1.নিষেধাজ্ঞা উঠতেই চেনা মেজাজে নেত্রী, দিলেন প্রত্যাঘাতের হুঁশিয়ারি
নির্বাচনী প্রচারে হোচট খাওয়া মমতাকে আজ ফের একবার আহত বাঘিনীর মতোই দেখতে লাগল ৷ এবারের জেদটা যেন আরও বেশি ৷ এখন দেখার নেত্রী এই জেদের উপর ভর করে নীলবাড়ি আগলে রাখতে পারেন কি না ৷
2.নীরবে ধরনায় বসে কি বঙ্গ-ভোটে মাস্টারস্ট্রোক দিলেন মমতা ?
24 ঘণ্টা ৷ সাধারণ ভাবে দেখলে একটা দিনের হিসেব ৷ কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই 24 ঘণ্টা-র তাৎপর্য একেবারে আলাদা ৷ কারণ, এই সময়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷
3.গণি-ম্যাজিকে ভর করে কি মালদায় বাজিমাত করতে পারবে কংগ্রেস ?
মালদার রাজনীতি আবর্তিত হয় প্রয়াত গণি খান চৌধুরীকে কেন্দ্র করে ৷ তিনি বেঁচে থাকাকালীনও তাই হয়েছে ৷ তাঁর প্রয়াণের পর তাঁর মিথকে কাজে লাগিয়ে কংগ্রেস ভোটে ভাল ফল করেছে ৷ কিন্তু এবার সেখানে সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি৷ সেখানে কংগ্রেসের পক্ষে কি কাজ করবে গণি খানের মিথ ?
4.নির্বাচনী জমায়েতে মাক্স-স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট
ভোটবাজারে বড় জমায়েত থেকে শুরু করে প্রচার , রোড শো লেগেই রয়েছে ৷ পাশাপাশি রাজ্যজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ এরকম অবস্থায় একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন সংক্রান্ত যেকোনও জমায়েতে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট ৷
5.করোনা রুখতে আজ থেকে মহারাষ্ট্রে 144 ধারা, সেনার সাহায্য চাইলেন উদ্ধব
অক্সিজেন এবং ওষুধপত্রের জোগানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সড়কপথের পরিবর্তে আকাশপথে অক্সিজেন সরবরাহের আবেদন রেখেছেন তিনি ৷ এর জন্য সেনার সাহায্য চেয়েছেন ঠাকরে ৷
6.বিজেপি নেতাদের শাস্তি দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নির্বাচন কমিশন, কী বলছেন নেতারা !
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার 24 ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়ার পর সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন ৷ তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল ৷ কিন্তু আজ, কমিশন বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ৷ তার পরও থামছে না সমালোচনা ৷
7.আত্মঘাতী স্বামী, ভিডিয়ো রেকর্ড করলেন স্ত্রী
স্বামীর আত্মঘাতী হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করলেন স্ত্রী ৷ যা নেট দুনিয়ায় ভাইরাল হতে নিন্দার ঝড় উঠেছে ৷ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বালি থানার পুলিশ গ্রেফতার করেছে মৃতের স্ত্রীকে ৷
8.বেড বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল স্বাস্থ্য দপ্তর
করোনার দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ বহু রাজ্যের মানুষ ৷ হু হু করে বাড়ছে সংক্রমণ । এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলিকে বেড বাড়াতে বলে স্বাস্থ্য দফতর । কিন্তু করোনা আক্রান্তদের জন্য বেড বৃদ্ধি করলে বাকি রোগীদের সমস্যায় পড়তে হবে । এই দাবিতে বিক্ষোভ দেখান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা ।
9.83-তেও স্নোর কিলিং, অশীতিপর ওয়াহিদা রহমানের অ্যাডভেঞ্চার
বিখ্যাত বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান চলতি বছরের 83 তে পা রেখেও জয় করেছেন বার্ধক্যকে ৷ বেশ কিছুদিন ধরেই তিনি ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফি করছেন ৷ এবার এই প্রবীণ অভিনেত্রীর অ্যাডভেঞ্চারের মুকুটে যোগ হল আরও একটি পালক ৷ স্নোর কিলিং ৷ এর মাধ্যমে তিনি ঘুরে দেখলেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রহস্যে ঘেরা সামুদ্রিক জীবন ৷
10.টিমের পাশাপাশি নিয়মিত করোনা টেস্ট হবে আইপিএল’র সঙ্গে যুক্ত সকলের
যে হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে এবার বায়ো-সিকিওর বাবলকেও ভরসা করতে পারছে না আয়োজকরা ৷ আর তাই টুর্নামেন্ট চলাকালীন নিয়মিত কোভিড টেস্ট করানো হবে আইপিএলে অংশ নেওয়া প্রতিটি দলের সদস্য থেকে ম্যাচ আয়োজনে যুক্ত সবার ৷ এমনকি সেই তালিকায় থাকছেন হোটেলের কর্মীরাও ৷