কলকাতা, 18 জুন: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে । সেই ভয়ংকর হিংসার বলি হয়েছেন 6-7 জন সাধারণ মানুষ । যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে । রাজভবনের দ্বারস্থ হচ্ছেন অভিযোগ জানাতে । এমনকি রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনও করছেন । রাজ্যের এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশেই রাজভবনে 'পিস রুম' বা 'শান্তি কক্ষ' খোলা হল শনিবার ।
ক্যানিংয়ের হিংসা কবলিত স্থান পরিদর্শনের পর রাজভবনে ফিরে এদিন রাতেই এই শান্তি কক্ষ খোলার বিষয়ে নির্দেশ দেন রাজ্যপাল । গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে রাজভবনের তরফে এই বিষয়টি জানানো হয় ।
রাজভবনের বক্তব্য, সহিংসতা প্রভাবিত এলাকায় রাজ্যপালের ঘনঘন স্থান পরিদর্শনের ধারাবাহিকতায় এবং প্রাক-নির্বাচন বাংলায় অপরাধমূলক হুমকির বিষয়ে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত অসংখ্য প্রতিনিধিত্বের পরিপ্রেক্ষিতে, অভিযোগের প্রতিক্রিয়া জানাতে রাজভবনে একটি সাহায্য কক্ষ খোলা হয়েছে । ওই পিস রুমে জনসাধারণের জানানো অভিযোগের যথাযথ পদক্ষেপের জন্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে ।
আরও পড়ুন : বোস উপাধি নিলেই সুভাষচন্দ্র হওয়া যায় না, আনন্দের নিরপেক্ষতার প্রশ্নে আক্রমণ কল্যাণের
ইমেইল আইডির মাধ্যমেও পিস রুমে সমস্যা বা অভিযোগ জানানো যাবে । পিস রুমের ইমেল আইডি : OSD2w.b.governor@gmail.com । ইমেল না করে সরাসরি ফোন কলের মাধ্যমেও সমস্যা কথা বিস্তারিত জানতে পারবেন সাধারণ নাগরিকরা । হেল্প ডেস্ক নম্বর: 033-22001641 ।
ভোট হিংসা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বোসের স্পষ্ট বক্তব্য, "কোনওভাবেই হিংসা বরদাস্ত করা হবে না ৷ রাজ্যে কোনওরকম সমস্যা হলে তিনি মানুষের পাশে দাঁড়াবেন, প্রয়োজনে কড়া ব্যবস্থাও নেবেন ৷ যে কারণে এদিন ক্যানিংয়ে জেলা পুলিশ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল ।"
আরও পড়ুন : 'ভয়ঙ্কর অপসংস্কৃতির মুখোমুখি আমরা' মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের