কলকাতা, 26 অগস্ট: রাজ্যজুড়ে শ্রাবণের চেনা ধারাস্নানের দেখা শেষমেশ মিলল ভাদ্রে। রাজ্যজুড়েই চলছে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বেশি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আজ, শনিবারও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর জল ঢুকে পড়েছে শহরে। নিচু এলাকায় করলা নদীর জল করে বানভাসি কয়েকশো পরিবার। উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। কিন্তু রাজ্যজুড়ে টানা বৃষ্টিতে ঘাটতি কি পূরণ হল?
আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই বৃষ্টিতে ঘাটতি কিছুটা কমবে। তবে স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমেছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
- হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাসের নির্যাস হল-
মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গে সক্রিয়। পাশাপাশি বাংলাদেশ তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে আজ এবং আগামিকাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ভূমিধস নামতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড়ে দৃশ্যমানতা কমবে।
গত 24 ঘণ্টায় উত্তরবঙ্গের মাটিগাড়াতে 270 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং শিলিগুড়িতে 210 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝালং ও চম্পাসারিতে 200 মিলিমিটার এবং দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গাজোলডোবা ও জলপাইগুড়িতে 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে। লাভাতে 130 মিলিমিটার এবং কালিম্পংয়ে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং জেলায় আদ 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণবঙ্গে গত দু'দিন ধরেই মেঘলা আকাশ। আগামী 24 ঘণ্টা কার্যত বৃষ্টিমুখর দিন। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে তাপমাত্রা।
শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27. 5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 75.2 মিলিমিটার। শনিবার দিনের আকাশ মেঘলা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: ফুঁসছে করলা নদী! ঘর ছেড়ে ফ্লাড শেল্টারে আশ্রয় শতাধিক পরিবারের