কলকাতা, 30 অক্টোবর: বর্ষা বিদায় নিলেও তার ফেলে যাওয়া মেঘ ঢেকে রাখছে রাজ্যের আকাশকে। তাতে বৃষ্টির বার্তা নেই। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণ এবং উত্তরবঙ্গে। শুধু প্রকৃতি নয়, শুষ্কতা অনুভূত হচ্ছে ত্বকেও । মেঘ সরলে শীত শীত ভাবটা আরও জমিয়ে অনুভূত হবে ।
আপাতত আরও ক'টা দিন হালকা ঠান্ডার অনুভূতিতেই শীতের অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। পরিযায়ী পাখিরা উষ্ণতার খোঁজে যাত্রা শুরু করেছে। শারদ আনন্দ শেষে বঙ্গের মানুষ ক্রিকেট বিশ্বকাপের আঁচ পোহাচ্ছে। মঙ্গলবার ফের ইডেনে খেলা। নরম রোদে গা সেঁকে সন্ধ্যার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বাইশ গজের যুদ্ধের আনন্দে মেতে উঠতে তৈরি ক্রীড়াপ্রেমীরা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিশ্বকাপের আনন্দে বৃষ্টি বাধা হবে না।
শুধু ক্রিকেট নয়, আসন্ন দীপাবলীর উৎসবেও হালকা ঠান্ডা মজিয়ে রাখবে জনজীবনকে। এই মুহূর্তে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শহর কলকাতার রাতের তাপমাত্রা ইতিমধ্যে 25 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে অনেকটাই কম রয়েছে। কখনও কখনও তা 20 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেও চলে যাচ্ছে। জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। ফলে সেখানে ঠান্ডার আমেজটা ভালোভাবে অনুভূত হচ্ছে ।
রাত এবং ভোরের দিকে হালকা একটা জামা গায়ে দিলে অস্বস্তি হচ্ছে না । পাখা বন্ধ রাখলেও ঘামতে হচ্ছে না। রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রাই ছিল স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 93 শতাংশ। আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 22 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : কর্মব্যস্ততার প্রথম দিনে ভাগ্য কী সুপ্রসন্ন থাকবে আজ ?