ETV Bharat / state

টপ নিউজ় @ সন্ধ্যে 7 টা

কবে হবে উচ্চমাধ্যমিকের বাকি থাকা পরীওক্ষাগুলি ? নিসর্গ নিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী ? এক নজরে দেখে নিন সন্ধ্যা সাতটার সেরা দশটি খবর ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 2, 2020, 7:24 PM IST

1.উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শুরু 2 জুলাই থেকে

ফের বদল উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি । বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 29 জুন থেকে । 30 জুন অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে । আজ একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

2.আসছে নিসর্গ, সকলকে সতর্ক থাকার আবেদন প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে এবার মহারাষ্ট্রের বাসিন্দাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানালেন, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি । সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করতে আবেদনও জানান তিনি ।

3.অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করার অভিযোগ, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা হচ্ছে । এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে । মামলাকারীর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের বক্তব্য, এই মুহূর্তে দেশে দু'লাখ ছুঁতে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে । এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান ।

4.দেশের নাম পরিবর্তন নিয়ে আবেদনের শুনানি পিছল সুপ্রিম কোর্টে

আজ সর্বোচ্চ আদালতে ইন্ডিয়া থেকে নাম বদলে ‘‘ভারত’’ নামকরণের শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রধান বিচারপতি এসএ বোবদে ছুটিতে থাকায় শুনানি মুলতবি করা হয় ৷ তবে শুনানির পরবর্তী তারিখ জানানো হয়নি ।

5.দক্ষিণ অসমে ধসে চাপা পড়ে মৃত 20, আহত বহু

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল । এর জেরে ধসে চাপা পড়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় 20 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে সাতজন কাছাড় জেলা, সাতজন হাইলাকান্দি জেলা ও ছ'জন করিমগঞ্জ জেলার । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ।

6.অর্থনীতি সচল হবে, CII-র 125 বছরে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর

কনফেডেরশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তি । আজ তারই বার্ষিক সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে শিল্পপতিদের নানা পরামর্শ দিলেন তিনি ।

7.কোরোনা ইশুতে টুইট আক্রমণ অব্যাহত রাজ্যপালের

ফের টুইট রাজ্যপালের । গতকালই কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি । আজ সকালে ফের দুটি টুইট করেন । টুইটে কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে ডেরেক ও ব্রায়েন কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

8.আগামীকালই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", জারি হাই অ্যালার্ট

কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের দুটি রাজ্য মহারাষ্ট্র ও গুজরাত ৷ 3 জুন সাইক্লোন এই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বলেই পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই দুটি রাজ্যে শুরু হয়েছে সতর্কতা ৷

9.খিদের জ্বালায় অজ্ঞান শ্রমিক, সাহায্যের হাত শামির

উত্তরপ্রদেশের বিজনর শহরের শাহাসপুরে মহম্মদ শামির বাড়ি । বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক । বহু পরিযায়ী শ্রমিক এই সড়ক দিয়ে বাড়ি ফিরছেন । দিন কয়েক আগে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক । সেই শ্রমিককে খাবার দিয়ে সুস্থ করেন শামি । তারপর থেকে পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়ার॥ জন্য তিনি নিজের বাড়ির সামনে খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছেন ।

10.শুটিংয়ের নিয়মাবলী নিয়ে মিটিং টেকনিশিয়ান স্টুডিয়োয়

আজ দুপুর 3টে নাগাদ বসেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রোডিউসাররা । এই মিটিংয়ে তৈরি হবে টলিপাড়ার শুটিংয়ের নিয়মাবলী । 4 জুন সেই নিয়মাবলী মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে পেশ করা হবে ।

1.উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা শুরু 2 জুলাই থেকে

ফের বদল উচ্চমাধ্যমিকের পরীক্ষার সূচি । বাকি থাকা উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল 29 জুন থেকে । 30 জুন অবধি লকডাউনের সময়সীমা বৃদ্ধি হওয়ায় পরীক্ষা শুরু হবে 2 জুলাই থেকে । আজ একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

2.আসছে নিসর্গ, সকলকে সতর্ক থাকার আবেদন প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় নিসর্গ নিয়ে এবার মহারাষ্ট্রের বাসিন্দাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জানালেন, সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি । সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ করতে আবেদনও জানান তিনি ।

