ETV Bharat / state

West Bengal Weather Update: বেলাশেষের ঠান্ডায় বঙ্গে শীতের বিদায় বার্তা, আগামী সপ্তাহে চড়বে পারদ - কলকাতার আবহাওয়া

শীত চলে যাওয়ার আগে শেষ কামড় । পারদ পতন হলেও সকালে কিংবা রাতে তেমন একটা ঠান্ডা অনুভব হচ্ছে না ৷ হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া প্রবেশের ফলে তাপমাত্রা নীচে নামছে (West Bengal Weather Report) ।

West Bengal Weather Update
আবহাওয়া
author img

By

Published : Feb 5, 2023, 6:44 AM IST

Updated : Feb 5, 2023, 7:03 AM IST

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানান রাজ্যজুড়ে এখন শেষ দফার শীত চলছে

কলকাতা, 5 ফেব্রুয়ারি: শীত তার বিদায়বেলার ইনিংসে দাপুটে ব্যাটিং করতে ব্যর্থ । বদলে তাপমাত্রার উপর নীচে কখনও ঠান্ডা, কখনও গরমের অনুভূতি । এককথায় ধারাবাহিকতার অভাব । আবহাওয়া দফতর জানিয়েছে, এভাবে শীত শেষ দফার ঠান্ডা দিয়ে বিদায় নেবে (West Bengal Weather Forecast) ।

এখন উত্তুরে হাওয়ার সঙ্গে রাজ্যে ফিরেছে শীতের আমেজ । তবে ইনিংস লম্বা হবে না । শনিবার তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি নেমেছে । শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস । শনিবার তা আরও কমে হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ।

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানান, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের ফলে তাপমাত্রা নীচে নামছে । দুই থেকে তিন দিনের মধ্যে 5 ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে । শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি । জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রিতে নামতে পারে । সোমবার পর্যন্ত এরকমই থাকবে । সিকিম এবং উত্তরবঙ্গের দার্জিলিং- এই দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । অন্য জেলাগুলিতে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে । মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে ৷ দিনের আর রাত্রের তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে 18 থেকে 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা আছে । তাই রাজ্যজুড়ে এখন শেষ দফার শীত চলছে ।

আরও পড়ুন: মেষ রাশি তার জাতক-জাতিকাদের আজ স্বাস্থ্যের যত্ন নিতে বলছে, আপনার রাশি কী বলছে ?

তিনি আরও জানান, পরবর্তী দু'দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং তারও পরে তিনদিনের জন্য 2-4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে । সকালের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় কুয়াশা থাকবে । তবে বেলা বাড়লেই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না । আগামিকাল ও তার পরদিন জেলাগুলিতে একটি বা দু'টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ।

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানান রাজ্যজুড়ে এখন শেষ দফার শীত চলছে

কলকাতা, 5 ফেব্রুয়ারি: শীত তার বিদায়বেলার ইনিংসে দাপুটে ব্যাটিং করতে ব্যর্থ । বদলে তাপমাত্রার উপর নীচে কখনও ঠান্ডা, কখনও গরমের অনুভূতি । এককথায় ধারাবাহিকতার অভাব । আবহাওয়া দফতর জানিয়েছে, এভাবে শীত শেষ দফার ঠান্ডা দিয়ে বিদায় নেবে (West Bengal Weather Forecast) ।

এখন উত্তুরে হাওয়ার সঙ্গে রাজ্যে ফিরেছে শীতের আমেজ । তবে ইনিংস লম্বা হবে না । শনিবার তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি নেমেছে । শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস । শনিবার তা আরও কমে হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে ।

হাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানান, এই মুহূর্তে রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশের ফলে তাপমাত্রা নীচে নামছে । দুই থেকে তিন দিনের মধ্যে 5 ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে । শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি । জেলাগুলিতে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রিতে নামতে পারে । সোমবার পর্যন্ত এরকমই থাকবে । সিকিম এবং উত্তরবঙ্গের দার্জিলিং- এই দুই জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । অন্য জেলাগুলিতে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে । মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে ৷ দিনের আর রাত্রের তাপমাত্রা দুই ডিগ্রি বেড়ে 18 থেকে 19 ডিগ্রির কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা আছে । তাই রাজ্যজুড়ে এখন শেষ দফার শীত চলছে ।

আরও পড়ুন: মেষ রাশি তার জাতক-জাতিকাদের আজ স্বাস্থ্যের যত্ন নিতে বলছে, আপনার রাশি কী বলছে ?

তিনি আরও জানান, পরবর্তী দু'দিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না এবং তারও পরে তিনদিনের জন্য 2-4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে । সকালের দিকে কলকাতা-সহ কয়েকটি জেলায় কুয়াশা থাকবে । তবে বেলা বাড়লেই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না । আগামিকাল ও তার পরদিন জেলাগুলিতে একটি বা দু'টি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ।

Last Updated : Feb 5, 2023, 7:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.