কলকাতা, 11 মার্চ: ঋতুরাজ বসন্তকে কেন্দ্রে রেখে দিকে দিকে নানা রঙের অনুষ্ঠান চলছে শহরের বুকে ৷ নাচ, গানের অনুষ্ঠান, সমাজ সেবামূলক কাজ- সবরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসছেন উদ্যোগীরা ৷ 'কলিকাতা স্প্রিং' তেমনই একটি ৷ তবে, অনেকটা অন্যরকম ৷ ভাস্কর্য, নান্দনিকতা, সুরের সরোদ, নৃত্যের সঙ্গে আলোর যাত্রী কিছু শিল্পী মুখ- এই উদ্যোগের মূল রসদ (Kalikata Spring Exhibition) ৷
ভবানীপুরের 'দ্য বেঙ্গল ঘরানা'তে চলছে 'কলিকাতা স্প্রিং' ৷ নকশি কাঁথা, হাতের তৈরি গয়না, ধোকরা বয়নশিল্প, পুরনো নকশার শাড়ি দেখলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য ৷ দিনাজপুর, বীরভূম থেকে মেয়েরা এসেছেন তাঁদের হাতের তৈরি পশরা নিয়ে ৷ রয়েছে হাতে তৈরি কাগজের ব্যাগ আর বনপুলকের মালোহার সম্প্রদায়ের পিতলের মূর্তি ৷ 'কলিকাতা স্প্রিং' শীর্ষক এই প্রদর্শনীটি চলবে 12 মার্চ অবধি ৷ প্রদর্শনীর উদ্বোধনে হাজির ছিলেন নয়নতারা পাল চৌধুরী, সন্দীপ বক্সি, জয় সরকার, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, জিনিয়া সেন এবং সায়ন্তনী গুহঠাকুরতা ৷
প্রদর্শনী উদ্বোধনে এসে শিবপ্রসাদ বললেন, "এই ধরনের শিল্পনির্ভর উৎসবকে কলকাতার বাইরে এমনকী দেশের বাইরে নিয়ে যেতে হবে ৷" এসেছিলেন সুরকার জয় সরকার ৷ তিনি বলেন, "শিল্পীদের সম্মেলন, ভাস্কর্য আর পারফর্মিং আর্ট এ ভাবে এক জায়গায় বার বার আসা উচিত" ৷ অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা বললেন, "যে আলো মুখ পিছিয়ে আছে তাদের হাতটা আমাদের ধরতে হবে ৷ তাদের এগিয়ে নিয়ে যেতে হবে ৷" ভবানীপুরের 72 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ বক্সি বেঙ্গল ঘরানা এবং কারুর সম্মিলিত উদ্যোগকে সাধুবাদ জানালেন ৷
শীত শেষে বসন্তে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে রাজ্য জুড়ে। আর কলকাতাতে তো বটেই। এবারও তাঁর অন্যথা হয়নি তিলোত্তমায়। শহরের এই প্রান্ত থেকে সেই প্রান্তে নানা ধরনের অনুষ্ঠান হয়ে চলেছে রোজ । সেই তালিকায় যুক্ত হল 'কলিকাতা স্প্রিং' । আর এই রঙিন অনুষ্ঠানকে ঘিরে তারকার মেলা বসল উৎসবের শহরে ।
আরও পড়ুন: বিশ্বভারতীতে 12টি দেশের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী