ETV Bharat / state

West Bengal Weather Report: দুর্যোগের ঘনঘটা! ঝড়-বৃষ্টি আর ক'দিন? জানাল হাওয়া অফিস - তাপমাত্রা

উইকেন্ডে ঝড়-বৃষ্টি ৷ যার জেরে গরমের অস্বস্তি অনেকটাই কমেছে। আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে বঙ্গজুড়ে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 7:31 AM IST

Updated : Apr 1, 2023, 7:51 AM IST

ঝড়বৃষ্টি আর কদিন জানাল হাওয়া অফিস

কলকাতা, 1 এপ্রিল: মেঘলা আকাশ সঙ্গে দমকা হাওয়া। বাড়তে থাকা চৈত্রের গরমে হঠাৎ রাশ। তবে নতুন সপ্তাহে গরম ফিরবে তার পরিচিত চেহারায়। আপাতত সপ্তাহের শেষ দু'টো দিন বৃষ্টিস্নাত। শুক্রবার দিনভর বাংলাজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। রাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এককথায় চৈত্র মাসে বৃষ্টিভেজা আবহ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, দক্ষিণবঙ্গে আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দু'দিন ধরে এই পরিস্থিতি বজায় রয়েছে এবং থাকবে।

তাঁর কথায়, আগামিকাল অর্থাৎ রবিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আগামী পরশু অর্থাই সোমবার থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আকাশ। কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল পর্যন্ত তাপমাত্রা খুব একটা বাড়বে না। সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে। আজ ও আগামিকাল কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রি সেলিসায়ের নীচে থাকবে। আগামিকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভবনা।

আরও পড়ুন: আজ এপ্রিল ফুল, ভাগ্য়ের কাছে বোকা বনবেন না তো ?

শুক্রবার কলকাতা এবং তার অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88 শতাংশ। গত 24 ঘণ্টায় 8.8 আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকালে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।

ঝড়বৃষ্টি আর কদিন জানাল হাওয়া অফিস

কলকাতা, 1 এপ্রিল: মেঘলা আকাশ সঙ্গে দমকা হাওয়া। বাড়তে থাকা চৈত্রের গরমে হঠাৎ রাশ। তবে নতুন সপ্তাহে গরম ফিরবে তার পরিচিত চেহারায়। আপাতত সপ্তাহের শেষ দু'টো দিন বৃষ্টিস্নাত। শুক্রবার দিনভর বাংলাজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হয়েছে। রাতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এককথায় চৈত্র মাসে বৃষ্টিভেজা আবহ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলছেন, দক্ষিণবঙ্গে আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু উপকূলের জেলা দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধুমাত্র জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত দু'দিন ধরে এই পরিস্থিতি বজায় রয়েছে এবং থাকবে।

তাঁর কথায়, আগামিকাল অর্থাৎ রবিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আগামী পরশু অর্থাই সোমবার থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আকাশ। কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল পর্যন্ত তাপমাত্রা খুব একটা বাড়বে না। সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে। আজ ও আগামিকাল কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রি সেলিসায়ের নীচে থাকবে। আগামিকাল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভবনা।

আরও পড়ুন: আজ এপ্রিল ফুল, ভাগ্য়ের কাছে বোকা বনবেন না তো ?

শুক্রবার কলকাতা এবং তার অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88 শতাংশ। গত 24 ঘণ্টায় 8.8 আট মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ সকালে আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Apr 1, 2023, 7:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.