কলকাতা, 1 জানুয়ারি : পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় মূলত বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ ,পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে । তবে 2 তারিখ থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি শুরু হবে । অন্যদিকে উত্তরবঙ্গের সিকিম ও দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে ।
উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস আসছে । পাশাপাশি সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে এ রাজ্যে । এই দুয়ের সংস্পর্শেই মেঘ তৈরি হচ্ছে । তার জেরেই বৃষ্টি হবে । আগামী 4 তারিখ পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা । 5 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তারপর থেকেই ফের তাপমাত্রার পারদ কমতে শুরু করবে ।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 48 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি ।