ETV Bharat / state

Kolkata Book Fair 2023: ময়দান টু সল্টলেক, বইমেলার একাল-সেকালে টলি-তারকাদের স্মৃতিচারণ - Kolkata International Book Fair 2023

কলকাতায় সল্টলেকে 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা চলছে ৷ বইয়ের টানে রোজই বহু মানুষ আসছেন এখানে ৷ কিন্তু কোথাও কি খানিকটা বদলে গিয়েছে মেলা ? রইল সেকাল-একালের টলি তারকাদের মতামত (Tollywood Celebrities over Book Fair) ৷

Kolkata Book Fair
বইমেলা 2023
author img

By

Published : Feb 2, 2023, 1:59 PM IST

Updated : Feb 2, 2023, 2:34 PM IST

একাল-সেকালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023

কলকাতা, 2 ফেব্রুয়ারি: সালটা 1977 ৷ শুরু হয়েছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ তখন মেলা হত ময়দানে ৷ সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার বইমেলার জায়গা পালটেছে ৷ এখন তা উঠে এসেছে সল্টলেকে ৷ অনেকে শৈশবে ময়দানে বই দেখতে, কিনতে যেতেন ৷ এখন তাঁরা প্রাপ্তবয়স্ক ৷ বইমেলার আবহাওয়াও এখন অন্যরকম ৷ এখন তাঁরাই আসেন সল্টলেকে ৷ যদিও বদলায়নি নতুন বইয়ের পাতার গন্ধ ৷ মেলা যেন সমাজের বিভিন্ন শ্রেণি, ভিন্ন পেশার মানুষের মিলন প্রাঙ্গণ হয়ে ওঠে বারে বারে ৷ তাও প্রশ্ন থাকে, বইমেলার একাল আর সেকালের মাঝে দূরত্বটা কি বিশাল ? এবারের বইমেলা প্রাঙ্গণে ইটিভির ক্যামেরায় দেখা দিলেন এক ঝাঁক টলি-তারকা ৷ রয়েছেন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় ৷ আর তাঁদের ঘিরে অম্বরীশ ভট্টাচার্য, সোহিনী সরকার, তৃণা সাহা, রণজয় বিষ্ণুর মতো এযুগের অভিনেতা-অভিনেত্রীরা ৷ বইমেলার একাল-সেকাল নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে কী বললেন তাঁরা (46th Kolkata International Book Fair) ?

বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, "আমার কাছে বইমেলা মনে বইয়ের মেলা ৷ আমি বরাবর বইমেলায় আসতাম ৷ আগে যেখানে হত, সেখানে যেতাম ৷" এখন শারীরিক অসুস্থতার কারণে তিনি আর আসতে পারেন না ৷ তবে এদিন এলেন । তাছাড়া ভিড়ও অন্যতম কারণ ৷ অন্যদিকে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের কাছে বইমেলা আগে যেরকম ছিল, এখনও তেমনই আছে ৷ বয়স পেরিয়ে গেলেও বইমেলার একফোঁটা বদলায়নি । তাঁর কথায়, "ছোটবেলার সঙ্গে এখনকার বইমেলায় কোনও পার্থক্য নেই ৷ ময়দান, সায়েন্স সিটি সব বইমেলাতে ঘোরার পর সল্টলেকের বইমেলাতে আসি ৷" তিনি স্মৃতিচারণ করেন, "অদ্ভুত ব্যাপার, বইমেলা চত্বরে ঢোকার পরে টাইম মেশিনে সেই ছোটবেলায় ফিরে যাই আমি ৷ বইমেলা বললে আমার বাবার কথা মনে পড়ে, কারণ তাঁর হাত ধরে আমার প্রথম বইমেলায় আসা ৷" তিনি বাবাকে হারিয়েছেন । অভিনেতা আরও বলেন, "আমার কাছে, বইমেলা মানে হচ্ছে আমাদের ছোটবেলা, আমাদের নস্টালজিয়া, আমাদের সারল্যের কাছে পৌঁছে যাওয়া । সারা বছরই আমি বই কিনি ৷ বেশ কিছু স্টল থাকে, যেগুলো বইমেলা ছাড়া আর পাওয়া যাবে না ৷ সেই স্টলগুলোয় যাব ৷ লিটল ম্যাগাজিন কিনব ৷"

আরও পড়ুন: এবারের বইমেলাতেও থাকছে মুখ্যমন্ত্রীর নতুন 6টি বই, কী কী ?

