ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধে 7 টা - top news

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

সেরা দশটি খবর
সেরা দশটি খবর
author img

By

Published : Sep 9, 2020, 7:07 PM IST

1. বিক্ষোভের মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা

সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিমানবন্দর চত্বর । বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । তার মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা ।


2. প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের

7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পরেই সেনা মোতায়েন করতে শুরু করে PLA ৷ সরকারি সূত্র বলছে , এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে অল্প দূরত্বে রয়েছে ৷ ভারতীয় সেনা তাদের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে ৷


3.কঙ্গনার অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । যদিও এর আগেই দুপুরে বুলডোজ়ার দিয়ে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু করে দেয় BMC ।


4. নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।


5.কাল মৎস্য সম্পদ যোজনা উদ্বোধন করবেন মোদি

আগামীকাল আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় কুড়ি হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাছ চাষিদের স্বনির্ভর করতেই এই যোজনা । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যপ্লিকেশনও উদ্বোধন করবেন । এতে যেসব মানুষ পশুপাললের সঙ্গে জড়িত তাঁরা লাভবান হবেন ।


6.প্রবল গরম ও উচ্চতায় পরীক্ষা শেষ করল HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টার

হিমালয়ে উচ্চতর ও উষ্ণতম পরিবেশে ক্ষমতা প্রদর্শন করে HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টারটি ৷ এই পরীক্ষার মধ্যে হেলিকপ্টারটির কর্মক্ষমতা এবং ওড়ার ক্ষমতা , গুণ অন্তর্ভুক্ত করা হয় ৷


7.কোরোনা ভ্যাকসিনের প্রয়োগে অসুস্থ স্বেচ্ছাসেবী, ট্রায়াল স্থগিত রাখল অ্যাস্ট্রাজ়েনেকা

কো-ভ্যাকসিন পরীক্ষার ফেজ়-3 ট্রায়ালে যে ন'টি সংস্থা রয়েছে, তাদের মধ্যে একটি অ্যাস্ট্রাজ়েনেকা ।


8. ভাঙা হল কঙ্গনার অফিস, অভিনেত্রী বললেন "বাবরের সৈন্য"

এক লহমায় তছনছ করা হল কঙ্গনা রানাওয়াতের 48 কোটি টাকার সম্পত্তি । BMC-র উপস্থিতিতে ভাঙা হল তাঁর মুম্বইয়ের অফিস । অভিনেত্রী বললেন, "বাবরের সৈন্য" ।


9. 5 কোটির বেশি কোরোনা পরীক্ষা হয়েছে দেশে : ICMR

ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 43 লাখ ছাড়িয়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 5 কোটির বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশে ।


10. "জীবন যাত্রা অনেক বদলে গেছে", ছয়মাস পর বিমানে উঠে অনুভূতি সৌরভের

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসার পর প্রেসিডেন্ট হিসেবে এটাই প্রথম IPL সৌরভের ।

1. বিক্ষোভের মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা

সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিমানবন্দর চত্বর । বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । তার মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা ।


2. প্যানগং লেকের উত্তরে সেনা মোতায়েন শুরু চিনের

7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পরেই সেনা মোতায়েন করতে শুরু করে PLA ৷ সরকারি সূত্র বলছে , এই মুহূর্তে উভয় পক্ষের সেনা একে অপরের থেকে অল্প দূরত্বে রয়েছে ৷ ভারতীয় সেনা তাদের কর্মকাণ্ডে গভীর নজর রাখছে ৷


3.কঙ্গনার অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ বম্বে হাইকোর্টের

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মুম্বইয়ের অফিস ভাঙার উপর BMC-কে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট । যদিও এর আগেই দুপুরে বুলডোজ়ার দিয়ে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু করে দেয় BMC ।


4. নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।


5.কাল মৎস্য সম্পদ যোজনা উদ্বোধন করবেন মোদি

আগামীকাল আত্মনির্ভর ভারত প্রকল্পের আওতায় কুড়ি হাজার কোটি টাকার প্রধানমন্ত্রী মৎস্যসম্পদ যোজনা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । মাছ চাষিদের স্বনির্ভর করতেই এই যোজনা । পাশাপাশি তিনি ই-গোপালা অ্যপ্লিকেশনও উদ্বোধন করবেন । এতে যেসব মানুষ পশুপাললের সঙ্গে জড়িত তাঁরা লাভবান হবেন ।


6.প্রবল গরম ও উচ্চতায় পরীক্ষা শেষ করল HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টার

হিমালয়ে উচ্চতর ও উষ্ণতম পরিবেশে ক্ষমতা প্রদর্শন করে HAL-এর লাইট ইউলিটি হেলিকপ্টারটি ৷ এই পরীক্ষার মধ্যে হেলিকপ্টারটির কর্মক্ষমতা এবং ওড়ার ক্ষমতা , গুণ অন্তর্ভুক্ত করা হয় ৷


7.কোরোনা ভ্যাকসিনের প্রয়োগে অসুস্থ স্বেচ্ছাসেবী, ট্রায়াল স্থগিত রাখল অ্যাস্ট্রাজ়েনেকা

কো-ভ্যাকসিন পরীক্ষার ফেজ়-3 ট্রায়ালে যে ন'টি সংস্থা রয়েছে, তাদের মধ্যে একটি অ্যাস্ট্রাজ়েনেকা ।


8. ভাঙা হল কঙ্গনার অফিস, অভিনেত্রী বললেন "বাবরের সৈন্য"

এক লহমায় তছনছ করা হল কঙ্গনা রানাওয়াতের 48 কোটি টাকার সম্পত্তি । BMC-র উপস্থিতিতে ভাঙা হল তাঁর মুম্বইয়ের অফিস । অভিনেত্রী বললেন, "বাবরের সৈন্য" ।


9. 5 কোটির বেশি কোরোনা পরীক্ষা হয়েছে দেশে : ICMR

ভারতে কোরোনা আক্রান্তের সংখ্যা 43 লাখ ছাড়িয়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, 5 কোটির বেশি নমুনা পরীক্ষা হয়েছে দেশে ।


10. "জীবন যাত্রা অনেক বদলে গেছে", ছয়মাস পর বিমানে উঠে অনুভূতি সৌরভের

ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে বসার পর প্রেসিডেন্ট হিসেবে এটাই প্রথম IPL সৌরভের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.