ETV Bharat / state

Babul Slams Dilip: পদ কেড়ে দিলীপের হাতে ‘ঝুনঝুনি’ ধরিয়েছে বিজেপি, কটাক্ষ বাবুলের - তৃণমূল

Babul Supriyo Taunts Dilip Ghosh: শনিবার বিজেপির জাতীয়স্তরের কিছু সাংগঠনিক রদবদল হয় ৷ সেই রদবদলে জাতীয় সহ-সভাপতির পদ যায় দিলীপ ঘোষের ৷ সেই নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি ৷ এই পরিস্থিতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূলের বাবুল সুপ্রিয়ো ৷

Babul Slams Dilip
Babul Slams Dilip
author img

By

Published : Jul 29, 2023, 3:43 PM IST

কলকাতা, 29 জুলাই: ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের আর কোনও পদ নেই ৷ তিনি এখন শুধুই একজন সাধারণ বিজেপি নেতা ৷ এই বিষয়টিকে সামনে রেখেই শনিবার মেদিনীপুরের সাংসদকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ো ৷ ব্যাঙ্গাত্মক টুইট করে দিলীপকে কটাক্ষ তো করলেনই ৷ পাশাপাশি সমালোচনা করলেন বিজেপির জাতীয় নেতৃত্বেরও ৷

এ দিনের টুইটে দিলীপ ঘোষের নাম কোথাও উল্লেখ করেননি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ো ৷ তবে তাঁর নিশানায় যে দিলীপ ঘোষ, তা বোঝাতে বাবুল ইংরেজিতে ‘দি-লিপ’ (টিএইচই-এলআইপি) লিখেছেন ৷ একই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন, দিলীপ ঘোষ দলের অন্য নেতাদের সঙ্গে যেমন আচরণ করতেন, অবশেষে সেটাই তিনি ফিরে পেলেন ৷ এত বছর দলের হয়ে কাজ করার পরও বিজেপি তাঁর হাতে ‘ঝুনঝুনি’ ধরিয়ে দিয়েছে ৷

  • At last the THE-Lip of @BJP4Bengal stands sealed 🤐😂 At last he gets a taste of his own medicine - get 'Jhhunjhhuni' for serving his party for so many years !! Probably now he'll understand why I threw my hard-earned MPseat on their face-it's a diff thing that the now-sealed…

    — Babul Supriyo (@SuPriyoBabul) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বিজেপিতে বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের প্রবেশ কয়েকমাসের ব্যবধানে ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে বাবুল বিজেপির প্রার্থী হন ৷ ভোটে জিতে জায়গা পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী পরিষদে ৷ সেই সময়ই আরএসএস থেকে বিজেপিতে আসেন দিলীপ ৷ তার পর তাঁকে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় ৷

2021 সালের জুলাই মাসে মোদির মন্ত্রিসভায় রদবদল হয় ৷ বাদ পড়েন বাবুল সুপ্রিয় ৷ তার পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ তিনি রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেন ৷ পরে তৃণমূলে যোগ দেন ৷ বিজেপির হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে তিনি এখন বালিগঞ্জের বিধায়ক ৷ সেই সূত্রে রাজ্যের মন্ত্রী ৷

তৃণমূলে আসার পর বারবার বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন ৷ শনিবারের টুইটে সেই অভিযোগ আবার করেছেন বাবুল ৷ দিলীপকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘তিনি হয়তো এবার বুঝতে পারবেন কেন আমি আমার সাংসদ পদ ছুঁড়ে দিয়ে চলে এসেছিলাম ৷’’ একই সঙ্গে বাবুল অভিযোগ করেছেন, আসানসোলে দিলীপ তাঁকে হারানোর চেষ্টাও করেছেন ৷

আরও পড়ুন: বিজেপির সহ-সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

পাশাপাশি দিলীপকে জোকার বলে কটাক্ষ করেছেন বাবুল ৷ বুদ্ধিমত্তার সঙ্গে কয়েকটি ইংরেজি শব্দ পরপর ব্যবহার করে বাবুল বোঝাতে চেয়েছেন যে দিলীপের মুখ বন্ধ করার চেষ্টা করল বিজেপি ৷ বাবুল সুপ্রিয়র আরও অভিযোগ, বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী ৷ বিজেপি বাঙালিদের কোনও গুরুত্ব দেয় না ৷ তাই তিনি বিজেপিকে গদ্দার পার্টি বলেও কটাক্ষ করেছেন ৷

