ETV Bharat / state

টপ নিউজ় @ রাত 9টা - টপ নিউজ়

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

image
টপ নিউজ়
author img

By

Published : Jul 13, 2020, 8:59 PM IST

  1. রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত 1435

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 435 জন । মৃত্যু হয়েছে 24 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 956 ।

2. কাল 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক BJP-র

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় আগামীকাল উত্তরবঙ্গে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিলাম । আশা করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বনধে সামিল হবে । আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালিত হবে এই বনধ ।

3. ভরতি না নিয়ে একাধিক হাসপাতালে রেফার, কলকাতায় মৃত্যু যুবকের

SSKM ভরতি নিতে চায়নি । রেফার করে দেয় শম্ভুনাথ পণ্ডিতে । সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেলে । ভরতি প্রক্রিয়া চলাকালীন স্ট্রেচারেই মৃত্যু হয় যুবকের ।

4. বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তভার CID-কে, জানাল রায়গঞ্জ পুলিশ

হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তে আসবে CID দল । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার । পাশাপাশি তিনি জানান , মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে ৷ হাতের লেখা চিনতে পেরেছেন পরিবারের লোকেরা । সুইসাইড নোটে দুই ব্যক্তির নাম লেখা ছিল । মৃত্যুর জন্য ওই দুইজনকে দায়ি করেছেন তিনি ৷ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

5. সরকারে এক মিনিট থাকারও অধিকার নেই তৃণমূলের : শাহনওয়াজ় হোসেন

"পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে ৷ এই সরকারের এক মিনিটও থাকার অধিকার নেই ৷ BJP কার্যকর্তাদের এভাবে খুন করলে BJP-ও চুপ করে বসে থাকবে না ৷" হেমতাবাদে BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বললেন BJP নেতা শাহনওয়াজ় হোসেন ।
6. কোরোনা মোকাবিলায় কলকাতাসহ 4 জেলায় নোডাল অফিসার বদল

কোরোনা মোকাবিলায় বদল করা হল কলকাতাসহ চার জেলার নোডাল অফিসারকে ৷ চারজন IAS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতাসহ এই চার জেলার। কলকাতার দায়িত্ব থাকছেন খোদ স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

7. স্বপ্নার নির্মীয়মাণ বাড়িতে অভিযান বনবিভাগের, উদ্ধার কাঠের লগ

এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণের নির্মীয়মাণ বাড়িতে বনবিভাগের অভিযান । স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার বেআইনি কাঠের লগ । উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের স্বপ্নার ধিম পাড়ার বাড়িতে অভিযান চালানো হয় । স্বপ্নার বাড়িতে শাল কাঠ চেরাই হচ্ছিল বলে অভিযোগ ওঠে ।

8. এবছর মোহনবাগান রত্ন গুরুবক্স সিং ও পলাশ নন্দীকে
মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে । বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনূর্ধ্ব-18 দলের সজল বাগ । যদিও এবার সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

9. কোরোনায় মৃত্যু ডেপুটি ম্যাজিস্ট্রেটের, মাতৃহারা শিশু

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের (৩৮)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ এক সপ্তাহ আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ন'টা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷

10. BJP বিধায়ক খুনে তাদের হাত নেই, অভিযোগ অস্বীকার CPI(M) ও তৃণমূলের

দলীয় বিধায়কের মৃত্যুর পিছনে CPI(M) ও তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে দু'দলই ৷ এই মৃত্যুর পিছনে তাদের হাত নেই বলে জানিয়েছে তারা ৷

  1. রাজ্যে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত 1435

গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 435 জন । মৃত্যু হয়েছে 24 জনের । যা নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 956 ।

2. কাল 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক BJP-র

হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় আগামীকাল উত্তরবঙ্গে 12 ঘণ্টা বনধের ডাক দিল BJP । রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা 12 ঘণ্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিলাম । আশা করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই বনধে সামিল হবে । আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পালিত হবে এই বনধ ।

