ETV Bharat / state

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ

যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যু অভিযুক্তদের ধরার দাবিতে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভে হামলা ৷ অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷

JU Student Death
যাদবপুর বিশ্ববিদ্যালয়
author img

By

Published : Aug 16, 2023, 10:59 PM IST

কলকাতা, 16 অগস্ট: যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর বিচার চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অরবিন্দ ভবনে বুধবার এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনের অবস্থানে হামলা ৷ অভিযোগ, টিএমসিপি স্মারকলিপি দেওয়ার নামে এসএফআইয়ের উপর হামলা চালায় ৷

পাশাপশি ছাত্র মৃত্যুতে কালেকটিভ নামক একটি ছাত্র সংগঠনের নাম উঠে আসায় তাদের বিরুদ্ধে পোস্টার মেরেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই । আর সেই পোস্টার ছেড়া থেকে রঙ দিয়ে ‘কালেকটিভ’মুছে ফেলার চেষ্টা এমনকী প্রাক্তনীদের এনে বর্তমানের হুমকি দিয়ে ভয় দেখানোর অভিযোগ আইসি নামক এক সংগঠনের বিরুদ্ধে ।

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদিকে চলছিল ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ । অভিযোগ, সেসময়েই টিএমসিপি মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে । তারা স্মারকলিপি দেবে বলে দাবি করে ।সেই সময়েই বাম সংগঠন এসএফআইয়ের উপর হামলা চালানোর অভিযোগ ছাত্রে পরিষদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এসএফআই-এর রাজ্য কমিটির নেত্রী আসরিন বেগম গুরুতর চোট পেয়েছেন বলে দাবি এই বাম ছাত্র সংগঠনের ।

আরও পড়ুন: যাদবপুর নিয়ে বৈঠকে ঢুকতে বাধা, রাজ্যপাল ভয় পেয়েছেন বলে দাবি ইংরেজির বিভাগীয় প্রধানের

ঘটনা প্রসঙ্গেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংগঠনের দায়িত্বে থাকা ছাত্র পরিষদের নেতা শুভদীপ বন্দ্যোপধ্যায় বলেন, "এই ইস্যু ব্যবহার করে তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসের মাটিতে পা রাখতে চাইছে ৷ সেটা কোনও দিন সম্ভব নয় । এখনও যারা গ্রেফতার হয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ সবটাই তৃণমূল ও বিজেপি ঘনিষ্ট সংগঠন ।"

ঠিক যাদবপুর ক্যাম্পাসে যখন উত্তেজনা তখন যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর ইস্যুতেই উত্তজনা ছড়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও । এসএফআই অভিযোগ করে জানায়, যাদবপুর কাণ্ডে সামনে এসেছে কালেকটিভ নামক একটি ছাত্র সংঘঠনের নাম । আর সেই সংগঠনের কর্মীরা এই ক্যাম্পাসে আইসি মুখোশ পড়া । তাই পোস্টারে কালেকটিভ মুছে ফেলতে রঙ ঢেলে দেয় । ছিড়ে দেয় পোস্টার। হুমকি দেওয়া হয় প্রাক্তনীদের তরফে।

কলকাতা, 16 অগস্ট: যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর বিচার চেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে অরবিন্দ ভবনে বুধবার এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনের অবস্থানে হামলা ৷ অভিযোগ, টিএমসিপি স্মারকলিপি দেওয়ার নামে এসএফআইয়ের উপর হামলা চালায় ৷

পাশাপশি ছাত্র মৃত্যুতে কালেকটিভ নামক একটি ছাত্র সংগঠনের নাম উঠে আসায় তাদের বিরুদ্ধে পোস্টার মেরেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই । আর সেই পোস্টার ছেড়া থেকে রঙ দিয়ে ‘কালেকটিভ’মুছে ফেলার চেষ্টা এমনকী প্রাক্তনীদের এনে বর্তমানের হুমকি দিয়ে ভয় দেখানোর অভিযোগ আইসি নামক এক সংগঠনের বিরুদ্ধে ।

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদিকে চলছিল ছাত্র-ছাত্রীদের অবস্থান বিক্ষোভ । অভিযোগ, সেসময়েই টিএমসিপি মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে । তারা স্মারকলিপি দেবে বলে দাবি করে ।সেই সময়েই বাম সংগঠন এসএফআইয়ের উপর হামলা চালানোর অভিযোগ ছাত্রে পরিষদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এসএফআই-এর রাজ্য কমিটির নেত্রী আসরিন বেগম গুরুতর চোট পেয়েছেন বলে দাবি এই বাম ছাত্র সংগঠনের ।

আরও পড়ুন: যাদবপুর নিয়ে বৈঠকে ঢুকতে বাধা, রাজ্যপাল ভয় পেয়েছেন বলে দাবি ইংরেজির বিভাগীয় প্রধানের

ঘটনা প্রসঙ্গেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংগঠনের দায়িত্বে থাকা ছাত্র পরিষদের নেতা শুভদীপ বন্দ্যোপধ্যায় বলেন, "এই ইস্যু ব্যবহার করে তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্পাসের মাটিতে পা রাখতে চাইছে ৷ সেটা কোনও দিন সম্ভব নয় । এখনও যারা গ্রেফতার হয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ সবটাই তৃণমূল ও বিজেপি ঘনিষ্ট সংগঠন ।"

ঠিক যাদবপুর ক্যাম্পাসে যখন উত্তেজনা তখন যাদবপুরের প্রথম বর্ষের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর ইস্যুতেই উত্তজনা ছড়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও । এসএফআই অভিযোগ করে জানায়, যাদবপুর কাণ্ডে সামনে এসেছে কালেকটিভ নামক একটি ছাত্র সংঘঠনের নাম । আর সেই সংগঠনের কর্মীরা এই ক্যাম্পাসে আইসি মুখোশ পড়া । তাই পোস্টারে কালেকটিভ মুছে ফেলতে রঙ ঢেলে দেয় । ছিড়ে দেয় পোস্টার। হুমকি দেওয়া হয় প্রাক্তনীদের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.