কলকাতা, 21 জুন: পূর্বাভাস থাকলেও রথের দিন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি । বর্ষা প্রবেশের 24 ঘণ্টা আগে বৃষ্টি হয়েছে ৷ আলিপুর আবহাওয়া অফিস আগেই বলেছে, আগামী 48 ঘণ্টার মধ্যে প্রভাব বাড়বে মৌসুমী বায়ুর । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় । উত্তরবঙ্গে বৃষ্টির মারকাটারি ইনিংসও চলবে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের প্রায় সবজেলাতেই ।
গতবছরের তুলনায় আরও একদিন পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মৌসুমী বায়ু । 19 জুন সোমবার বর্ষা ঢুকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশে । বাকি অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । 12 জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা মালদার উপরে আটকে ছিল 18 জুন পর্যন্ত । সাধারণত উত্তরবঙ্গে যে সময় বর্ষা প্রবেশ করে এ বছর তারও পাঁচ দিন পরে বর্ষার প্রবেশ করেছে । দক্ষিণবঙ্গের কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 11 জুন । কিন্তু এ বছর বর্ষা প্রবেশ করল স্বাভাবিকের প্রায় 8 দিন পর 19 জুন । পিছিয়ে প্রবেশ করে বর্ষা কি তার ঘাটতি মেটাতে পারবে ?
হাওয়া অফিস বলছে, আগামী 48 ঘণ্টায় উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে শুক্রবার থেকে দাপট কমলেও সপ্তাহজুড়েই উত্তরবঙ্গে কম-বেশি বৃষ্টি চলবে । আজ বুধবার 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অংশে । দার্জিলিং, কালিম্পং-সহ উপরের জেলাতেও অতিভারী বৃষ্টির পাশাপাশি ভূমিধসের আশঙ্কা থাকছে । চাষ আবাদের ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে । নিচু এলাকায় জল জমার শঙ্কা রয়েছে ।
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান এই চার জেলাতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই 24 পরগনা, কলকাতা ও দুই মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে । তবে বৃষ্টি হলে আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা একটু কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের । কলকাতায় মঙ্গলবার বৃষ্টি না হলেও আকাশে মেঘ ছিল । সেই কারণে অস্বস্তি ছিল এবং আজকেও তা কিছুটা থাকবে । আজ এবং আগামিকাল অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী চার পাঁচ দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ।
আরও পড়ুন: কোন কোন রাশির ভাগ্যে উত্থান, কাদের পতন ? কেমন কাটবে দিন
তাপমাত্রার পরিসংখ্যানের যে তালিকা আবহাওয়া অফিস প্রকাশ করেছে তাতে কোনও জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রির ঘরে প্রবেশ করেনি । উষ্ণতম স্থানের দৌড়ে প্রথম এবং দ্বিতীয় কলাইকুণ্ডা (39.6) ও ঝাড়গ্রাম(39.5)। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 1.9 বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 89 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার । আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 29 ডিগ্রির আশেপাশে থাকবে ।