3.অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করার অভিযোগ, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা হচ্ছে । এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করা হল হাইকোর্টে । মামলাকারীর আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের বক্তব্য, এই মুহূর্তে দেশে দু'লাখ ছুঁতে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা । প্রতিদিন চার থেকে সাড়ে চার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে । এই পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে লকডাউন শিথিল করা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সমান ।

4.দেশের নাম পরিবর্তন নিয়ে আবেদনের শুনানি পিছল সুপ্রিম কোর্টে

আজ সর্বোচ্চ আদালতে ইন্ডিয়া থেকে নাম বদলে ‘‘ভারত’’ নামকরণের শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রধান বিচারপতি এসএ বোবদে ছুটিতে থাকায় শুনানি মুলতবি করা হয় ৷ তবে শুনানির পরবর্তী তারিখ জানানো হয়নি ।

5.দক্ষিণ অসমে ধসে চাপা পড়ে মৃত 20, আহত বহু

কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল । এর জেরে ধসে চাপা পড়ে দক্ষিণ অসমের বরাক উপত্যকার তিনটি আলাদা জেলায় 20 জনের মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে সাতজন কাছাড় জেলা, সাতজন হাইলাকান্দি জেলা ও ছ'জন করিমগঞ্জ জেলার । দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন ।

6.অর্থনীতি সচল হবে, CII-র 125 বছরে শিল্পমহলকে বার্তা প্রধানমন্ত্রীর

কনফেডেরশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর 125 বছর পূর্তি । আজ তারই বার্ষিক সভায় বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । অর্থনীতিকে সচল রাখতে শিল্পপতিদের নানা পরামর্শ দিলেন তিনি ।

7.কোরোনা ইশুতে টুইট আক্রমণ অব্যাহত রাজ্যপালের

ফের টুইট রাজ্যপালের । গতকালই কোরোনা টেস্ট রিপোর্ট নিয়ে সন্দেহ প্রকাশ করে সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও ব্রায়েন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তিনি । আজ সকালে ফের দুটি টুইট করেন । টুইটে কোরোনা টেস্ট রিপোর্ট বাকি থাকা নিয়ে জানতে চাইলেও সেই বিষয়ে ডেরেক ও ব্রায়েন কোনও প্রতিক্রিয়া না করায় রাজ্য সরকারকে ফের আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

8.আগামীকালই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে "নিসর্গ", জারি হাই অ্যালার্ট

কোরোনা আতঙ্কের মধ্যেই দেশের পশ্চিমভাগে চোখ রাঙাচ্ছে সাইক্লোন নিসর্গ ৷ একে প্যানডেমিক তার উপর ঘূর্ণিঝড়, এই জোড়া ফলায় ত্রাহি ত্রাহি অবস্থা পশ্চিমবঙ্গের ৷ এবার একই অবস্থার মুখে পড়তে চলছে পশ্চিমের দুটি রাজ্য মহারাষ্ট্র ও গুজরাত ৷ 3 জুন সাইক্লোন এই দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে বলেই পূর্বাভাস ৷ ঘণ্টায় 115 কিমি বেগে বইবে ঝড়, সঙ্গে শুরু হবে প্রবল বৃষ্টি ৷ ঝড়ের গতিবেগ 125 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে ৷ এই পূর্বাভাস মাথায় রেখেই দুটি রাজ্যে শুরু হয়েছে সতর্কতা ৷

9.খিদের জ্বালায় অজ্ঞান শ্রমিক, সাহায্যের হাত শামির

উত্তরপ্রদেশের বিজনর শহরের শাহাসপুরে মহম্মদ শামির বাড়ি । বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে জাতীয় সড়ক । বহু পরিযায়ী শ্রমিক এই সড়ক দিয়ে বাড়ি ফিরছেন । দিন কয়েক আগে খিদের জ্বালায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক । সেই শ্রমিককে খাবার দিয়ে সুস্থ করেন শামি । তারপর থেকে পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়ার॥ জন্য তিনি নিজের বাড়ির সামনে খাদ্য বিতরণ কেন্দ্র খুলেছেন ।

10.শুটিংয়ের নিয়মাবলী নিয়ে মিটিং টেকনিশিয়ান স্টুডিয়োয়

আজ দুপুর 3টে নাগাদ বসেন আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রোডিউসাররা । এই মিটিংয়ে তৈরি হবে টলিপাড়ার শুটিংয়ের নিয়মাবলী । 4 জুন সেই নিয়মাবলী মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে পেশ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.