ETV Bharat / state

Documentary on Abhishek: অভিষেককে জন্মদিনের উপহার, তাঁকে নিয়ে তথ্যচিত্র বানাল টিএমসিপি - জেনারেশন নেক্সট

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনে অভিনব উপহার দিল তৃণমূল ছাত্র পরিষদ (Documentary on Abhishek)৷ তাঁরা অভিষেককে নিয়ে তৈরি করেছে একটি তথ্যচিত্র, তার নাম জেনারেশন নেক্সট (Documentary film on Abhishek Banerjee)৷

TMCP releases documentary film on Abhishek Banerjee
অভিষেককে জন্মদিনের উপহার, তাঁকে নিয়ে তৈরি হল তথ্যচিত্র জেনারেশন নেক্সট
author img

By

Published : Nov 8, 2022, 6:45 PM IST

কলকাতা, 8 নভেম্বর: 35 বছর বয়সে পা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাক লাগানো জন্মদিন পালনের পর এ বার অভিষেককে নিয়ে তৈরি হল স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র । দলের বর্তমান প্রজন্মের নেতাকে জন্মদিনে এই অভিনব উপহার (Documentary on Abhishek) দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (Documentary film on Abhishek Banerjee)৷

সাম্প্রতিক কালে বাংলার রাজনীতিতে চোখে পড়ার মতো উত্থান ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনিই এখন দলের নবীন প্রজন্মের দিশারী হিসেবে পরিচিত ৷ সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে তাঁকে ঘিরে তৈরি তথ্যচিত্রে ৷ ছবির নাম রাখা হয়েছে 'জেনারেশন নেক্সট'। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দলের প্রধানকে সম্মান জানিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ উপহার ।

2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রতিটি পদক্ষেপ তুলে ধরা হয়েছে 17 মিনিটের তথ্যচিত্রে । এমনকী যে দুর্ঘটনার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকাতে গিয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল, তাও দেখানো হয়েছে এখানে । এই তথ্যচিত্রের পরিচালনা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী । এই তথ্যচিত্রের পরিচালনার পাশাপাশি অভিষেকের চরিত্রে অভিনয়ও করতে দেখা গিয়েছে তাঁকে । এছাড়াও ছাত্র পরিষদের সকলে মিলে তৈরি করেছেন এই স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র । সোশ্যাল মিডিয়ায় ছাত্র পরিষদের অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত হয়েছে এই ছবি ।

আরও পড়ুন: দাদা একবার এদিকে...! জন্মদিনে কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় ভাসলেন তৃণমূলের 'যুবরাজ'

শুধু তথ্যচিত্র নয়, এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ডের জন্মদিনে ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে একটি গানও । অভিষেকের জন্মদিনে প্রকাশিত হয়েছে একটি থিম সং । সৌজন্যে দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ । ভিডিয়োর মাধ্যমে অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মুহূর্ত তুলে ধরা হয়েছে সেই গানে ।

কলকাতা, 8 নভেম্বর: 35 বছর বয়সে পা রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাক লাগানো জন্মদিন পালনের পর এ বার অভিষেককে নিয়ে তৈরি হল স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র । দলের বর্তমান প্রজন্মের নেতাকে জন্মদিনে এই অভিনব উপহার (Documentary on Abhishek) দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (Documentary film on Abhishek Banerjee)৷

সাম্প্রতিক কালে বাংলার রাজনীতিতে চোখে পড়ার মতো উত্থান ঘটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ তিনিই এখন দলের নবীন প্রজন্মের দিশারী হিসেবে পরিচিত ৷ সেই বিষয়টিই তুলে ধরা হয়েছে তাঁকে ঘিরে তৈরি তথ্যচিত্রে ৷ ছবির নাম রাখা হয়েছে 'জেনারেশন নেক্সট'। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দলের প্রধানকে সম্মান জানিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ উপহার ।

2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার প্রতিটি পদক্ষেপ তুলে ধরা হয়েছে 17 মিনিটের তথ্যচিত্রে । এমনকী যে দুর্ঘটনার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমেরিকাতে গিয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল, তাও দেখানো হয়েছে এখানে । এই তথ্যচিত্রের পরিচালনা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী । এই তথ্যচিত্রের পরিচালনার পাশাপাশি অভিষেকের চরিত্রে অভিনয়ও করতে দেখা গিয়েছে তাঁকে । এছাড়াও ছাত্র পরিষদের সকলে মিলে তৈরি করেছেন এই স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র । সোশ্যাল মিডিয়ায় ছাত্র পরিষদের অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত হয়েছে এই ছবি ।

আরও পড়ুন: দাদা একবার এদিকে...! জন্মদিনে কর্মী-সমর্থকদের শুভেচ্ছায় ভাসলেন তৃণমূলের 'যুবরাজ'

শুধু তথ্যচিত্র নয়, এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ডের জন্মদিনে ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে একটি গানও । অভিষেকের জন্মদিনে প্রকাশিত হয়েছে একটি থিম সং । সৌজন্যে দলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ । ভিডিয়োর মাধ্যমে অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মুহূর্ত তুলে ধরা হয়েছে সেই গানে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.