ETV Bharat / state

টপ নিউজ়@ সকাল 11 টা - top news at a glance

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 16, 2020, 11:03 AM IST

1. ফের একদিনে সর্বোচ্চ, 24 ঘণ্টায় আক্রান্ত 32695

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 32 হাজার 695 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 9 লাখ 68 হাজার 876 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 606 জনের । এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল 24 হাজার 915 ।

2. ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত

ভূমিকম্প অসম ও গুজরাতে । আজ সকালে এই দুই রাজ্যে কম্পন অনুভূত হয় ।
3. রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, শেষ কোথায় ?

গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দুমাসে আরও সংক্রমণ বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷

4. আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’

5. "হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ?

6. কোরোনা : অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সচেতন রাজ্যের মানুষ, দাবি রিপোর্টে

প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছেছে এই ভিডিয়োবার্তা । সম্প্রতি প্রকাশিত নিজের গবেষণাপত্রে নোবেলজয়ী অভিজিৎবাবু জানিয়েছেন, এই ভিডিয়োবার্তাগুলি কাজে দিয়েছে । রাজ্যের সাধারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন ।
7. কর্মী কোরোনায় আক্রান্ত, 24 জুলাই পর্যন্ত বন্ধ বিধানসভা

বিধানসভার এক কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । সেই কারণে বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার নির্দেশ ।
8. রাজ্যে কোরোনায় মৃত 1000, সংক্রমণেও নতুন রেকর্ড

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 980 জনের মৃত্যু হয়েছিল । আজ 20 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000 । গত 24 ঘণ্টায় 1589 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।

9. দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত

দুবাইয়ে IPL আয়োজন করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷


10. কোরোনায় আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷ গতকাল বিকেলে কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে স্নেহাশিসের ।

1. ফের একদিনে সর্বোচ্চ, 24 ঘণ্টায় আক্রান্ত 32695

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 32 হাজার 695 জন । যা এখনও পর্যন্ত দেশে একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 9 লাখ 68 হাজার 876 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 606 জনের । এই নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়াল 24 হাজার 915 ।

2. ভূমিকম্পে কেঁপে উঠল অসম ও গুজরাত

ভূমিকম্প অসম ও গুজরাতে । আজ সকালে এই দুই রাজ্যে কম্পন অনুভূত হয় ।
3. রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, শেষ কোথায় ?

গতকাল নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দুমাসে আরও সংক্রমণ বাড়বে ৷ তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই ৷

4. আমাদের চমকাবেন না, আমরা দিল্লি অবধি চমকাতে পারি: দিলীপ ঘোষ

দুর্গাপুরের মেনগেটে চা-চক্রে মিলিত হলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ সেখান থেকেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন ৷ বলেন, ‘‘অনেক নেতা গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন । আর আমি শহর ছেড়ে গ্রামে গেছি । দু’চারটে খুচরো মস্তান আমাকে চমকানোর চেষ্টা করেছিল ৷ আমাদের চমকাবেন না । আমরা এখান থেকে দিল্লি পর্যন্ত আপনাদের চমকাতে পারি । এমন চমকাব, যে সাতদিন ভিরমি খেয়ে পড়ে থাকবেন । কিছু শুনতে পাবেন না ।’’

5. "হাত-পা নেই নাকি, পা ভেঙে দিলি না কেন", কর্মীদের বললেন অনুব্রত

বুধবার ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরে বুথ ভিত্তিক কর্মীসভা চলাকালীন BJP কর্মীরা নাকি দলীয় পতাকা খুলে নিয়ে গেছে । তা নিয়ে দলের কর্মীদের অনুব্রত মণ্ডল বলেন, ‘‘হাত-পা নেই নাকি তোদের ? বেরিয়ে পা ভেঙে দিলি না কেন ? কাজকর্ম নেই, পতাকাগুলো খুলে নিয়ে যাবে আর তোরা দাঁড়িয়ে দেখবি ?

6. কোরোনা : অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সচেতন রাজ্যের মানুষ, দাবি রিপোর্টে

প্রায় আড়াই কোটি মানুষের কাছে পৌঁছেছে এই ভিডিয়োবার্তা । সম্প্রতি প্রকাশিত নিজের গবেষণাপত্রে নোবেলজয়ী অভিজিৎবাবু জানিয়েছেন, এই ভিডিয়োবার্তাগুলি কাজে দিয়েছে । রাজ্যের সাধারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি সচেতন ।
7. কর্মী কোরোনায় আক্রান্ত, 24 জুলাই পর্যন্ত বন্ধ বিধানসভা

বিধানসভার এক কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । সেই কারণে বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার নির্দেশ ।
8. রাজ্যে কোরোনায় মৃত 1000, সংক্রমণেও নতুন রেকর্ড

গতকাল পর্যন্ত রাজ্যে কোরোনায় 980 জনের মৃত্যু হয়েছিল । আজ 20 জনের মৃত্যু হওয়ায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 1000 । গত 24 ঘণ্টায় 1589 জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মিলেছে ।

9. দুবাইয়ে IPL-এর পরিকল্পনা বোর্ডের, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত

দুবাইয়ে IPL আয়োজন করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷


10. কোরোনায় আক্রান্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়

জুন মাসে কোরোনা আক্রান্ত হয়েছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ৷ গতকাল বিকেলে কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে স্নেহাশিসের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.