কলকাতা, 7 সেপ্টেম্বর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ । বিশ্ববিদ্যালয়ের বেশকিছু বিষয় নিয়ে বৃহস্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিতে যায় তৃণমূল ছাত্র পরিষদ । কিন্তু তখন পতাকা বাইরে রেখে আসার কথা উপাচার্য জানান বলেই অভিযোগ তোলেন পড়ুয়ারা । তাই নিয়ে গোল বাঁধে ৷ উপাচার্যকে বেশ কিছুক্ষণ ঘেরাও করে রাখেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ।
তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অভিরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের পতাকা নামিয়ে দিতে বলেন । যে স্মারকলিপি নিয়ে গিয়েছিলাম, তা মুড়ে দেন । আমরা পালটা ওঁর হাত থেকে স্মারকলিপি নিয়ে মোড়া অংশটা খুলি দিয়েছি । পতাকা নিয়ে স্লোগান দিয়েছি । তার কারণ আমরা তৃণমূল ছাত্র পরিষদ করি ৷ এটা আমাদের গর্ব । উনি কি বললেন তাতে তৃণমূল ছাত্র পরিষদের কিছু যায় আসে না ।" বেশ কিছুক্ষণ তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখেন । পরবর্তীকালে সেই ঘেরাও তুলে নেন ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত বলেন, "ঝান্ডার দরকার হয় না আমার কাছে আসার জন্য । ঝান্ডাই বড় পরিচয় নয় । আমার কাছে ন্যায্য দাবি নিয়ে সবাই আসতে পারেন, শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী সকলেই । কিন্তু পার্টির পতাকা বা পার্টি স্লোগান ক্যাম্পাসের বাইরে রেখে আসতে হবে । কেউ যেন এই বিশ্ববিদ্যালয় পার্টির রং নিয়ে না আসেন, তাহলে বিভেদ-বিচ্ছন্নতা বাড়বে ।’’
আরও পড়ুন: উপস্থিতির উপর আর নম্বর নয়, নয়া নিয়ম কলকাতা বিশ্ববিদ্যালয়ে
তিনি আরও বলেন, ‘‘এখানে পার্টি চলে এলে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে ৷ তখন মূল সমস্যাটাই চাপা পড়ে যাবে । সেটাকে আমি প্রশ্রয় দিতে রাজি নই । যদি পার্টির রং নিয়ে কেউ আমাকে হুমকি দেয়, যদি মন্ত্রীও ফোন করেন, তাহলে এক মিনিটও আমি দেরি করব না এই চেয়ার ছেড়ে চলে যেতে ।"