কলকাতা, 29 জুলাই: ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের আর কোনও পদ নেই ৷ তিনি এখন শুধুই একজন সাধারণ বিজেপি নেতা ৷ এই বিষয়টিকে সামনে রেখেই শনিবার মেদিনীপুরের সাংসদকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ো ৷ ব্যাঙ্গাত্মক টুইট করে দিলীপকে কটাক্ষ তো করলেনই ৷ পাশাপাশি সমালোচনা করলেন বিজেপির জাতীয় নেতৃত্বেরও ৷

এ দিনের টুইটে দিলীপ ঘোষের নাম কোথাও উল্লেখ করেননি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ো ৷ তবে তাঁর নিশানায় যে দিলীপ ঘোষ, তা বোঝাতে বাবুল ইংরেজিতে ‘দি-লিপ’ (টিএইচই-এলআইপি) লিখেছেন ৷ একই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন, দিলীপ ঘোষ দলের অন্য নেতাদের সঙ্গে যেমন আচরণ করতেন, অবশেষে সেটাই তিনি ফিরে পেলেন ৷ এত বছর দলের হয়ে কাজ করার পরও বিজেপি তাঁর হাতে ‘ঝুনঝুনি’ ধরিয়ে দিয়েছে ৷

  • At last the THE-Lip of @BJP4Bengal stands sealed 🤐😂 At last he gets a taste of his own medicine - get 'Jhhunjhhuni' for serving his party for so many years !! Probably now he'll understand why I threw my hard-earned MPseat on their face-it's a diff thing that the now-sealed…

    — Babul Supriyo (@SuPriyoBabul) July 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, বিজেপিতে বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের প্রবেশ কয়েকমাসের ব্যবধানে ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে বাবুল বিজেপির প্রার্থী হন ৷ ভোটে জিতে জায়গা পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী পরিষদে ৷ সেই সময়ই আরএসএস থেকে বিজেপিতে আসেন দিলীপ ৷ তার পর তাঁকে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় ৷

2021 সালের জুলাই মাসে মোদির মন্ত্রিসভায় রদবদল হয় ৷ বাদ পড়েন বাবুল সুপ্রিয় ৷ তার পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় ৷ তিনি রাজনীতি থেকে সরে আসার কথা ঘোষণা করেন ৷ পরে তৃণমূলে যোগ দেন ৷ বিজেপির হয়ে জেতা সাংসদ পদ ছেড়ে তিনি এখন বালিগঞ্জের বিধায়ক ৷ সেই সূত্রে রাজ্যের মন্ত্রী ৷

তৃণমূলে আসার পর বারবার বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন ৷ শনিবারের টুইটে সেই অভিযোগ আবার করেছেন বাবুল ৷ দিলীপকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘তিনি হয়তো এবার বুঝতে পারবেন কেন আমি আমার সাংসদ পদ ছুঁড়ে দিয়ে চলে এসেছিলাম ৷’’ একই সঙ্গে বাবুল অভিযোগ করেছেন, আসানসোলে দিলীপ তাঁকে হারানোর চেষ্টাও করেছেন ৷

আরও পড়ুন: বিজেপির সহ-সভাপতির পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে

পাশাপাশি দিলীপকে জোকার বলে কটাক্ষ করেছেন বাবুল ৷ বুদ্ধিমত্তার সঙ্গে কয়েকটি ইংরেজি শব্দ পরপর ব্যবহার করে বাবুল বোঝাতে চেয়েছেন যে দিলীপের মুখ বন্ধ করার চেষ্টা করল বিজেপি ৷ বাবুল সুপ্রিয়র আরও অভিযোগ, বিজেপি আসলে বাঙালি বিদ্বেষী ৷ বিজেপি বাঙালিদের কোনও গুরুত্ব দেয় না ৷ তাই তিনি বিজেপিকে গদ্দার পার্টি বলেও কটাক্ষ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.