ETV Bharat / state

'মিধিলি'র প্রভাবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather Update: শনিবার সকালে মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ অনেকটাই দুর্বল হয়েছে ৷ তবে এর প্রভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যদিও রবিবার থেকে বঙ্গে মেঘমুক্ত আকাশ দেখা যেতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

ফাইল ছবি
Cyclone Midhili
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 9:19 AM IST

কলকাতা, 18 নভেম্বর: দক্ষিণবঙ্গে দু'দিন মেঘলা, হালকা বৃষ্টি চলবে ৷ সৌজন্যে ঘূর্ণিঝড় মিধিলি। বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড়টি সৃষ্ট হলেও তা এপার বাংলার বদলে ওপার বাংলায় আছড়ে পড়েছে। ফলে ঘূর্ণিঝড়ের কোপ থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধে নাগাদ ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। শনিবার সকালে মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়েছে ৷ সেটি এখন পূর্ব-দক্ষিণপূর্ব আগরতলা থেকে 50 কিলোমিটার এবং শিলচরের দক্ষিণ-পশ্চিমে 160 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ৷

আগামী ছ'ঘণ্টায় তা আরও দুর্বল হবে ৷ তারপর তা অসম, মিজোরাম ও ত্রিপুরার কাছে নিম্নচাপ এলাকা তৈরি করবে ৷ যেহেতু ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব রয়েছে তাই কলকাতা, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবার কোথাও আকাশ থাকবে মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়াী, রবিবার থেকে বঙ্গে মেঘ সরতে শুরু করবে। প্রবেশ করবে উত্তুরে হাওয়া এবং ধীরে ধীরে পারদ নামবে। তবে 20 এবং 21 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সামান্য বৃষ্টি হতে পারে।

  • Deep Depression (remnant of Cyclonic Storm “Midhili”) over Tripura & adjoining Bangladesh weakened into a Depression and about 50 km east-southeast of Agartala and 160 km southwest of Silchar. To weaken into a WML over south Assam & adjoining Mizoram-Tripura during next 06 hours pic.twitter.com/5MAFPXa8c0

    — India Meteorological Department (@Indiametdept) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি হয়েছে। কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে, আজ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে৷

আরও পড়ুন:

  1. আজকের দিনটা আনন্দে কাটবে মিথুনের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?
  2. জগদ্ধাত্রী পুজো প্রস্তুতির শেষ পর্যায়ে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি, দুশ্চিন্তায় চন্দননগরের উদ্যোক্তারা
  3. আকাশে দুর্যোগের মেঘ, ট্রলার বন্দরে ফেরায় রোজগার নিয়ে দুশ্চিন্তায় মৎস্যজীবীরা

কলকাতা, 18 নভেম্বর: দক্ষিণবঙ্গে দু'দিন মেঘলা, হালকা বৃষ্টি চলবে ৷ সৌজন্যে ঘূর্ণিঝড় মিধিলি। বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড়টি সৃষ্ট হলেও তা এপার বাংলার বদলে ওপার বাংলায় আছড়ে পড়েছে। ফলে ঘূর্ণিঝড়ের কোপ থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধে নাগাদ ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। শনিবার সকালে মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়েছে ৷ সেটি এখন পূর্ব-দক্ষিণপূর্ব আগরতলা থেকে 50 কিলোমিটার এবং শিলচরের দক্ষিণ-পশ্চিমে 160 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ৷

আগামী ছ'ঘণ্টায় তা আরও দুর্বল হবে ৷ তারপর তা অসম, মিজোরাম ও ত্রিপুরার কাছে নিম্নচাপ এলাকা তৈরি করবে ৷ যেহেতু ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব রয়েছে তাই কলকাতা, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবার কোথাও আকাশ থাকবে মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়াী, রবিবার থেকে বঙ্গে মেঘ সরতে শুরু করবে। প্রবেশ করবে উত্তুরে হাওয়া এবং ধীরে ধীরে পারদ নামবে। তবে 20 এবং 21 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সামান্য বৃষ্টি হতে পারে।

  • Deep Depression (remnant of Cyclonic Storm “Midhili”) over Tripura & adjoining Bangladesh weakened into a Depression and about 50 km east-southeast of Agartala and 160 km southwest of Silchar. To weaken into a WML over south Assam & adjoining Mizoram-Tripura during next 06 hours pic.twitter.com/5MAFPXa8c0

    — India Meteorological Department (@Indiametdept) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টি হয়েছে। কোথাও ভারী বৃষ্টিও হয়েছে। তবে, আজ কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86 শতাংশ। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে৷

আরও পড়ুন:

  1. আজকের দিনটা আনন্দে কাটবে মিথুনের, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?
  2. জগদ্ধাত্রী পুজো প্রস্তুতির শেষ পর্যায়ে ঝড়-বৃষ্টির ভ্রুকুটি, দুশ্চিন্তায় চন্দননগরের উদ্যোক্তারা
  3. আকাশে দুর্যোগের মেঘ, ট্রলার বন্দরে ফেরায় রোজগার নিয়ে দুশ্চিন্তায় মৎস্যজীবীরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.