একবার পছন্দের সেলিব্রিটিকে নাগালে পেলে ছাড়ে কে ? সেলফি থেকে অটোগ্রাফের আবদার ৷ আর হাসি মুখে সেই আবদার মেটাতে হয় তাঁদের ৷ এসব কাটিয়ে কীভাবে ঘুরে ঘুরে বই কেনা সম্ভব ? অভিনেত্রী সোহিনী সরকারের অভিজ্ঞতা, "বইমেলায় এসে যদি দুটো মানুষ আমায় চিনতে না পারে, তখন সত্যিই কষ্ট হয় ৷ মনে হয় এমন কিছু কি করিনি, যার জন্য মানুষ চিনতে পারল না ? আবার বেশি চিনলেও মুশকিল ৷ কোনও কিছুতেই সুখ আসে না ৷" তবে এইসব হ্যাপা থাকলেও তিনি বইমেলায় আসেন, বই কেনেন ৷ এবারও কিনবেন ৷

একবিংশ শতকে বই পড়ার চাহিদা অনেকটা কমেছে ৷ অভিনেত্রী তৃণা সাহার কথায়, "আগে বইমেলায় আসতাম শুধুমাত্র বইমেলাটাকে উপভোগ করার জন্য, তবে এখন সেলফি তোলা বা পার্শ্ববর্তী যে কাজকর্ম সেগুলো বেড়ে গিয়েছে ৷" স্কুলের দিনগুলোয় বইমেলা বেশ ভাল লাগত তাঁর ৷ গল্পের বই কিনে পড়ে ফেলতেন । এখন যে সবারই কম-বেশি বই পড়ার সময় কমে গিয়েছে, তা স্বীকার করে নিলেন অভিনেত্রী । বইমেলা আগের থেকে বদলেছে বলে মত দিলেন অভিনেতা রণজয় বিষ্ণু ৷ তিনি বলেন, "বইমেলার জায়গাটা পালটে গিয়েছে ৷ এখানে স্টলের সংখ্যাও অনেক ৷ তবে সব থেকে বড় তফাৎ, বই পড়ার মানসিকতা নিয়ে মানুষ এখানে আসছেন ৷ তেমনই চপের দোকানের সামনে মানুষের লম্বা লাইন চোখে পড়ছে ৷"

আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

একাল-সেকালের আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2023

কলকাতা, 2 ফেব্রুয়ারি: সালটা 1977 ৷ শুরু হয়েছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৷ তখন মেলা হত ময়দানে ৷ সময়ের সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার বইমেলার জায়গা পালটেছে ৷ এখন তা উঠে এসেছে সল্টলেকে ৷ অনেকে শৈশবে ময়দানে বই দেখতে, কিনতে যেতেন ৷ এখন তাঁরা প্রাপ্তবয়স্ক ৷ বইমেলার আবহাওয়াও এখন অন্যরকম ৷ এখন তাঁরাই আসেন সল্টলেকে ৷ যদিও বদলায়নি নতুন বইয়ের পাতার গন্ধ ৷ মেলা যেন সমাজের বিভিন্ন শ্রেণি, ভিন্ন পেশার মানুষের মিলন প্রাঙ্গণ হয়ে ওঠে বারে বারে ৷ তাও প্রশ্ন থাকে, বইমেলার একাল আর সেকালের মাঝে দূরত্বটা কি বিশাল ? এবারের বইমেলা প্রাঙ্গণে ইটিভির ক্যামেরায় দেখা দিলেন এক ঝাঁক টলি-তারকা ৷ রয়েছেন প্রবীণ অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় ৷ আর তাঁদের ঘিরে অম্বরীশ ভট্টাচার্য, সোহিনী সরকার, তৃণা সাহা, রণজয় বিষ্ণুর মতো এযুগের অভিনেতা-অভিনেত্রীরা ৷ বইমেলার একাল-সেকাল নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে কী বললেন তাঁরা (46th Kolkata International Book Fair) ?

বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় বলেন, "আমার কাছে বইমেলা মনে বইয়ের মেলা ৷ আমি বরাবর বইমেলায় আসতাম ৷ আগে যেখানে হত, সেখানে যেতাম ৷" এখন শারীরিক অসুস্থতার কারণে তিনি আর আসতে পারেন না ৷ তবে এদিন এলেন । তাছাড়া ভিড়ও অন্যতম কারণ ৷ অন্যদিকে অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের কাছে বইমেলা আগে যেরকম ছিল, এখনও তেমনই আছে ৷ বয়স পেরিয়ে গেলেও বইমেলার একফোঁটা বদলায়নি । তাঁর কথায়, "ছোটবেলার সঙ্গে এখনকার বইমেলায় কোনও পার্থক্য নেই ৷ ময়দান, সায়েন্স সিটি সব বইমেলাতে ঘোরার পর সল্টলেকের বইমেলাতে আসি ৷" তিনি স্মৃতিচারণ করেন, "অদ্ভুত ব্যাপার, বইমেলা চত্বরে ঢোকার পরে টাইম মেশিনে সেই ছোটবেলায় ফিরে যাই আমি ৷ বইমেলা বললে আমার বাবার কথা মনে পড়ে, কারণ তাঁর হাত ধরে আমার প্রথম বইমেলায় আসা ৷" তিনি বাবাকে হারিয়েছেন । অভিনেতা আরও বলেন, "আমার কাছে, বইমেলা মানে হচ্ছে আমাদের ছোটবেলা, আমাদের নস্টালজিয়া, আমাদের সারল্যের কাছে পৌঁছে যাওয়া । সারা বছরই আমি বই কিনি ৷ বেশ কিছু স্টল থাকে, যেগুলো বইমেলা ছাড়া আর পাওয়া যাবে না ৷ সেই স্টলগুলোয় যাব ৷ লিটল ম্যাগাজিন কিনব ৷"

আরও পড়ুন: এবারের বইমেলাতেও থাকছে মুখ্যমন্ত্রীর নতুন 6টি বই, কী কী ?

একবার পছন্দের সেলিব্রিটিকে নাগালে পেলে ছাড়ে কে ? সেলফি থেকে অটোগ্রাফের আবদার ৷ আর হাসি মুখে সেই আবদার মেটাতে হয় তাঁদের ৷ এসব কাটিয়ে কীভাবে ঘুরে ঘুরে বই কেনা সম্ভব ? অভিনেত্রী সোহিনী সরকারের অভিজ্ঞতা, "বইমেলায় এসে যদি দুটো মানুষ আমায় চিনতে না পারে, তখন সত্যিই কষ্ট হয় ৷ মনে হয় এমন কিছু কি করিনি, যার জন্য মানুষ চিনতে পারল না ? আবার বেশি চিনলেও মুশকিল ৷ কোনও কিছুতেই সুখ আসে না ৷" তবে এইসব হ্যাপা থাকলেও তিনি বইমেলায় আসেন, বই কেনেন ৷ এবারও কিনবেন ৷

একবিংশ শতকে বই পড়ার চাহিদা অনেকটা কমেছে ৷ অভিনেত্রী তৃণা সাহার কথায়, "আগে বইমেলায় আসতাম শুধুমাত্র বইমেলাটাকে উপভোগ করার জন্য, তবে এখন সেলফি তোলা বা পার্শ্ববর্তী যে কাজকর্ম সেগুলো বেড়ে গিয়েছে ৷" স্কুলের দিনগুলোয় বইমেলা বেশ ভাল লাগত তাঁর ৷ গল্পের বই কিনে পড়ে ফেলতেন । এখন যে সবারই কম-বেশি বই পড়ার সময় কমে গিয়েছে, তা স্বীকার করে নিলেন অভিনেত্রী । বইমেলা আগের থেকে বদলেছে বলে মত দিলেন অভিনেতা রণজয় বিষ্ণু ৷ তিনি বলেন, "বইমেলার জায়গাটা পালটে গিয়েছে ৷ এখানে স্টলের সংখ্যাও অনেক ৷ তবে সব থেকে বড় তফাৎ, বই পড়ার মানসিকতা নিয়ে মানুষ এখানে আসছেন ৷ তেমনই চপের দোকানের সামনে মানুষের লম্বা লাইন চোখে পড়ছে ৷"

আরও পড়ুন: 'দিল্লিতে হবে বাংলা বইমেলা', যাবতীয় সাহায্যের আশ্বাস মমতার

Last Updated : Feb 2, 2023, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.