কলকাতা, 8 অক্টোবর: কাটছে মেঘ, কমছে বৃষ্টি, বাড়ছে রোদের তাপ। শরতের আলোকজ্বল আকাশে পেঁজা তুলোর মতো মেঘের আনাগোনায় বর্ষা বিদায়ের ইঙ্গিত বহন করছে। আলিপুর আবহাওয়া দফতরও সেই ইঙ্গিতই দিচ্ছে। সাধারণত বাংলা থেকে বর্ষা বিদায় নেয় 10 অক্টোবরের আশপাশে। এবার সেই প্রক্রিয়ায় খানিকটা দেরি হতে পারে। বর্ষা বিদায় ধীরলয়ে হলেও তা মহালয়ার আগে হয়ে যাবে বলে মনে করছে হাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকে বৃষ্টি সেভাবে হয়নি। বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা হলেও তা উল্লেখের দাবি রাখে না। নিম্নচাপও দূরত্ব বাড়াচ্ছে। ফলে আবহাওয়াবিদরা বলছেন, বর্ষা বিদায় আসন্ন।
মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রত্যাহার হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে। তারপরই বাংলা থেকে বর্ষা বিদায়। আগামী চার থেকে পাঁচ দিন মূলত নাতিশীতোষ্ণ আবহাওয়া রাজ্যজুড়ে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, জানিয়েছে হাওয়া অফিস । আগামী 24 থেকে 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টি হলেও তবে তা কখনই ভারী কিংবা অতিভারী নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে সীমাবদ্ধ থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সব মিলিয়ে বর্ষা বিদায়ের জোরালো ইঙ্গিত মিলতে শুরু করেছে।
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ। রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। বৃষ্টির পূর্বাভাস সেভাবে নেই। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: কর্কটের আর্থিক উন্নতি, বাকিদের ভাগ্যে কি আছে জানতে পড়ুন রাশিফল