কলকাতা, 3 ফেব্রুয়ারি: গত দু'দিন ধরে মিলেছে শীতের প্রত্যাবর্তনের ইঙ্গিত। ফলে বিদায়বেলায় শীতের একটা ছোট্ট স্পেলের দেখা মিলতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঠান্ডা উত্তুরে হাওয়ার হাত ধরে সে প্রমাণ করিয়াছে বিদায় নেয় নাই, ফিরিয়া আসিয়াছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো লক্ষ্মীবার থেকে বাতাসে ঠান্ডার শিরশিরানি। যা গত কয়েকদিন ধরেই বেপাত্তা (West Bengal Weather Forecast) ।
দেখে মনে হয়েছিল মাঘের মধ্যভাগে বিদায় শীত, বসন্ত এসে গিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরুতেই শীতের একটা ছোট্ট স্পেল দেখবে বঙ্গবাসী। ফলে এখনই লেপ-কম্বল, সোয়েটার তুলে দেওয়ার সময় আসেনি। বৃহস্পতিবার থেকেই ফের শীতের আমেজ উপভোগ করার সুযোগ পাবে রাজ্যবাসী। তবে, এই শীতের মেয়াদ ঠিক কতদিন, তা এখনও স্পষ্ট করে বলেনি আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু পারদ ফের নামতে শুরু করেছে। গত দু'দিনের মেঘলা আকাশ এখন রৌদ্রজ্বল। ফলে পারদ প্রায় তিন ডিগ্রি নামল। যদিও তা স্বাভাবিকের চেয়ে এখনও এক ডিগ্রি বেশি। আগামী 48 ঘণ্টায় পারদ আরও নামবে। 6 ফেব্রুয়ারি সোমবার থেকে পারদ চড়বে। আগামী 9 ফেব্রুয়ারি থেকে পুনরায় পারদ পতন হয়ে বঙ্গ থেকে বিদায় নেবে শীত।
আরও পড়ুন: প্রিয়জনের সঙ্গে স্মরণীয় সন্ধ্যা কাটবে মিথুনের জাতক-জাতিকাদের, আপনার ভাগ্যে কী রয়েছে ?
বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16. 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 87 শতাংশ। শুক্রবার দিনেরবেলা আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ নামবে। আগামী 48 ঘণ্টায় দুই থেকে চার ডিগ্রি পারদ নামতে পারে পাহাড়ে। জেলায় কুয়াশার দাপট থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পারদ পতনের এই ওঠানামায় ঠান্ডা কম বেশি চলবে। এভাবেই শীত বিদায় নেবে। সেই বিদায়ক্ষণ কবে তা নির্দিষ্ট করে বলছে না হাওয়া অফিস। তবে তা যে দূরেও নয় বোঝা যাচ্ছে ।