কলকাতা, 24 সেপ্টেম্বর : কৃষি বিলের বিরুদ্ধে পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ । গতকাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা ৷ গান্ধি মূর্তির পাদদেশে উপস্থিত ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "কৃষি বিল বিরোধী লড়াইয়ে জয় হবে আমাদের।"
সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দলগুলি । আর গতকাল পথে নেমে আন্দোলন করল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ৷সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেয়ো রোডের গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা । মিছিল শেষে গান্ধি মূর্তির পাদদেশে ধরনায় বসে তারা । সেখানে যোগ দেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন , "মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের স্বার্থ বিরোধী বিলের বিরোধিতায় পথে নেমেছে তৃণমূল কংগ্রেস । এই লড়াইয়ে আমাদেরই জয় হবে ।"
চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন , "BJP হঠকারি কার্যকলাপ করে দেশ চালাচ্ছে । সংবিধানের গোটা বিষয়টি নিজেরা করায়ত্ত করতে চাইছে । কিন্তু এটা হতে দেওয়া যাবে না । কৃষকদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস । তাদের হয়ে লড়াই চালাবে ।"
লোকসভার পর 20 সেপ্টেম্বর রাজ্যসভায় "কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন" এবং "কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি" সংক্রান্ত বিল পেশ হয় । প্রতিবাদ-বিক্ষোভের মাঝে ধ্বনি ভোটে পাশ হয়ে যায় বিল দু'টি । বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন সহ অন্য সাংসদরা বিক্ষোভ দেখান । ডেপুটি চেয়ারম্যানের মাইক কেড়ে নেওয়ার ও হাউজ়ের রুল বুক ছিড়ে ফেলার অভিযোগ ওঠে । এরপরই আট সাংসদকে সাসপেন্ড করা হয় ।