NCB দপ্তরে আসতে পারেন তিনি ।

1. দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 57 লাখ

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 57 লাখ 32 হাজার 519 জন । মোট সুস্থ হয়েছে 46 লাখ 74 হাজার 988 জন ৷


2. কোচবিহারে দুর্ঘটনায় মৃত পুলিশকর্মী সহ 4

দিনহাটার সাহেবগঞ্জ থানা এলাকা থেকে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশের একটি গাড়ি । এক পুলিশকর্মীসহ চারজনের মৃত্যু হয়েছে ।


3. কৃষি বিলগুলি বৈপ্লবিক পরিবর্তন আনবে, কৃষকদের স্বাধীনতা দেবে : তোমর

তোমর বলেন, "কৃষকরা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে । আমি কৃষকদের বলতে চাই যে , যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে ৷ "


4. প্রয়াত পরমাণু বিজ্ঞানী শেখর বসু

প্রয়াত ড. শেখর বসু । ভারতের প্রথম নিউক্লিয়ার সাবমেরিন তৈরিতে তাঁর অবদান ছিল ।


5. আজ দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, ঠিক হবে চূড়ান্ত রূপরেখা

নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, গ্লোবাল অ্যাডভাইজ়ারি বোর্ডের সঙ্গে বৈঠক হয়েছে। নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের অধীনে থাকা এই বোর্ডের সঙ্গে বৈঠকের পর দুর্গাপূজা নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।


6. অবন্তীপোরায় গুলির লড়াই, খতম এক জঙ্গি

ত্রাল অবন্তীপোরার মাঘামায় সেনা-জঙ্গি গুলির লড়াই । খতম এক জঙ্গি ।


7. কোরোনায় মৃত্যু কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ অঙ্গাড়ির

দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন ছিলেন রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি ৷

8. কাশ্মীরে নিজের বাড়ির কাছে জঙ্গিদের গুলিতে নিহত BJP কাউন্সিলর

বুধবার সন্ধে 7টা 45 নাগাদ জঙ্গিরা গুলি করে হত্যা করে BJP কাউন্সিলর ভূপিন্দর সিংকে ৷


9. রোহিতের ব্যাটিং না বোলারদের দাপট, মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার হারের কারণ কী ?

অসহায় আত্মসমর্পণ ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নাইট রাইডার্সদের হারকে এইভাবে বর্ণনা করা যায় ৷ বল ও ব্যাট দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ নাইট ব্রিগেড ৷ অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল রোহিত ব্রিগেড ৷ একনজরে কলকাতার হারের কারণ ৷


10. সমনের জবাব দিলেন রকুল প্রীত, NCB দপ্তরে আসতে পারেন আগামীকাল

ড্রাগ মামলায় অভিনেত্রী রকুল প্রীত সিংকে গতকালই সমন পাঠানো হয়েছে NCB-র তরফ থেকে । সেই সমন গ্রহণ করেছেন অভিনেত্রী । শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ 25 সেপ্টেম্বর NCB দপ্তরে আসতে পারেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.