ETV Bharat / state

রাজ্যের একাধিক জেলায় জঙ্গি মডিউল, রুখতে তৈরি হচ্ছে STF ওয়েস্ট বেঙ্গল - To combat terrorist modules

রাজ্যর একাধিক জায়গায় খোঁজ পাওয়া যাচ্ছে জঙ্গি মডিউল ৷ সেজন্য STF ওয়েস্ট বেঙ্গল তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Sep 6, 2019, 4:58 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণিত । জঙ্গিবিরোধী অভিযান হোক কিংবা হাওয়ালা কেলেঙ্কারি, ইতিমধ্যেই সাফল্য দেখিয়েছে কলকাতা পুলিশের STF । কিন্তু, তারপরও এরাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জঙ্গি মডিউল । তাই জঙ্গিদের এই বাড়বাড়ন্ত রুখতে এবার বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । তৈরি হচ্ছে STF ওয়েস্টবেঙ্গল । যা চলবে একটি পৃথক ডাইরেক্টরেটের অধীনে । CID-র পাশাপাশি কাজ করবে এই নতুন ডাইরেক্টরেট । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে । দ্রুত বাস্তবায়নের পথে পরিকল্পনা ।

সূত্রের খবর, কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের ইউনিটটি অবশ্য থেকেই যাচ্ছে । শুধু নাম পালটে যাবে । মাদক, জঙ্গিদমনের যে কাজ ওই ইউনিট করে থাকে তাই করবে । তবে স্পেশাল টাস্কফোর্স কাজ করবে আরও বড় আকারে । STF ওয়েস্ট বেঙ্গলের হেড কোয়ার্টার হতে চলেছে রিপন স্ট্রিটে । এই ডাইরেক্টরেটের দায়িত্বে থাকবেন IG পদমর্যাদার একজন অফিসার । তিনিই হবেন STF ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর । অতিথি হিসেবে থাকবেন দু'জন DIG এবং দু'জন SP পদমর্যাদার অফিসার । উত্তর এবং দক্ষিণবঙ্গে থাকবে আলাদা ইউনিট ।

2008 সাল । তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তৈরি করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । এই ইউনিটের দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে । জঙ্গি দমন থেকে শুরু করে মাওবাদী দমন, সাফল্যের সঙ্গে কাজ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । তবে সাম্প্রতিক অতীতে বুদ্ধগয়া বিস্ফোরণের পর্দা ফাঁস স্পেশাল টাস্কফোর্সের সবথেকে বড় সাফল্য । বর্তমান কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মার নেতৃত্বাধীন স্পেশাল টাস্কফোর্স বুদ্ধগয়া বিস্ফোরণের পাণ্ডাদের গ্রেপ্তার করে । STF-এর এই সাফল্য প্রশংসাও কুড়িয়েছিল ৷ সেই সূত্রেই সামনে আসে জামাত-উল-মুজাহিদিন সম্পর্কে একের পর এক তথ্য । খাগড়াগড় কাণ্ডের পর সামনে এনেছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সক্রিয়তা । আর বুদ্ধগয়া বিস্ফোরণের সূত্র ধরে সামনে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের ইন্ডিয়া চ্যাপ্টারের কথা । জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া । তারপর চলে একের পর এক ধরপাকড়।

গোয়েন্দা সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় মডিউল তৈরি করে ফেলেছে জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া । কয়েকটি জেলায় আবার তৈরি হয়েছে একাধিক মডিউল । গোয়েন্দা সূত্রে খবর, সামনে আসার পর স্বরাষ্ট্র দপ্তর চিন্তাভাবনা শুরু করে । তারপর আরও বড় আকারে স্পেশাল টাস্কফোর্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । রাজ্য পুলিশের অন্তর্ভুক্ত করা হবে এই ফোর্সকে।

কলকাতা, 6 সেপ্টেম্বর : যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণিত । জঙ্গিবিরোধী অভিযান হোক কিংবা হাওয়ালা কেলেঙ্কারি, ইতিমধ্যেই সাফল্য দেখিয়েছে কলকাতা পুলিশের STF । কিন্তু, তারপরও এরাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জঙ্গি মডিউল । তাই জঙ্গিদের এই বাড়বাড়ন্ত রুখতে এবার বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । তৈরি হচ্ছে STF ওয়েস্টবেঙ্গল । যা চলবে একটি পৃথক ডাইরেক্টরেটের অধীনে । CID-র পাশাপাশি কাজ করবে এই নতুন ডাইরেক্টরেট । নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে । দ্রুত বাস্তবায়নের পথে পরিকল্পনা ।

সূত্রের খবর, কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের ইউনিটটি অবশ্য থেকেই যাচ্ছে । শুধু নাম পালটে যাবে । মাদক, জঙ্গিদমনের যে কাজ ওই ইউনিট করে থাকে তাই করবে । তবে স্পেশাল টাস্কফোর্স কাজ করবে আরও বড় আকারে । STF ওয়েস্ট বেঙ্গলের হেড কোয়ার্টার হতে চলেছে রিপন স্ট্রিটে । এই ডাইরেক্টরেটের দায়িত্বে থাকবেন IG পদমর্যাদার একজন অফিসার । তিনিই হবেন STF ওয়েস্ট বেঙ্গলের ডিরেক্টর । অতিথি হিসেবে থাকবেন দু'জন DIG এবং দু'জন SP পদমর্যাদার অফিসার । উত্তর এবং দক্ষিণবঙ্গে থাকবে আলাদা ইউনিট ।

2008 সাল । তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তৈরি করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । এই ইউনিটের দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে । জঙ্গি দমন থেকে শুরু করে মাওবাদী দমন, সাফল্যের সঙ্গে কাজ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । তবে সাম্প্রতিক অতীতে বুদ্ধগয়া বিস্ফোরণের পর্দা ফাঁস স্পেশাল টাস্কফোর্সের সবথেকে বড় সাফল্য । বর্তমান কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মার নেতৃত্বাধীন স্পেশাল টাস্কফোর্স বুদ্ধগয়া বিস্ফোরণের পাণ্ডাদের গ্রেপ্তার করে । STF-এর এই সাফল্য প্রশংসাও কুড়িয়েছিল ৷ সেই সূত্রেই সামনে আসে জামাত-উল-মুজাহিদিন সম্পর্কে একের পর এক তথ্য । খাগড়াগড় কাণ্ডের পর সামনে এনেছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সক্রিয়তা । আর বুদ্ধগয়া বিস্ফোরণের সূত্র ধরে সামনে আসে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের ইন্ডিয়া চ্যাপ্টারের কথা । জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া । তারপর চলে একের পর এক ধরপাকড়।

গোয়েন্দা সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় মডিউল তৈরি করে ফেলেছে জামাত-উল-মুজাহিদিন ইন্ডিয়া । কয়েকটি জেলায় আবার তৈরি হয়েছে একাধিক মডিউল । গোয়েন্দা সূত্রে খবর, সামনে আসার পর স্বরাষ্ট্র দপ্তর চিন্তাভাবনা শুরু করে । তারপর আরও বড় আকারে স্পেশাল টাস্কফোর্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । রাজ্য পুলিশের অন্তর্ভুক্ত করা হবে এই ফোর্সকে।

Intro:কলকাতা, ৬ সেপ্টেম্বর: যোগ্যতা ইতিমধ্যেই প্রমাণিত। NIA, মুম্বই ATS সঙ্গে একযোগে উচ্চারিত হয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের নাম। জঙ্গিবিরোধী অভিযান হোক কিংবা হাওয়ালা কেলেঙ্কারি, ইতিমধ্যে সাফল্য দেখিয়েছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের নাম। কিন্তু তারপরেও এ রাজ্যের বিভিন্ন জেলায় তৈরি হয়ে গেছে জঙ্গি মডিউল। গোয়েন্দা সূত্রে খবর তেমনটাই। জঙ্গিদের এই বাড়বাড়ন্ত ঠেকাতে বিশেষ পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই সূত্রে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। তৈরি হচ্ছে ওয়েস্টবেঙ্গল STF। যা চলবে একটি পৃথক ডাইরেকটোরেটের অধীনে। সিআইডি পাশাপাশি কাজ করবে এই নতুন ডাইরেক্টরেট। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই হয়ে গেছে সিদ্ধান্ত। দ্রুত বাস্তবায়নের পথে পরিকল্পনা।
Body:বিশ্বস্ত সূত্রে খবর, কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের ইউনিটটি অবশ্য থেকেই যাচ্ছে। তাদের নাম শুধু পরিবর্তন হবে। মাদক,জঙ্গিদমনের যে কাজ ওই ইউনিট করে একই কাজ করবে তারা। তবে স্পেশাল টাস্কফোর্স কাজ করবে আরও বড় আকারে। ওয়েস্ট বেঙ্গল এস টি এফ এর হেড কোয়ার্টার হতে চলেছে রিপনস্ট্রিটে। এই ডাইরেক্টরের দায়িত্বে থাকবেন আইজি পদমর্যাদার একজন অফিসার। তিনিই হবেন ডিরেক্টর STF ওয়েস্ট বেঙ্গল। তার অতিথি থাকবেন দুজন ডিআইজি এবং দুজন এসপি পদমর্যাদার অফিসার। উত্তর এবং দক্ষিণ বঙ্গে থাকবে আলাদা ইউনিট। Conclusion:2008 সাল। তৎকালীন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তৈরি করেন কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এই ইউনিটের দায়িত্ব দেওয়া হয় রাজীব কুমারকে। জঙ্গি দমন থেকে শুরু করে মাওবাদী দমন, সাফল্যের সঙ্গে কাজ করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তবে সাম্প্রতিক অতীতে বুদ্ধগয়া বিস্ফোরণের পর্দা ফাঁস স্পেশাল টাস্কফোর্সের সবথেকে বড় সাফল্য। বর্তমান কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অপরাধ মুরলীধর শর্মার নেতৃত্বাধীন স্পেশাল টাস্কফোর্স NIA কে টপকে বুদ্ধগয়া বিস্ফোরণের পাণ্ডাদের গ্রেপ্তার করে। STF এর এই সাফল্য প্রশংসা কুড়ায় গোটা দেশে। সেই সূত্র ধরেই সামনে আসে জামাত-উল-মুজাহিদীনের একের পর এক তথ্য। খাগড়াগড় কান্ড সামনে এনেছিল জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের সক্রিয়তা। আর বুদ্ধগয়া বিস্ফোরণের সূত্র ধরে সামনে আসে জামাতুল মুজাহিদীন বাংলাদেশের ইন্ডিয়া চ্যাপ্টারের কথা। জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়া। তারপর একের পর এক ধরপাকড়।

গোয়েন্দা সূত্রে খবর, রাজ্যের বেশ কয়েকটি জেলায় মডিউল তৈরি করে ফেলেছে জামাত-উল-মুজাহিদীন ইন্ডিয়া। কয়েকটি জেলায় আবার তৈরি হয়েছে একাধিক মডিউল। গোয়েন্দা সূত্রে খবর সামনে আসার পর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর চিন্তাভাবনা শুরু করে। তারপর এই সিদ্ধান্ত হয় আরো বড় আকারে তৈরি করা হবে স্পেশাল টাস্কফোর্স। রাজ্য পুলিশের অন্তর্ভুক্তি করা হবে এই ফোর্সকে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.