ETV Bharat / state

টপ নিউজ় @ দুপুর 1 টা - top

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top news at a glance
টপ নিউজ় @ দুপুর 1 টা
author img

By

Published : Jul 2, 2020, 1:02 PM IST

  1. দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল 6 লাখ

এইমুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা 6 লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে ৷ মোট সংখ্যা 6,00,032 জন ৷ কোরোনা আক্রান্তের নিরিখে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷

2. বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 5 লাখ

বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কাড়ল কোরোনা ভাইরাস ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷

3. বিশ্বের সবচেয়ে সস্তা COVID-19 ভ্যাকসিন তৈরিই লক্ষ্য ভারত বায়োটেকের

অবশ্যই বাজারে ভ্যাকসিন আসবে । আর আগামী বছরের মধ্যে 1.3 বিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব ৷ বলছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কৃষ্ণা ইলা ।

4. 109টি রুটে চলবে বেসরকারি ট্রেন, শুরু রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশনের প্রক্রিয়া

ডিসেম্বরেই এই 151 টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার । মানুষকে উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে, যাত্রার সময় কমাতে, কর্মসংস্থান ও যাত্রী সুরক্ষা বাড়াতে এবং বিশ্বমানের পরিষেবা দিতে- এই উদ্যোগ বলে জানিয়েছে তারা ।

5. প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা

রাতভর প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা । বাগডোগরার কাছে 31 নম্বর জাতীয় সড়কে ইস্ট-ওয়েস্টে কাজ চলছে । নির্মীয়মাণ ব্রিজের পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা ছিল । বৃষ্টির জলের তোড়ে আজ সকালে ধসে যায় সেই রাস্তা । যান চলাচল ব্যাহত হয় ।

6. অ্যামেরিকায় একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত 52 হাজারের বেশি

গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় কোরোনা সংক্রমণের সংখ্যা ছাড়াল 52 হাজারেরও বেশি ৷ যা এতদিনের মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণ ৷ জানাল জন হপকিনস বিশ্ববিদ্যালয় ৷

7. ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভ্রান্ত পদক্ষেপ ও বিবাদের ঝুঁকি বাড়ছে : অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অ্যামেরিকা এবং চিনের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ের চেষ্টার ফলে সম্পর্কে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার দিকে আঙুল তুলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷

8. কলকাতায় ফিরে স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া প্রাঞ্জল

চাকরি সূত্রে গিয়েছিলেন শিলিগুড়ি ৷ দীর্ঘ দেড় বছর পর কলকাতায় ফিরেছেন FIFA রেফারি প্রাঞ্জল ব্যানার্জি । কলকাতা লিগে নতুনভাবে শুরু করার স্টান্স নিচ্ছেন । কিন্তু শিলিগুড়িকে ভুলছেন না ।

9. ভারতের সবচেয়ে মূল্যবান টেস্ট ক্রিকেটার জাদেজা

জাদেজার MVP রেটিং পয়েন্ট হল 97.3 ৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটারও জাদেজা ৷ তাঁর আগে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন ৷

10. করণ ও সলমন সহ আরও ছ'জনের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । নতুন অভিযোগ দায়ের হল করণ জোহর, সলমন খান, একতা কাপুর, সঞ্জয়লীলা বনসালী, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দিনেশ বিজানের বিরুদ্ধে । মামলার নেপথ্যে বিজেপি নেতা ডাক্তার অজিত কুমার ।

  1. দেশে আক্রান্তের সংখ্যা ছাড়াল 6 লাখ

এইমুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা 6 লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে ৷ মোট সংখ্যা 6,00,032 জন ৷ কোরোনা আক্রান্তের নিরিখে বিশ্ব তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত ৷

2. বিশ্বে কোরোনায় মৃতের সংখ্যা ছাড়াল 5 লাখ

বিশ্বের 5 লাখেরও বেশি মানুষের প্রাণ কাড়ল কোরোনা ভাইরাস ৷ এখনও পর্যন্ত সারা বিশ্বে COVID-19 এ মৃতের সংখ্যা 5 লাখ 11 হাজার 139 জন ৷ আক্রান্ত 1 কোটি 4 লাখ 69 হাজার 281 জন ৷

3. বিশ্বের সবচেয়ে সস্তা COVID-19 ভ্যাকসিন তৈরিই লক্ষ্য ভারত বায়োটেকের

অবশ্যই বাজারে ভ্যাকসিন আসবে । আর আগামী বছরের মধ্যে 1.3 বিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব ৷ বলছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কৃষ্ণা ইলা ।

4. 109টি রুটে চলবে বেসরকারি ট্রেন, শুরু রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশনের প্রক্রিয়া

ডিসেম্বরেই এই 151 টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার । মানুষকে উন্নত প্রযুক্তির সঙ্গে পরিচয় করাতে, যাত্রার সময় কমাতে, কর্মসংস্থান ও যাত্রী সুরক্ষা বাড়াতে এবং বিশ্বমানের পরিষেবা দিতে- এই উদ্যোগ বলে জানিয়েছে তারা ।

5. প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা

রাতভর প্রবল বৃষ্টিতে ধসে গেল শিলিগুড়ির অস্থায়ী রাস্তা । বাগডোগরার কাছে 31 নম্বর জাতীয় সড়কে ইস্ট-ওয়েস্টে কাজ চলছে । নির্মীয়মাণ ব্রিজের পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা ছিল । বৃষ্টির জলের তোড়ে আজ সকালে ধসে যায় সেই রাস্তা । যান চলাচল ব্যাহত হয় ।

6. অ্যামেরিকায় একদিনে রেকর্ড সংক্রমণ, আক্রান্ত 52 হাজারের বেশি

গত 24 ঘণ্টায় অ্যামেরিকায় কোরোনা সংক্রমণের সংখ্যা ছাড়াল 52 হাজারেরও বেশি ৷ যা এতদিনের মধ্যে রেকর্ড সংখ্যক সংক্রমণ ৷ জানাল জন হপকিনস বিশ্ববিদ্যালয় ৷

7. ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভ্রান্ত পদক্ষেপ ও বিবাদের ঝুঁকি বাড়ছে : অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

অ্যামেরিকা এবং চিনের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াইয়ের চেষ্টার ফলে সম্পর্কে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার দিকে আঙুল তুলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ৷

8. কলকাতায় ফিরে স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া প্রাঞ্জল

চাকরি সূত্রে গিয়েছিলেন শিলিগুড়ি ৷ দীর্ঘ দেড় বছর পর কলকাতায় ফিরেছেন FIFA রেফারি প্রাঞ্জল ব্যানার্জি । কলকাতা লিগে নতুনভাবে শুরু করার স্টান্স নিচ্ছেন । কিন্তু শিলিগুড়িকে ভুলছেন না ।

9. ভারতের সবচেয়ে মূল্যবান টেস্ট ক্রিকেটার জাদেজা

জাদেজার MVP রেটিং পয়েন্ট হল 97.3 ৷ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটারও জাদেজা ৷ তাঁর আগে আছেন শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলিধরন ৷

10. করণ ও সলমন সহ আরও ছ'জনের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় নতুন মোড় । নতুন অভিযোগ দায়ের হল করণ জোহর, সলমন খান, একতা কাপুর, সঞ্জয়লীলা বনসালী, আদিত্য চোপড়া, সাজিদ নাদিয়াওয়ালা, ভূষণ কুমার ও দিনেশ বিজানের বিরুদ্ধে । মামলার নেপথ্যে বিজেপি নেতা ডাক্তার অজিত কুমার ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.