3. ভরতি না নিয়ে একাধিক হাসপাতালে রেফার, কলকাতায় মৃত্যু যুবকের

SSKM ভরতি নিতে চায়নি । রেফার করে দেয় শম্ভুনাথ পণ্ডিতে । সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেলে । ভরতি প্রক্রিয়া চলাকালীন স্ট্রেচারেই মৃত্যু হয় যুবকের ।

4. বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তভার CID-কে, জানাল রায়গঞ্জ পুলিশ

হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্তে আসবে CID দল । আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে একথা জানান রায়গঞ্জের পুলিশ সুপার সুমিত কুমার । পাশাপাশি তিনি জানান , মৃত বিধায়কের পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে ৷ হাতের লেখা চিনতে পেরেছেন পরিবারের লোকেরা । সুইসাইড নোটে দুই ব্যক্তির নাম লেখা ছিল । মৃত্যুর জন্য ওই দুইজনকে দায়ি করেছেন তিনি ৷ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।

5. সরকারে এক মিনিট থাকারও অধিকার নেই তৃণমূলের : শাহনওয়াজ় হোসেন

"পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে ৷ এই সরকারের এক মিনিটও থাকার অধিকার নেই ৷ BJP কার্যকর্তাদের এভাবে খুন করলে BJP-ও চুপ করে বসে থাকবে না ৷" হেমতাবাদে BJP বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বললেন BJP নেতা শাহনওয়াজ় হোসেন ।
6. কোরোনা মোকাবিলায় কলকাতাসহ 4 জেলায় নোডাল অফিসার বদল

কোরোনা মোকাবিলায় বদল করা হল কলকাতাসহ চার জেলার নোডাল অফিসারকে ৷ চারজন IAS অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতাসহ এই চার জেলার। কলকাতার দায়িত্ব থাকছেন খোদ স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।

7. স্বপ্নার নির্মীয়মাণ বাড়িতে অভিযান বনবিভাগের, উদ্ধার কাঠের লগ

এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মণের নির্মীয়মাণ বাড়িতে বনবিভাগের অভিযান । স্বপ্নার বাড়ি থেকে উদ্ধার বেআইনি কাঠের লগ । উত্তরবঙ্গের বনবিভাগের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান সঞ্জয় দত্তের নেতৃত্বে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের স্বপ্নার ধিম পাড়ার বাড়িতে অভিযান চালানো হয় । স্বপ্নার বাড়িতে শাল কাঠ চেরাই হচ্ছিল বলে অভিযোগ ওঠে ।

8. এবছর মোহনবাগান রত্ন গুরুবক্স সিং ও পলাশ নন্দীকে
মোহনবাগান রত্ন সম্মানে সম্মানিত করা হবে হকি অলিম্পিয়ান গুরুবক্স সিং এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক পলাশ নন্দীকে । জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে হকি তারকা অশোককুমার, প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলি এবং অ্যাথলিট মনোরঞ্জন পোড়েলকে । বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া । বর্ষসেরা যুব ফুটবলার অনূর্ধ্ব-18 দলের সজল বাগ । যদিও এবার সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হচ্ছে না ।

9. কোরোনায় মৃত্যু ডেপুটি ম্যাজিস্ট্রেটের, মাতৃহারা শিশু

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের (৩৮)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ এক সপ্তাহ আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ন'টা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷

10. BJP বিধায়ক খুনে তাদের হাত নেই, অভিযোগ অস্বীকার CPI(M) ও তৃণমূলের

দলীয় বিধায়কের মৃত্যুর পিছনে CPI(M) ও তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন উত্তর দিনাজপুর জেলা BJP সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি ৷ সেই অভিযোগ খারিজ করে দিয়েছে দু'দলই ৷ এই মৃত্যুর পিছনে তাদের হাত নেই বলে জানিয়েছে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.