ETV Bharat / state

সন্দেশখালির ঘটনা বিজেপির উস্কানির প্রভাবে হয়েছে, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের - attack on ED team

Kunal Ghosh: সন্দেশখালিতে ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার ঘটনার দায় বিজেপির উপরই চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, বিজেপির ক্রমাগত উস্কানির জেরেই এই ঘটনা ঘটেছে ৷

kunal Ghosh
kunal Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 12:22 PM IST

Updated : Jan 5, 2024, 12:47 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ পুরো ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ৷ তাঁর দাবি, বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের হয়রানি করছে ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে ৷

উল্লেখ্য, শুক্রবার সকালে সন্দেশখালি 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ রেশন দুর্নীতিতে ওই অভিযান ছিল ৷ অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছাতেই ওই তৃণমূল নেতার অনুগামীরা ইডি-র দলের উপর হামলা চালায় ৷

এ দিন সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তার পর এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি-সহ বিরোধীরা এই ঘটনার সমালোচনায় সরব হয় ৷ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে বিঁধতে শুরু করেন বিরোধী নেতারা ৷ তার পর এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

  • #WATCH | Kolkata: On an attack on the ED team in West Bengal, TMC leader Kunal Ghosh says, "What happened in Sandeskhali was an effect of provocation. In West Bengal, central agencies and forces on the instructions of the BJP are going to the residence of one or the other TMC… pic.twitter.com/a6rU44OFkJ

    — ANI (@ANI) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "সন্দেখালিতে যা ঘটেছে, তা ছিল উসকানির প্রভাব । পশ্চিমবঙ্গে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থা ও বাহিনী এক বা অন্য তৃণমূল নেতা বা কর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, নেতিবাচক বক্তব্য ছড়াচ্ছে ও মানুষকে উস্কে দিচ্ছে । এমন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সন্দেশখালিতেও তাই ঘটেছে ।’’

তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনেছেন ৷ দাবি করেছেন, শুভেন্দুও দুর্নীতিগ্রস্ত ৷ অথচ তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে কোনোরকম তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শুধু তৃণমূল নেতাদের বাড়িতেই চলছে তল্লাশি অভিযান ৷

অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ইডির আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানকার মানুষকে উস্কাচ্ছিল ৷ দেশের মানুষ দিল্লির এই ষড়যন্ত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছে ৷ সেটার পালটা সন্দেশখালিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি শান্তনু সেনের ৷ তিনিও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলেছেন ৷ বিজেপি শুভেন্দুকে আড়াল করছে বলেও অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন:

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

কলকাতা, 5 জানুয়ারি: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ পুরো ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ৷ তাঁর দাবি, বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের হয়রানি করছে ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে ৷

উল্লেখ্য, শুক্রবার সকালে সন্দেশখালি 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ রেশন দুর্নীতিতে ওই অভিযান ছিল ৷ অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছাতেই ওই তৃণমূল নেতার অনুগামীরা ইডি-র দলের উপর হামলা চালায় ৷

এ দিন সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তার পর এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি-সহ বিরোধীরা এই ঘটনার সমালোচনায় সরব হয় ৷ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে বিঁধতে শুরু করেন বিরোধী নেতারা ৷ তার পর এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

  • #WATCH | Kolkata: On an attack on the ED team in West Bengal, TMC leader Kunal Ghosh says, "What happened in Sandeskhali was an effect of provocation. In West Bengal, central agencies and forces on the instructions of the BJP are going to the residence of one or the other TMC… pic.twitter.com/a6rU44OFkJ

    — ANI (@ANI) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি বলেন, "সন্দেখালিতে যা ঘটেছে, তা ছিল উসকানির প্রভাব । পশ্চিমবঙ্গে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থা ও বাহিনী এক বা অন্য তৃণমূল নেতা বা কর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, নেতিবাচক বক্তব্য ছড়াচ্ছে ও মানুষকে উস্কে দিচ্ছে । এমন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সন্দেশখালিতেও তাই ঘটেছে ।’’

তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনেছেন ৷ দাবি করেছেন, শুভেন্দুও দুর্নীতিগ্রস্ত ৷ অথচ তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে কোনোরকম তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি ৷ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শুধু তৃণমূল নেতাদের বাড়িতেই চলছে তল্লাশি অভিযান ৷

অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, ইডির আধিকারিকরা ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানকার মানুষকে উস্কাচ্ছিল ৷ দেশের মানুষ দিল্লির এই ষড়যন্ত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছে ৷ সেটার পালটা সন্দেশখালিতে এই ঘটনা ঘটেছে বলে দাবি শান্তনু সেনের ৷ তিনিও শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তুলেছেন ৷ বিজেপি শুভেন্দুকে আড়াল করছে বলেও অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন:

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা

Last Updated : Jan 5, 2024, 12:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.