ETV Bharat / state

TMC Protest in Delhi: বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী-সমর্থকরা, সন্ধে পর্যন্ত চলবে রওনা প্রক্রিয়া

TMC Workers Leaving for Delhi by Bus: ট্রেন না পেয়ে বাসে চেপেই দিল্লিতে রওনা দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা । সন্ধে পর্যন্ত জারি থাকবে বাস ছাড়ার প্রক্রিয়া ৷ সেগুলি রবিবার দিল্লিতে পৌঁছবে ৷

Trinamool workers depart on Bus for Delhi
বাসে চেপে দিল্লির পথে তৃণমূল কর্মী সমর্থকেরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 3:13 PM IST

Updated : Sep 30, 2023, 3:32 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: রেলের তরফে মেলেনি ট্রেন ৷ সড়কপথেই বাসে করে দিল্লি রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা । শনির দুপুর থেকে শুরু হয়েছে দিল্লি পাড়ি দেওয়ার প্রক্রিয়া ৷ চলবে শনিবার সন্ধে পর্যন্ত ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথম বাস নেতাজি ইন্ডোর থেকে রওনা দিয়েছে ।

সূত্রের দাবি, সব মিলিয়ে 50টি দূরপাল্লার স্লিপার ক্লাসের বাসে চেপে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন রাজধানীর উদ্দেশে । আজ সন্ধে পর্যন্ত দিল্লি রওনা দেওয়ার প্রক্রিয়া জারি থাকার পরও যদি নতুন বাসের প্রয়োজন হয় তারও ব্যবস্থা করা হবে । তবে এখনও পর্যন্ত যে বাসগুলি নেতাজি ইন্ডোরে এসেছে বা রওনা দিয়েছে সেগুলিতে 70টি মতো আসন রয়েছে । নির্দিষ্ট আসনের বাইরে বাসে লোক নেওয়া হচ্ছে না । এই বাসগুলি রবিবার রাতের মধ্যে দিল্লিতে পৌঁছবে । এরপর সোমবার যথা সময়ে কর্মসূচিতে যোগ দেবেন ঘাসফুলের নেতা কর্মীরা ।

সূত্রের তরফে আরও জানা গিয়েছে, এই বাসগুলি কলকাতা, আসানসোল, ধানবাদ, উত্তরপ্রদেশের বারাণসী ও আগরা হয়ে দিল্লিতে পৌঁছবে । ফলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই বাস বা যাত্রীরা সমস্যায় পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ তবে তৃণমূল কর্মীরা যোগী রাজ্যে কোনওরকম সমস্যায় পড়লে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে । শুক্রবারই এমনটাই আভাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে দিল্লি পৌঁছনোর পর থাকা খাওয়ার চিন্তা থাকছে না । কারণ তৃণমূলের তরফে দিল্লির চিত্তরঞ্জন পার্ক,পাহাড়গঞ্জ রোড, দিল্লি কালীবাড়ি সংলগ্ন এলাকার বহু হোটেল ভাড়া নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: ট্রেন বাতিল, এবার বাসে করেই 100 দিনের কর্মীদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল

বিজেপিকে আক্রমণ করে গতকাল অভিষেক বলেছিলেন, "চরম স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিশোধমূলক রাজনীতির বশবর্তী হয়ে বাংলার গরীব মা-ভাই-বোনেদের 100 দিনের কাজ, আবাস যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তহবিল আটকে রেখে দিয়েছে । আগামী 2 এবং 3 অক্টোবর আমরা দিল্লিতে গণতান্ত্রিক উপায়ে আমাদের অধিকারের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন করব । ইতিমধ্যেই‌ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষেরা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন । তাঁদের সঙ্গে দেখা করে আস্বস্ত করলাম, তাঁদের হকের টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম থামবে না । কৃতঘ্ন বিজেপি সরকার এই গণআন্দোলনের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের নানা কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমরা সকল বাধা বিপত্তি ছিন্ন করে নিজেদের ন্যায্য পাওনা ছিনিয়ে আনবই ।"

কলকাতা, 30 সেপ্টেম্বর: রেলের তরফে মেলেনি ট্রেন ৷ সড়কপথেই বাসে করে দিল্লি রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা । শনির দুপুর থেকে শুরু হয়েছে দিল্লি পাড়ি দেওয়ার প্রক্রিয়া ৷ চলবে শনিবার সন্ধে পর্যন্ত ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথম বাস নেতাজি ইন্ডোর থেকে রওনা দিয়েছে ।

সূত্রের দাবি, সব মিলিয়ে 50টি দূরপাল্লার স্লিপার ক্লাসের বাসে চেপে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন রাজধানীর উদ্দেশে । আজ সন্ধে পর্যন্ত দিল্লি রওনা দেওয়ার প্রক্রিয়া জারি থাকার পরও যদি নতুন বাসের প্রয়োজন হয় তারও ব্যবস্থা করা হবে । তবে এখনও পর্যন্ত যে বাসগুলি নেতাজি ইন্ডোরে এসেছে বা রওনা দিয়েছে সেগুলিতে 70টি মতো আসন রয়েছে । নির্দিষ্ট আসনের বাইরে বাসে লোক নেওয়া হচ্ছে না । এই বাসগুলি রবিবার রাতের মধ্যে দিল্লিতে পৌঁছবে । এরপর সোমবার যথা সময়ে কর্মসূচিতে যোগ দেবেন ঘাসফুলের নেতা কর্মীরা ।

সূত্রের তরফে আরও জানা গিয়েছে, এই বাসগুলি কলকাতা, আসানসোল, ধানবাদ, উত্তরপ্রদেশের বারাণসী ও আগরা হয়ে দিল্লিতে পৌঁছবে । ফলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই বাস বা যাত্রীরা সমস্যায় পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ তবে তৃণমূল কর্মীরা যোগী রাজ্যে কোনওরকম সমস্যায় পড়লে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে । শুক্রবারই এমনটাই আভাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে দিল্লি পৌঁছনোর পর থাকা খাওয়ার চিন্তা থাকছে না । কারণ তৃণমূলের তরফে দিল্লির চিত্তরঞ্জন পার্ক,পাহাড়গঞ্জ রোড, দিল্লি কালীবাড়ি সংলগ্ন এলাকার বহু হোটেল ভাড়া নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: ট্রেন বাতিল, এবার বাসে করেই 100 দিনের কর্মীদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল

বিজেপিকে আক্রমণ করে গতকাল অভিষেক বলেছিলেন, "চরম স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিশোধমূলক রাজনীতির বশবর্তী হয়ে বাংলার গরীব মা-ভাই-বোনেদের 100 দিনের কাজ, আবাস যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তহবিল আটকে রেখে দিয়েছে । আগামী 2 এবং 3 অক্টোবর আমরা দিল্লিতে গণতান্ত্রিক উপায়ে আমাদের অধিকারের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন করব । ইতিমধ্যেই‌ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষেরা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন । তাঁদের সঙ্গে দেখা করে আস্বস্ত করলাম, তাঁদের হকের টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম থামবে না । কৃতঘ্ন বিজেপি সরকার এই গণআন্দোলনের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের নানা কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমরা সকল বাধা বিপত্তি ছিন্ন করে নিজেদের ন্যায্য পাওনা ছিনিয়ে আনবই ।"

Last Updated : Sep 30, 2023, 3:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.