ETV Bharat / state

মরশুমের শীতলতম দিন দেখল তিলোত্তমা! পৌষের শুরুতেই আরও নামবে পারদ - ঠান্ডা

WB Weather Update for Today: এমনিতেই রাজ্যজুড়ে দাপট দেখাচ্ছে শীত। পৌষ মাসের শুরুতে পারদ আরও নামার সম্ভাবনা ৷ হাওরা অফিসের পূর্বাভাস বলছে, অগ্রহায়ণের শেষ ভাগে শীত তার যে মারকাটারি ইনিংস শুরু করেছে পৌষ মাসে তা আরও বাড়বে। এদিকে আগামী বুধবার অর্থাৎ 22 তারিখ পর পশ্চিমী ঝঞ্ঝা ফের দুর্যোগ বয়ে নিয়ে আসতে পারে বলে অনুমান আলিপুর দফতরের ৷

ফাইল ছবি
WB Weather Update
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 6:56 AM IST

Updated : Dec 16, 2023, 11:07 AM IST

কলকাতা, 16 ডিসেম্বর: নিম্নচাপ সরে যেতেই এখন বাংলাজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছিল। বুধবার তা আরও কমে হল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মরশুমের শীতলতম দিন। এমনিতেই স্বাভাবিকের নীচে তাপমাত্রার এই অবস্থান শীতের দাপুটে উপস্থিতিরই ইঙ্গিত দেয়। আগামী পরশু, সোমবার থেকে পৌষমাস শুরু হচ্ছে। হাওয়া অফিস মনে করছে যেভাবে অগ্রহায়ণের শেষ ভাগে শীত তার মারকাটারি ইনিংস শুরু করেছে তাতে পৌষ মাসে ঠান্ডার দাপট বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাত্তয়াবিদরা বলছেন, আগামী 20 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে রাতের তাপমাত্রা পারদ আরও নামতে শুরু করবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে জমিয়ে শীতের আবহের মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির ইঙ্গিত মিলছে। আগামী 22 তারিখের পর পশ্চিমী ঝঞ্ঝা ফের দুর্যোগ বয়ে নিয়ে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনই তা নিয়ে পূর্বাভাস দিতে অবশ্য নারাজ হাওয়া অফিস। বদলে পরিস্থিতির উপর নজর রাখতে চান।

পশ্চিমী ঝঞ্ঝা যদি ফের আসে তাহলে শীত কমবে। আবার ঝঞ্ঝা কেটে গেলে ঠান্ডা বাড়বে। কারণ সেক্ষেত্রে ঠান্ডা হাওয়া বাধা কাটিয়ে ফের ঢুকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা এখন নীচের দিকে। উপরের পাঁচটি জেলায় ঠান্ডার কামড় যথেষ্ট। দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা এতটাই নেমেছে যে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। হালকা বৃষ্টিও হয়েছে। সবমিলিয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটি জায়গাতেই শীতের স্পেল চলছে জমিয়ে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ মোটের উপর রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. দার্জিলিংয়ে তুষারপাত, বঙ্গে আরও নামবে তাপমাত্রা; রাজ্যের শীতভাগ্যে আশা দেখছে হাওয়া অফিস
  2. প্রেমের জীবন ভালোই কাটবে মেষের, বাকিদের ভাগ্যে কী আছে জেনে নিন রাশিফলে
  3. শীতে শুষ্ক হয়ে যায় ত্বক, জেনে নিন নরম করার সহজ উপায়

কলকাতা, 16 ডিসেম্বর: নিম্নচাপ সরে যেতেই এখন বাংলাজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছিল। বুধবার তা আরও কমে হল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মরশুমের শীতলতম দিন। এমনিতেই স্বাভাবিকের নীচে তাপমাত্রার এই অবস্থান শীতের দাপুটে উপস্থিতিরই ইঙ্গিত দেয়। আগামী পরশু, সোমবার থেকে পৌষমাস শুরু হচ্ছে। হাওয়া অফিস মনে করছে যেভাবে অগ্রহায়ণের শেষ ভাগে শীত তার মারকাটারি ইনিংস শুরু করেছে তাতে পৌষ মাসে ঠান্ডার দাপট বাড়বে।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাত্তয়াবিদরা বলছেন, আগামী 20 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে রাতের তাপমাত্রা পারদ আরও নামতে শুরু করবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে জমিয়ে শীতের আবহের মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির ইঙ্গিত মিলছে। আগামী 22 তারিখের পর পশ্চিমী ঝঞ্ঝা ফের দুর্যোগ বয়ে নিয়ে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনই তা নিয়ে পূর্বাভাস দিতে অবশ্য নারাজ হাওয়া অফিস। বদলে পরিস্থিতির উপর নজর রাখতে চান।

পশ্চিমী ঝঞ্ঝা যদি ফের আসে তাহলে শীত কমবে। আবার ঝঞ্ঝা কেটে গেলে ঠান্ডা বাড়বে। কারণ সেক্ষেত্রে ঠান্ডা হাওয়া বাধা কাটিয়ে ফের ঢুকবে। উত্তরবঙ্গেও তাপমাত্রা এখন নীচের দিকে। উপরের পাঁচটি জেলায় ঠান্ডার কামড় যথেষ্ট। দার্জিলিং, কালিম্পংয়ে তাপমাত্রা এতটাই নেমেছে যে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়েছে। হালকা বৃষ্টিও হয়েছে। সবমিলিয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটি জায়গাতেই শীতের স্পেল চলছে জমিয়ে ৷

শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ মোটের উপর রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি এবং 14 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. দার্জিলিংয়ে তুষারপাত, বঙ্গে আরও নামবে তাপমাত্রা; রাজ্যের শীতভাগ্যে আশা দেখছে হাওয়া অফিস
  2. প্রেমের জীবন ভালোই কাটবে মেষের, বাকিদের ভাগ্যে কী আছে জেনে নিন রাশিফলে
  3. শীতে শুষ্ক হয়ে যায় ত্বক, জেনে নিন নরম করার সহজ উপায়
Last Updated : Dec 16, 2023, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.