ETV Bharat / state

TMC on Manipur Issue: মণিপুর ইস্যুতে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস - Abhishek Banerjee

TMC to protest Manipur on violence: মণিপুর ইস্যুতে পথে নামতে চলেছে তৃণমূল মহিলা কংগ্রেস ৷ একমাসের এই কর্মসূচি শুরু হবে আগামিকাল বুধবার ৷ কলকাতা থেকে শুরু হয়ে জেলায় জেলায় তা ছড়িয়ে পড়বে বলে জানিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

TMC on Manipur Issue:
TMC on Manipur Issue:
author img

By

Published : Jul 25, 2023, 2:17 PM IST

Updated : Jul 25, 2023, 3:09 PM IST

মণিপুর ইস্যুতে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস

কলকাতা, 25 জুলাই: মণিপুর ইস্যুতে এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা । এই নিয়ে এক মাসব্যাপী সভা ও মিছিলের কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস । আগামিকাল বুধবার কলকাতায় এই কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

এ দিন এই কর্মসূচি নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মণিপুর নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটা অভাবনীয় । দলমত নির্বিশেষে মহিলারা এই ঘটনার প্রতিবাদ করছে । মহিলা সংগঠন হিসাবে আমাদের এই নিয়ে একটা বড় প্রতিবাদ রয়েছে । আর সেই কারণেই আগামিকাল থেকে জেলায় জেলায় এই নিয়ে প্রতিবাদ হবে । আমরা সমস্ত ঘটনাবলীর উপর নজর রাখছি ।’’

প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এবার এই নিয়ে এক মাসব্যাপী কর্মসূচির কথা ঘোষণা করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এ দিন তিনি জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার কলকাতা থেকেই মণিপুর নিয়ে প্রতিবাদ শুরু হবে । প্রথম দিন কলকাতার রাজপথে নামবে মহিলা তৃণমূল কংগ্রেস ৷ দুপুর 3টে নাগাদ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হবে ৷

আরও পড়ুন: মণিপুরে হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার সিদ্ধান্ত

একই সঙ্গে এ দিন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের দাবি মেনে নিয়ে মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি না দেওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে ।

মণিপুর ইস্যুতে পথে নামছে তৃণমূল মহিলা কংগ্রেস

কলকাতা, 25 জুলাই: মণিপুর ইস্যুতে এবার ময়দানে নামছে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা । এই নিয়ে এক মাসব্যাপী সভা ও মিছিলের কর্মসূচি নিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস । আগামিকাল বুধবার কলকাতায় এই কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷

এ দিন এই কর্মসূচি নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘মণিপুর নিয়ে যে ঘটনা ঘটেছে, সেটা অভাবনীয় । দলমত নির্বিশেষে মহিলারা এই ঘটনার প্রতিবাদ করছে । মহিলা সংগঠন হিসাবে আমাদের এই নিয়ে একটা বড় প্রতিবাদ রয়েছে । আর সেই কারণেই আগামিকাল থেকে জেলায় জেলায় এই নিয়ে প্রতিবাদ হবে । আমরা সমস্ত ঘটনাবলীর উপর নজর রাখছি ।’’

প্রসঙ্গত, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

এবার এই নিয়ে এক মাসব্যাপী কর্মসূচির কথা ঘোষণা করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এ দিন তিনি জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ বুধবার কলকাতা থেকেই মণিপুর নিয়ে প্রতিবাদ শুরু হবে । প্রথম দিন কলকাতার রাজপথে নামবে মহিলা তৃণমূল কংগ্রেস ৷ দুপুর 3টে নাগাদ দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থেকে এই মিছিল শুরু হবে ৷

আরও পড়ুন: মণিপুরে হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার সিদ্ধান্ত

একই সঙ্গে এ দিন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের দাবি মেনে নিয়ে মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিবৃতি না দেওয়া পর্যন্ত এই প্রতিবাদ চলবে ।

Last Updated : Jul 25, 2023, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.