কলকাতা, 8 অক্টোবর : BJP-র নবান্ন অভিযানের পালটা শহরে মিছিল করবে তৃণমূল কংগ্রেস । আজ বিকেলে যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে গোলপার্ক পর্যন্ত BJP-র বিরোধিতা করে মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সদস্যরা ।
রাজ্যে গণতন্ত্র ফেরানো এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজ BJP-র নবান্ন অভিযান । কিন্তু BJP-কে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস । পথে নেমে নিজেদের শক্তি বুঝিয়ে দিতে চাইছে তারা । আজ BJP-র নবান্ন অভিযানের শেষে অর্থাৎ বিকেলে পালটা মিছিলে সরব হতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা । মিছিল থেকে BJP-কে উৎখাতের ডাক দেবেন তাঁরা ।
গতকালও পথে নেমেছিল তৃণমূল কংগ্রেসের মহিলা ব্রিগেড । হাথরসের ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল তারা । চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সিদের নেতৃত্বে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করে বড় আন্দোলনে শামিল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা । এর আগে নিজেও পথে নেমে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । বিড়লা প্লানেটোরিয়াম থেকে গান্ধিমূর্তির পাদদেশ পর্যন্ত প্রতিবাদ মিছিল করেছিলেন তিনি । হাথরসের ঘটনার প্রতিবাদের পাশাপাশি আজ নবান্ন অভিযানের বিরুদ্ধে রাজপথে নেমে পালটা সরব হবে তৃণমূলের মহিলা ব্রিগেড ।