কলকাতা, 26 জুন: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় । কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ ও দু-এক পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ষা কবলে রাজ্য, তাই রাজ্যজুড়েই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অর্থাৎ গরমের অস্বস্তি থাকবে। তবে আগামী দুই থেকে তিনদিনে তাপমাত্রা কিছুটা নামতে পারে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আজ নিম্নচাপে পরিণত হবে। সৃষ্ট হওয়া এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় গতকাল, রবিবার, আজ এবং আগামিকাল মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিনদিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নেমে গিয়েছ কয়েকটি জেলায়।
বৃষ্টি হওয়ায় দিন ও রাতের দুই তাপমাত্রাই কমতে শুরু করবে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। মঙ্গলবার ও বুধবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি বৃষ্টি হবে। গত সাতদিনের মতো না-হলেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। কলকাতায় রবিবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সারাদিন ধরেই হয়েছে। আর্দ্রতাজনিত গরমের কারণে অস্বস্তি ছিল। তবে তা প্রাণান্তকর কখনই ছিল না। বৃষ্টির কারণে আগামী দু'দিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে।
তাপমাত্রার পরিসংখ্যান বলছে, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95 শতাংশ। আজ সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি এবং 31 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: আজ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে মিথুনের, বাকিদের ভাগ্যে কী আছে