ETV Bharat / state

টপ নিউজ় @ সকাল 9 টা - top9

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Aug 19, 2020, 9:04 AM IST

1)বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা ।

2)ভাঙচুরের ঘটনায় CBI তদন্তের আবেদন করতে চলেছে বিশ্বভারতী

ঘটনার প্রতিবাদে 12 ঘণ্টা অনশন করবেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা।

3)আজ অ-প্রশংসিত নায়কদের প্রশংসা করার দিন

সারা বিশ্ব এখন কোরোনার গ্রাসে । সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন বহু মানুষ । নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন মানুষের সেবায় । দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন কাজ । সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানাতে তাই আজকের দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ ।

4)শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি "শিকারি" টাটা কেসট্রেল

কেসট্রেল হল এক ধরনের পাখি ৷ মারাত্মক শিকার ক্ষমতার জন্য এই পাখিকে অন্য পাখিদের থেকে আলাদা করা যায় ৷ সেরকমই , এই কেসট্রেল অস্ত্রও শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি ৷

5)সোশাল মিডিয়ায় ধর্মীয় উস্কানির ভিডিয়ো: কাশ্মীরজুড়ে প্রতিবাদ

সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা একটি ভিডিয়ো নিয়ে উত্তাল কাশ্মীর ৷ ব্যবস্থা নিয়েছে পুলিশ ৷ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ শ্রীনগর থেকে লিখছেন মহম্মদ জুলকারনাইন জুলফি ৷

6)বিশ্বভারতীর ঘটনায় আসরে ED!

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের মনোভাব যতক্ষণ পর্যন্ত না সব দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা হবে। তাদের তরফে বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ জানানো হয় বলে খবর। ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচটি FIR হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ‍্যাম সিং।

7)"এ লজ্জা রাখি কোথায় !" বিশ্বভারতীর ঘটনার নিন্দায় সরব শিক্ষা মহল

বিশ্বভারতীতে তাণ্ডবের ঘটনায় ফুঁসছে বাংলার শিক্ষা মহল। ঘটনার নিন্দা করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে বর্তমান অধ্যাপকরা । একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজের অধ্যাপক এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন ৷

8)রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের কাছে অভিযোগ জানাবেন আব্দুল মান্নান

গণপিটুনি রোধে সংশোধনী বিলটি নিয়ে বিধানসভাকে বিভ্রান্ত করা হয়েছে। রাজ্যপালের স্বাক্ষর করা বিলটি বিধানসভায় উত্থাপন না করে রাজ্য সরকার নিজেদের মনের মতো একটি বিল তৈরি করে বিধানসভায় উত্থাপন করে। এই বিষয়টি নিয়েও রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

9)UEFA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেইমারের PSG

PSG প্রথম গোলটা পেয়েছে আর্জেন্তিনা-ব্রাজিল যুগলবন্দীতে । 13 মিনিটে দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্যারিস সাঁ জাঁকে এগিয়ে দেন করেন ব্রাজিলিয় ডিফেন্ডার মার্কিনিয়োস। 42 মিনিটে ব্যবধান ২-০ করে PSG। এবারেরও সাউথ অ্যামেরিকান কম্বিনেশন । বক্সের মধ্যে বল পেয়ে দি মারিয়ার উদ্দেশে ব্যাক হিল করেন নেইমার। দি মারিয়াও জালে বল পাঠাতে ভুল করেননি ।

10)"প্রার্থনা করবেন", হাসপাতালে ভরতির আগে অনুরাগীদের উদ্দেশে সঞ্জয়

আজ সন্ধের দিকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় সঞ্জয় দত্তকে । হাসপাতালে যাওয়ার আগে অনুরাগীদের তাঁর জন্য প্রার্থনা করতে বলেন তিনি ।

1)বিশ্বভারতীতে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা ।

2)ভাঙচুরের ঘটনায় CBI তদন্তের আবেদন করতে চলেছে বিশ্বভারতী

ঘটনার প্রতিবাদে 12 ঘণ্টা অনশন করবেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা।

3)আজ অ-প্রশংসিত নায়কদের প্রশংসা করার দিন

সারা বিশ্ব এখন কোরোনার গ্রাসে । সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন বহু মানুষ । নিজেদের প্রাণের তোয়াক্কা না করেই এগিয়ে যাচ্ছেন মানুষের সেবায় । দিনরাত এক করে চালিয়ে যাচ্ছেন কাজ । সেই সমস্ত মানুষদের শ্রদ্ধা জানাতে তাই আজকের দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ ।

4)শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি "শিকারি" টাটা কেসট্রেল

কেসট্রেল হল এক ধরনের পাখি ৷ মারাত্মক শিকার ক্ষমতার জন্য এই পাখিকে অন্য পাখিদের থেকে আলাদা করা যায় ৷ সেরকমই , এই কেসট্রেল অস্ত্রও শত্রুপক্ষের শিকারে সর্বদা তৈরি ৷

5)সোশাল মিডিয়ায় ধর্মীয় উস্কানির ভিডিয়ো: কাশ্মীরজুড়ে প্রতিবাদ

সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা একটি ভিডিয়ো নিয়ে উত্তাল কাশ্মীর ৷ ব্যবস্থা নিয়েছে পুলিশ ৷ এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ শ্রীনগর থেকে লিখছেন মহম্মদ জুলকারনাইন জুলফি ৷

6)বিশ্বভারতীর ঘটনায় আসরে ED!

সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের মনোভাব যতক্ষণ পর্যন্ত না সব দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাখা হবে। তাদের তরফে বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের সুপারিশ জানানো হয় বলে খবর। ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচটি FIR হয়েছে বলে জানিয়েছেন বীরভূমের পুলিশ সুপার শ‍্যাম সিং।

7)"এ লজ্জা রাখি কোথায় !" বিশ্বভারতীর ঘটনার নিন্দায় সরব শিক্ষা মহল

বিশ্বভারতীতে তাণ্ডবের ঘটনায় ফুঁসছে বাংলার শিক্ষা মহল। ঘটনার নিন্দা করেছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে বর্তমান অধ্যাপকরা । একাধিক বিশ্ববিদ্যালয়, কলেজের অধ্যাপক এই ঘটনার সমালোচনায় সরব হয়েছেন ৷

8)রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অমিত শাহের কাছে অভিযোগ জানাবেন আব্দুল মান্নান

গণপিটুনি রোধে সংশোধনী বিলটি নিয়ে বিধানসভাকে বিভ্রান্ত করা হয়েছে। রাজ্যপালের স্বাক্ষর করা বিলটি বিধানসভায় উত্থাপন না করে রাজ্য সরকার নিজেদের মনের মতো একটি বিল তৈরি করে বিধানসভায় উত্থাপন করে। এই বিষয়টি নিয়েও রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষন বৈঠক করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

9)UEFA চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নেইমারের PSG

PSG প্রথম গোলটা পেয়েছে আর্জেন্তিনা-ব্রাজিল যুগলবন্দীতে । 13 মিনিটে দি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্যারিস সাঁ জাঁকে এগিয়ে দেন করেন ব্রাজিলিয় ডিফেন্ডার মার্কিনিয়োস। 42 মিনিটে ব্যবধান ২-০ করে PSG। এবারেরও সাউথ অ্যামেরিকান কম্বিনেশন । বক্সের মধ্যে বল পেয়ে দি মারিয়ার উদ্দেশে ব্যাক হিল করেন নেইমার। দি মারিয়াও জালে বল পাঠাতে ভুল করেননি ।

10)"প্রার্থনা করবেন", হাসপাতালে ভরতির আগে অনুরাগীদের উদ্দেশে সঞ্জয়

আজ সন্ধের দিকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয় সঞ্জয় দত্তকে । হাসপাতালে যাওয়ার আগে অনুরাগীদের তাঁর জন্য প্রার্থনা করতে বলেন তিনি ।

For All Latest Updates

TAGGED:

top9top 9 am
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.