ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধে 7 টা - TOP NEWS @ 7 PM

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে

টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা
টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা
author img

By

Published : Jan 21, 2021, 7:01 PM IST

1.পুণের সেরাম ইনস্টিটিউটে আগুন, মৃত 5

পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের বিল্ডিংয়ের এক নম্বর টার্মিনালের গেটে আগুন । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থানে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দমকলের 10 টি ইঞ্জিন । যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ । পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরাও দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছেন । প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

2.মমতার সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে জিতেন্দ্র তিওয়ারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী সে সময় ভবনে না-থাকার কারণে এখনও তাঁর সঙ্গে জিতেন্দ্রর দেখা হয়নি। তিনি তৃণমূল নেত্রীর জন্য অপেক্ষা করছেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

3.নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির

আব্বাস সিদ্দিকির এই দল ঘোষণায় ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপর বেশ বড়সড় চাপ আসতে পারে । এমনই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

4.শুভেন্দু-যোগ স্বীকার ছেলের, গুরুত্ব দিতে নারাজ সিঙ্গুরের বিধায়ক

যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ তাঁর মতে, প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে । ছেলের মতামত ছেলের৷

5.বিজেপির জেলা কার্যালয়ে হামলা বিক্ষুব্ধ দলীয় কর্মীদের

জেলা বিজেপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় কয়েকজন বিজেপি নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

6.জিটিএ চেয়ারম্যান অনিত থাপা কি নেপালের বাসিন্দা ?

"নাগরিকত্ব নেপালের, নেতা দার্জিলিঙের ।" এমনই অভিযোগ উঠেছে খোদ গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের (জিটিএ) চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চা নেতা অনিত থাপার বিরুদ্ধে । নেপালের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, অনিত থাপা নেপালের বাসিন্দা । এমনকী নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জেলা প্রশাসন কার্যালয়ের জন্য জারি করা একটি সচিত্র পরিচয়পত্রও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, অনিত থাপার নাম লেখা রয়েছে ।

7.এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে । এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী । রাজ্যের 9 লাখ পড়ুয়া ট্যাব কেনার সুযোগ পাবেন । কোনও পড়ুয়ার নাম বাদ গেলে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

8.দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা : সূত্র

টিকাকরণের দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূত্রের খবর, দেশে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও কোভিডের 19-এর প্রতিষেধক নেবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷

9.বিমানবন্দর থেকে সোজা বাবার সমাধিতে পৌঁছালেন সিরাজ

অস্ট্রেলিয়ায় বসেই বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন ৷ চেয়েছিলেন টেস্টের সাদা জার্সিতে মাঠে নেমে প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণ করতে ৷ তাই দেশে ফিরে আসেননি ৷ প্রিয়জনের মৃত্যুর কষ্ট চেপে বাইশ গজে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ সকাল নটায় হায়দরাবাদ বিমানবন্দরে নেমে সোজা বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান সিরাজ ৷ তারপরই বাড়ি ফেরেন ৷

10.তাহিরার জন্মদিনে অজানা গল্প শোনালেন আয়ুষ্মান

তাহিরা কাশ্যপের জন্মদিনে আয়ুষ্মান খুরানা কোনও পোস্ট করবেন না তা আবার হয় নাকি ! স্ত্রীয়ের জন্মদিনে প্রতিবার আয়ুষ্মান মন ছুঁয়ে যাওয়া কিছু কথা লেখেন । এবারও তার অন্যথা হল না ।

1.পুণের সেরাম ইনস্টিটিউটে আগুন, মৃত 5

পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের বিল্ডিংয়ের এক নম্বর টার্মিনালের গেটে আগুন । শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থানে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দমকলের 10 টি ইঞ্জিন । যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ । পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিরাও দুর্ঘটনাস্থানে এসে পৌঁছেছেন । প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর সামনে এসেছে ।

2.মমতার সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে জিতেন্দ্র তিওয়ারি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তৃণমূল ভবনে গেলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী সে সময় ভবনে না-থাকার কারণে এখনও তাঁর সঙ্গে জিতেন্দ্রর দেখা হয়নি। তিনি তৃণমূল নেত্রীর জন্য অপেক্ষা করছেন। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷

3.নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির

আব্বাস সিদ্দিকির এই দল ঘোষণায় ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপর বেশ বড়সড় চাপ আসতে পারে । এমনই মনে করছেন রাজ্য রাজনীতির পর্যবেক্ষকরা ।

4.শুভেন্দু-যোগ স্বীকার ছেলের, গুরুত্ব দিতে নারাজ সিঙ্গুরের বিধায়ক

যদিও যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ তাঁর মতে, প্রত্যেকের ব্যক্তিগত মতামত থাকতে পারে । ছেলের মতামত ছেলের৷

5.বিজেপির জেলা কার্যালয়ে হামলা বিক্ষুব্ধ দলীয় কর্মীদের

জেলা বিজেপি কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় কয়েকজন বিজেপি নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর নাগাদ এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।

6.জিটিএ চেয়ারম্যান অনিত থাপা কি নেপালের বাসিন্দা ?

"নাগরিকত্ব নেপালের, নেতা দার্জিলিঙের ।" এমনই অভিযোগ উঠেছে খোদ গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশনের (জিটিএ) চেয়ারম্যান তথা গোর্খা জনমুক্তি মোর্চা নেতা অনিত থাপার বিরুদ্ধে । নেপালের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, অনিত থাপা নেপালের বাসিন্দা । এমনকী নেপালের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জেলা প্রশাসন কার্যালয়ের জন্য জারি করা একটি সচিত্র পরিচয়পত্রও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, অনিত থাপার নাম লেখা রয়েছে ।

7.এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্যাব কিনতে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে । এক সপ্তাহের মধ্যে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী । রাজ্যের 9 লাখ পড়ুয়া ট্যাব কেনার সুযোগ পাবেন । কোনও পড়ুয়ার নাম বাদ গেলে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

8.দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা : সূত্র

টিকাকরণের দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সূত্রের খবর, দেশে টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী ছাড়াও কোভিডের 19-এর প্রতিষেধক নেবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও ৷

9.বিমানবন্দর থেকে সোজা বাবার সমাধিতে পৌঁছালেন সিরাজ

অস্ট্রেলিয়ায় বসেই বাবার মৃত্যুর খবর পেয়েছিলেন ৷ চেয়েছিলেন টেস্টের সাদা জার্সিতে মাঠে নেমে প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণ করতে ৷ তাই দেশে ফিরে আসেননি ৷ প্রিয়জনের মৃত্যুর কষ্ট চেপে বাইশ গজে নিজেকে উজাড় করে দিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ সকাল নটায় হায়দরাবাদ বিমানবন্দরে নেমে সোজা বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে যান সিরাজ ৷ তারপরই বাড়ি ফেরেন ৷

10.তাহিরার জন্মদিনে অজানা গল্প শোনালেন আয়ুষ্মান

তাহিরা কাশ্যপের জন্মদিনে আয়ুষ্মান খুরানা কোনও পোস্ট করবেন না তা আবার হয় নাকি ! স্ত্রীয়ের জন্মদিনে প্রতিবার আয়ুষ্মান মন ছুঁয়ে যাওয়া কিছু কথা লেখেন । এবারও তার অন্যথা হল না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.